[Must See] কি ভাবে আপনার Samsung মোবাইলে SIM Change Alert চালু করবেন। আপনার মোবাইলের সিম পরিবর্তন করলে আপনার কাছে এসএমএস যাবে।

ট্রিকবিডির সকল এডমিন, ইডিটর, টিউনার ও কন্টিভিউটর দের সালাম জানিয়ে আমার পোস্ট শুরু কিরতেছি।
আশা করি সবাই ভাল আছেন।।

অনেক দিন পর ট্রিকবিডি তে লিখছি। আজ যে টিপস টা শেয়ার করতেছি সেটা প্রথমে আমি নিজে ট্রাই করেছি। তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি।
যদি কোন ভুল হয় তা হলে ক্ষমা করবেন।

আগে বলে দিচ্ছি,,
এটা যারা জানেন না তাদের জন্য।
আর যারা জানেন। তার পন্ডিটি করলে ভাল লাগবেনা।

কাজটির সুভিধাঃ
১) আপনার ফোন টি যদি হারিয়ে যাই তাহলে SIM Change করে অন্য সিম ঢুখানো মাত্র আপনার দেওয়া নাম্বার গুলাতে Sim change এর sms চলে আসবে।
২) হারিয়ে গেলে উদ্ধার করতে সুভিধা হবে।

যা যা লাগবেঃ
১) কিছু সময়।
২) আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন।
৩) একটা ইমেইল আইডি।

কাজের ধাপঃ
১) প্রথমে আপনার মোবাইলের Settings এ জান।

2) তারপর security তে ক্লিক করুন।

৩) এরপর Sim Change Alert এ ক্লিক করুন।

৪) এরপর নিচের মত একটা পেইজ আসবে। সেখান থেকে Creat Account এ ক্লিক করুন।

৫) তারপরের পেইজে ছয়টা বক্স থাকবে। সেখানে,

১ম বক্সেঃ আপনার ইমেইল দিন।
→২য় বক্সেঃ পাসওয়ার্ড দিন সর্বনিন্ম ৮টা ।(অবশ্যই এল্পাভেট এবং নাম্বার থাকতে হবে) যেমনঃ anything8
→3য় বক্সেঃ পূর্বের দেওয়া পাস টা আবার দিন।
→৪র্থ বক্সেঃ বার্থডে ডেইট সিলেক্ট করুন।
→৫ম বক্সেঃ আপনার First Name দিন।
→৬ষ্ঠ বক্সেঃ আপনার last name দিন।

এর পর Next এ ক্লিক করুন।

৬) এর পরের পেইজ এ I agree to all এর পাশের বক্স এ ✔ দিন।

৭) এর পরের পেইজে Confirm এ ক্লিক করুন।

৮) এর পরের পেইজে স্ক্রিনশট এর দেখানো স্থানে ক্লিক করুন। তার পর Alert message এ ক্লিক করলে একটা বক্স আসবে। বক্স এ আপনার ইচ্ছা মত মেসেজ সেট করুন।
তার পর Ok তে ক্লিক করুন।

৯) এখন Create এ ক্লিক করুন। এবং আপনার নাম্বার দিন। কান্ট্রি কোড সহ। যেমনঃ +880181567****
তিন চারটা দিলে বেশি সুভিধা। কারন আপনার সিম গুলা হইত তখন মোবাইলে থাকতে পারে। এরপর Save এ ক্লিক করুন।

এখন,

আপনার কাজ শেষ।।
এখন থেকে কেউ সিম চেইঞ্জ করলে আপনার দেওয়া নাম্বারে SmS চলে যাবে।

উপসংহারঃ
যদি ঠিক মত কাজ করেন, তবে এটা ১০০% কাজ করবে। আমি নিজে ট্রাই করে পোষ্ট করছি।
প্রুভ হিসাবে একটা স্ক্রিনশট দিলাম।।
প্রাই সকল Samsung মোবাইলে এটা কাজ করবে।
আমি আমার J1 দিয়ে ট্রাই করছি।

আজকে এই পর্যন্ত।।
আরেক দিন এরেকটা বিষয় নিয়ে আসব।। তত দিন পর্যন্ত ভাল থাকবেন।।
দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না।।

পোষ্টটির সম্পূর্ণ ক্রেডিটঃ Fahim
কপি করলে TrickBD এর নাম ঠিক রাখবেন।।

আমার ফেইসবুক আইডিঃ Fahim

26 thoughts on "[Must See] কি ভাবে আপনার Samsung মোবাইলে SIM Change Alert চালু করবেন। আপনার মোবাইলের সিম পরিবর্তন করলে আপনার কাছে এসএমএস যাবে। By Fahim"

  1. Arif Khan Contributor says:
    Ei IMEI Number diye ki kaj hobe?
    1. Fahim Contributor Post Creator says:
      যে মোবাইল টা চুরি করবে সে, সিম One এ যে sim card টি দিবে সে কার্ড থেকে আপনার নাম্বার গুলাতে SmS যাবে।।
      কাজেই আপনি নাম্বারটা পেয়ে যাচ্ছেন।
    2. Alamin200 Author says:
      cor jode mobile restart kora ta hola.
    3. Fahim Contributor Post Creator says:
      flush dele kaj nao korte pare…
    1. Fahim Contributor Post Creator says:
      tnx…
  2. Fahim Contributor Post Creator says:
    যে মোবাইল টা চুরি করবে সে, সিম One এ যে sim card টি দিবে সে কার্ড থেকে আপনার নাম্বার গুলাতে SmS যাবে।।
    কাজেই আপনি নাম্বারটা পেয়ে যাচ্ছেন।
    1. Arif Khan Contributor says:
      Screenshot e to dakhci Sender er jaygay knu number nai vai
    2. Fahim Contributor Post Creator says:
      amar sim one e je sim card dhukayci..
      se number thake amar dawa sob number e sms gace…
    3. Arif Khan Contributor says:
      screenshot e knu number dekci na
    1. Fahim Contributor Post Creator says:
      tnxzz…
      bro…
    2. Alamin200 Author says:
      wellcome
  3. Md Sakib Hasan Contributor says:
    ami jani …but…gd post
    1. Fahim Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই…
  4. Raziur Rahaman Author says:
    Samsung j1 ace sm-j111f chipset sc8830 ar custom recovery karo kase ase…
    1. Fahim Contributor Post Creator says:
      sorry bro
  5. valo manush Contributor says:
    vai chor jodi phone facktory reset dey tahole ki ai setting ta thakbe ba r kaj korbe?
    1. Fahim Contributor Post Creator says:
      kaj nao korte pare.
    1. Fahim Contributor Post Creator says:
      thank u brother…
  6. Masum Billah Author says:
    নাইস পোস্ট….. আরো এমন ভালো ভালো পোস্ট চাই….
    1. Fahim Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই….
  7. Fahim Contributor Post Creator says:
    sim One e j sim card ti set up korbe oi.. number thake apnar kace sms jabe…
    kajey apni number ta paya jaccen.
  8. Azizul Contributor says:
    vai amk author banabe ke????
    vai amr post gula dekhun? please
    rana vai email er sara nai keno???
    rana vai shadin vai please amr post gula dekhun asha kori valo lagbe..please reply din…

Leave a Reply