অাসসালামু আলাইকুম,
সুপ্রিয় TrickBD বন্ধুরা সবাই কেমন অাছেন।
অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো। সবাইকে
শীতের শুভেচ্ছা। কয়েকদিন ধরে শীত একটু বেশি পড়েছে।
সবাই নিশ্চয়ই শীতকে উপভোগ করছেন।
বন্ধুরা অামার এবারের টিউনের বিষয় হচ্ছে “ইউটিউব
থেকে কিভাবে ভিডিও আপলোড করে টাকা অায় করতে
পারবেন” (১ম পর্ব)।
ইউটিউবে অার্নিং মোবাইল এবং কম্পিউটার দুইটা দিয়েই
করা যাবে। তবে কম্পিউটার হলে ভিডিওর কোয়ালিটি
ভালো হবে। আপনি ইউটিউবে সফল হতে হলে অাপনাকে
অনেক দিন কাজ করতে হবে টাকা পয়সা ছাড়া। যাদের
মনে হচ্ছে ইউটিউব সোনার ডিম পাড়া হাঁস তারা এই
কাজটি করতে পারবে না। কারন তারা চাইবে সব ডিম
একসাথে বের করে নিতে। তেমনি অাপনি ইউটিউবে
লাগাতার কাজ করে যাবেন, লাভ ক্ষতির কথা মাথায়
রাখবেন না। টাকার পিছনে ছুটবেন না। মাথায় রাখুন সফল
হতে পারলে টাকা আপনার পিছনে ছুটবে।
আপনি যদি টাকার জন্যই কাজ শুরু করেন তাহলে আপনি
সহজে সফল হতে পারবেন না। আপনাকে মাথায় রাখতে
হবে যে, রেটিংয়ে উটতে পারলে টাকা এমনিতেই আসবে।
অামি আপনাদেরকে অাজকে ইউটিউব থেকে অায় করার
১ম পর্বটি তুলে ধরছি। অামি পর্বভিত্তিক ইউটিউবের সকল
বিষয় নিয়ে আলোচনা করবো।

অাজকে অামি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এবং
বাংলাদেশ থেকে মনিটাইজেশন অন করার বিষয়ে
অালোচনা করবো।

চ্যানেল তৈরি করতে যা যা করতে হবেঃ

১. http://www.youtube.com এ যান/ অ্যানড্রয়েড
ব্যবহারকারী হলে ইউটিউবের অ্যাপসটি খুলুন।

২. উপরে ডান কোনায় “Sign in” লেখাতে ক্লিক করুন।

৩. জিমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
(জিমেইল না থাকলে খুলে নিবেন)

৪. দেখুন অাগের সাইন ইন এর জায়গায় এখন প্রোফাইল
আইকন চলে অাসছে।

৫. প্রোফাইল আইকনে ক্লিক করে “My Channel” অপশনে
ক্লিক করুন।

৬. অাপনার চ্যানেলের নাম দিয়ে “Create Channel” এ ক্লিক
করুন।

→ আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গিয়েছে। এখন
অাপনি কভার ফটো এবং পোফাইল ফটো দিয়ে আপনার
চ্যানেলের কাস্টমাইজেশন করুন।
বাংলাদেশে মনিটাইজেশন কিভাবে অন করবেনঃ
বাংলাদেশে ইউটিউবের মনিটাইজেশন অপশনটা নেই। তার
পরেও এই সুবিধাটি পেতে নিচের স্টেপগুলো অনুসরন করুন।
১. চ্যানেলে গিয়ে “My Channel” এ ক্লিক করুন।
২. “Advanced” এ ক্লিক করুন আর দেখুন এখানে Country তে
Bangladesh /Afghanistan দেওয়া অাছে।
৩. Country পাল্টে United States করে দিন।
৪. এখন অাপনি “Features and Status” এ গিয়ে দেখুন
“Monitization” অপশনে ইনেবল লেখা চলে অাসছে।
৫. Enable করলে অাপনি Get statrted লেখাতে ক্লিক করুন।

৬. সবগুলো টার্ম এবং কন্ডিশন টিক চিহ্ন দিয়ে “I accept” এ
ক্লিক করুন।
→ এখন অাপনি ভিডিও মিনটাইজ করতে পারবেন এবং আয়
করতে পারবেন। অামি আগামী পর্বে বাকী বিষয়গুলো
নিয়ে অালোচনা করবো। পরবর্তী পর্বে থাকবে কিভাবে
ভিডিও মনিটাইজ করতে হয়।
আশাকরি কাজটি খুব সহজেই করতে পারবেন।

সৌজন্যেঃ নিত্য নতুন টিপস পেতে
নিয়মিত
TrickzBD.GQভিজিট করবেন এবং
সবচেকম টাকায় সাইট তৈরী
করে টাকা ইনকাম করুন

স্বল্পমুল্যে ওয়াপসাইট বানিয়ে ঘরে বসেই
প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে
কল করুন। 01700535894

11 thoughts on "ইউটিউব অার্নিং(পর্ব-১:অ্যাকাউন্ট তৈরি এবং বাংলাদেশে মনিটাইজেশন)"

  1. Nuruzzaman Murad Contributor says:
    after all online a video upload dile jotodin joto luke eta dekhbe o gunah korbe, sei gunar ek vhag uplaod kari o pabe
  2. mdreaz Contributor says:
    hlw vai ami j video youtube a upload kori pore ta ami onno mobile thaka search korle khuja pai na kno.ki korbo pls help…?
  3. Kazi Simon Contributor Post Creator says:
    youtube seooo korte hobe….
  4. Atikur Rahman Contributor says:
    tank you vai aponake ami ei rokom poster opekkay chilam r baki kaj gula kibabe korbo and youtub seo korbo kemone ta like diben
  5. King Sam Contributor says:
    Koto Jon Visitor hola Google AdSense approved hoy?? via please aktu bollen
  6. emonh1999 Contributor says:
    GMail name and youtube channel name ki ek?
  7. Kazi Simon Contributor Post Creator says:
    ok…… sob tut akta akta post dibooo
  8. Priyanto Gain Contributor says:
    monitizetion a new system chalu hoiche…..
    post update koren
  9. ok Contributor says:
    ভাই ছবি দিয়ে দিলে বুঝতে ভাল হয়…
    দয়া করে ছবি দিয়ে পোস্ট করুন!

Leave a Reply