আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করছি, সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি পোস্ট। চলুন, কথা না বাড়িয়ে শুরু করা যাক।

 

আজকের পোস্টে আমরা এমন কিছু সেরা মোড অ্যাপ (Mod App) নিয়ে আলোচনা করব, যেগুলো নন-রুট ফোনেও ব্যবহার করা যাবে। কিছু অ্যাপ সরাসরি ইন্সটল করা যাবে, আবার কিছু অ্যাপের জন্য LS Patch এর প্রয়োজন হতে পারে।

 

 1. Undo

এই অ্যাপটির মাধ্যমে ফোনের কন্ট্যাক্সট মেনুতে নতুন Undo এবং Redo অপশন যোগ করতে পারবেন। সাধারণত কনট্যাক্স ম্যানুতে Cut, Copy, paste অপশন গুলো থাকে ।

– অ্যাপটি ইনস্টল করলেই কনট্যাক্ট মেনুতে এই অপশনগুলো পেয়ে যাবেন।

ডাউনলোড করুন

 

2. All Trans

বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপে Auto Translation ফিচার থাকে, যার দ্বারা বিভিন্ন ভাষার পোস্ট ইংরেজিত বা বাংলায় ট্রান্সলেট করা যায়। কিন্তু আপনি যদি প্রতিটি অ্যাপে এই ফিচারটি ব্যবহার করতে চান, তবে AllTrans অ্যাপটি আপনার জন্য। এটি যে কোনো অ্যাপের যেকোনো লেখা যেকোনো ভাষায় ট্রান্সলেট করতে পারে।

– অ্যাপটি ওপেন করে পছন্দের অ্যাপ এবং ভাষা সিলেক্ট করে দিন।

– ভালো ফলাফল পেতে ‘Agrresive Mode’ এবং ‘Long’ এই অপশন দুটি অন করে রাখুন।

ডাউনলোড করুন

 

3. Chat Head Enabler

মেসেঞ্জারের জন্য একটি জোস মোড অ্যাপ হচ্ছে Chat Head Enabler। এই অ্যাপের মাধ্যমে শুধু মেসেঞ্জারেই নয়, অন্যান্য অ্যাপেও চ্যাট হেড ফিচার ব্যবহার করতে পারবেন।

– MRVPatchManager অ্যাপটি ইন্সটল করে Chat Head Enabler ইনস্টল করুন।

 

এরপর মেসেঞ্জার প্যাচ করে ইন্সটল করুন, আগের মেসেঞ্জারটি আনইন্সটল করে এই ধাপটি ফলো করুন।

ডাউনলোড করুন

 

4. Orange

অনেক সময় আমরা স্ক্রিন ল্যান্ডস্কেপ মুডে দেখতে পছন্দ করি, কিন্তু সব অ্যাপে ফোনের ডিফল্ট রোটেশন ফিচার ঠিকভাবে কাজ করে না। Orange অ্যাপের মাধ্যমে আপনি ইচ্ছামতো যেকোনো অ্যাপের স্ক্রিন অরিয়েন্টেশন সেট করতে পারবেন।

– অ্যাপটি ওপেন করে নির্দিষ্ট অ্যাপ এবং পছন্দসই অরিয়েন্টেশন নির্বাচন করুন।

ডাউনলোড করুন

 

5. IGExperiments

ইন্সটাগ্রামে ডেভেলপার মোড চালু করতে IGExperiments অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনি ইন্সটাগ্রাম কাস্টমাইজ করতে পারবেন।

– অ্যাপটি ইন্সটল করার পর, কম্পিটিবল ইন্সটাগ্রাম ডাউনলোড করুন এবং LS Patch দিয়ে প্যাচ করুন। এরপর প্যাচ করা ইনস্টাগ্রাম ইনস্টল করে হোম বাটনে টিপ দিয়ে ধরে রাখলে ডেভেলপার অপশন পেয়ে যাবেন।

 

ডাউনলোড করুন

 

আজকের পোস্টটি কেমন লাগল, তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পোস্টে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ!

5 thoughts on "সেরা ৫টি Android Mod Apps ননরুটেড ফোনের জন্য"

  1. YAMIN Author says:
    All Trans ayta root lage ullek koren
  2. @rinkq2 Contributor says:
    Voice changer app niye post Koryn please
    What’s app, messenger etc te work korbe
  3. SHIMUL Contributor says:
    head enabler pore ki mrv uninstall kore dile prblm hobe.. coz fb lite install hoina
  4. Sajib_Das Contributor says:
    Android 14 te kaj kore na🥲

Leave a Reply