বাংলাদেশে ইন্টারনেটের গতি আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ধীর গতি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি)। আজ বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেটের ধীর গতি আরও কয়েকদিন থাকতে পারে। তবে ২০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
আইএসপিএবির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনে বাংলাদেশে ব্যান্ডউইথ সরবরাহকারী তিনটি সাবমেরিন কেবল কাটা পড়েছে বা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর এ কারণেই ইন্টারনেট ব্যবহারকারীরা গতি কম পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২০ জানুয়ারির মধ্যে সবগুলোক কেবলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হবে এবং ওই কাজ শেষ হলেই বাংলাদে
আরো খবর জানতে এখানে ক্লিক করুন
Post ti home page a e acha.
Apnar Nicher post.
Kub sabdan Tuner Remove Ar kaj cholcha.
Onak bro vi dar o Tuner Harata hoyacha kno Notice Chara e..