নেটফ্লিক্স ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই এর মোবাইল অ্যাপসে ডাউনলোড সুবিধা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। এর ফলে অফলাইনে মুভি কিংবা টেলিভিশন শো দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারবেন।
আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন সুবিধাটি চালু করা হয়েছে। এর মাধ্যমে সিনেমা কিংবা টেলিভিশন শো ক্যাটালগ থেকে ডাউনলোড করা যাবে। যদিও সকল কনটেন্ট ডাউনলোডের সুবিধা নেই, তারপরেও বেশিরভাগ কনটেন্টে ডাউনলোড সুবিধা দেখা গেছে।
যেসব মুভি কিংবা টিভি শো ডাউনলোড সমর্থন করে, তার পাশে ডাউনলোড বাটন অথবা এপিসোডের টাইটেলের পাশে বাটনটি দেখা যাবে।
সেটিংস থেকে ব্যবহারকারী শুধুমাত্র ওয়াই-ফাই কানেকশনে ডাউনলোড চালু রাখবেন কিনা সেটি নির্বাচন করে দিতে পারবেন। এছাড়া ভিডিও কোয়ালিটি কেমন হবে সেটিও নির্বাচন করা যাবে।
রেজ্যুলেশনের কথা না জানালেও কোয়ালিটিং সেটিংসে স্ট্যান্ডার্ড এবং হাইয়ার হিসেবে নির্বাচন করা যাবে। এছাড়া ব্যবহারকারীর ডাউনলোড করা কনটেন্টগুলো ডিভাইসের কতোটা মেমরি ব্যয় করছে তা দেখা ও একবারে মুছে ফেলার সুযোগ থাকছে।
এছাড়া সাইটবারে মাই ডাউনলোড সেকশন রয়েছে, সেখানে ব্যবহারকারীর ডাউনলোড করা কনটেন্টগুলো পাওয়া যাবে।