বিকাশের নাম ভাঙিয়ে অনেকেই
প্রতারণা করছেন। প্রতারিত হচ্ছেন
অনেক গ্রাহক।
bkash এর বদলে bkrash, bkesh, bckash এসব
নম্বর থেকে প্রতারক চক্র মেসেজ
পাঠিয়ে সাধারণ
লেনদেনকারীদের প্রতারণার
ফাঁদে ফেলছে। এইসব প্রতারণা
থেকে বাঁচতে বিকাশ কর্তৃপক্ষ ৪টি
সতর্কতামূলক বার্তা দিয়েছেন। এসব
অনুসরণ করলে প্রতারণার হাত থেকে
রক্ষা পাওয়া যাবে।
১-নিজের বিকাশ একাউন্টের পিন

নম্বর ও একাউন্ট ব্যালান্স কখনো
কাউকে বলবেন না।
২-ফোনে কেউ যদি আপনাকে ভুল
করে টাকা পাঠানোর কথা বলে
ফেরত চায় সন্দেহ হলে একাউন্ট
ব্যালান্স চেক করুন।
৩-কারো প্ররোচনায় লটারি
জেতার মিথা আশায় কোনো
লেনদেন করবেন না।
৪- ফোনে শুধু কারো কথা শুনে পরিচয়
নিশ্চিত না হয়ে কারো
নির্দেশনায় কোনো নম্বর ডায়াল
করবেন না বা টাকা পাঠাবেন না।
আপনি বা আপনার কাছের কেউ এই
ধরনের কোনো পরিস্থিতির
মুখোমুখি হলে যতদ্রুত সম্ভব 16247 কল
করে বা ফ্রড ম্যানেজমেন্ট টিমকে
[email protected] এ ইমেইল করে রিপোর্ট
করুন। সবসময় মনে রাখবেন , তাৎক্ষনিক
রিপোর্ট আর্থিক ক্ষতি এড়াতে
সাহায্য করতে পারে।

8 thoughts on "বিকাশ-এর নামে প্রতারণা : ফাঁদ থেকে বাঁচতে ৪টি উপায়"

  1. Shafiq Jr Author says:
    apnr fb id link ta din bro
  2. kingoptimus Contributor says:
    Vau amar phone e vpn e dhukle pass chay ken?
  3. kingoptimus Contributor says:
    Dhukle dekhay j pass for craditional storage. Ami ki korbo?
  4. Mx Sohag Author says:
    ভাই আপনি ফেসবুক পেজে প্রোমোট করে লাইক নিয়ে দিতে পারবেন।
  5. Reja BD Author says:
    সুন্দর পোষ্ট।
  6. hkabir Contributor says:
    জিপি থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করা যায়,,,,,,,কারো জানা থাকলে হেল্প প্লিজ
  7. Proloy Saha Contributor says:
    বুঝলাম,,,

Leave a Reply