[Root][Mega Post] কোনো App/Games ব্যাকগ্রাউন্ডে রাখলে বা অনেক্ষণ ধরে চালালে অটোমেটিক Kill হয়ে যায়?? নিয়ে নিন একটা ট্রিক – by Riadrox
Introduction
## আমরা অনেকেই আমাদের এন্ড্রয়েড ফোনে নানা ধরনের কাজ করি। কেউ এপস চালাই, কেউ গেম খেলি, কেউ ফাইল ডাউনলোড করি, কেউ ভিডিও দেখি।
## এইসব কাজ করতে করতে মাঝে মাঝে এপ/গেমস থেকে অটোমেটিক বের হয়ে আসে। অর্থাৎ কিল হয়ে যায়।
## যেমন ধরুন গেম খেলতে খেলতে বের করে দিলো, বড় ফাইল ডাউনলোড করছেন তখন স্ক্রিন অফ হলো, অন করে দেখলেন ডাউনলোড ফেইলড। এপস মিনিমাইজ করে অন্য এপস এ ঢুকেছেন, কাজ শেষে আবার ঐ এপে ঢুকে দেখেন Kill হয়ে গেছে।
## সমস্যা না এটা একটা ঝামেলা। বিরক্তিকর ঝামেলা!! এ থেকে মুক্তির উপায় কি??
## দেখুন, যাদের ফোন রুটেড না তাদের ফোনে র্যামের উপর আপনাদেরকে নির্ভর করতে হবে। অর্থ্যাৎ র্যাম যদি বলে, “”এই ব্যাটা এপস র্যাম বেশি খাইতাছে, এরে কিল করুম্! “” – তবে র্যামকে আপনি ঠেকাতে পারবেন না।
## রুট করা ফোনে তা সম্ভব। কারণ রুট মানেই পুরো ফোনই আপনার দখলে। আপনি র্যামকে ধমক দিবেন, আর র্যাম হবে চুপ!
## রুটেড ফোনে অনেক টুকস আছে, যেগুলো দিয়ে নির্দিষ্টভাবে এই এপস কিল হওয়া ঠেকাতে পারবেন না। টুইকস সব এপসের জন্য সমান।
## তবে, আজ আমি যে এপস এর কথা বলব, তা আপনার কাঙ্খিত এপসকে কিল করতে দিবে না, বরং মেমরিতে লক করে রাখবে।
করণীয় কি?
## প্রথমে যে এপসগুলো বেশিরভাগ এই পরিস্থিতির শিকার হয়, বা আপনি চান না ব্যাকগ্রাউন্ড এ অটোমেটিক এপসগুলো কিলড্ হোক, তাদের নাম মনে রাখুন বা লিখে রাখুন।
## এইখান থেকে মেমরি লকার নামক Premium এপসটি ডাউনলোড করে নিন। খুব কম এম্বি লাগবে।
Download From Here
## Premium দিলাম কারণ ফ্রিতে একাধিক এপস নিয়ন্ত্রণ করা যায় না।
## ইনস্টল করে ওপেন করুন। রুট পারমিশন দিন।
মনে রাখা এপসগুলোর পাশের লক(তালা) বাটনে ক্লিক করুন। নিচের মতো।
## চাইলে সিস্টেম এপসও রাখতে পারবেন মেমরিতে।
## আরকি??!! এবার প্রমাণ পাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে রেখে ঘুমিয়ে পড়ুন। উঠে চেক করলেই বুঝবেন।
তবে,,,,
## ফোনে কোনো বুস্টার এপ ( Clean Master,360 Security, Root Booster, Battery Doctor, Saver, Greenify bla,, bla,,) রাখবেন না।
## রাখলেও ঐ এপসগুলো ( মেমরিতে যেগুলো রেখেছেন) White List এ রাখুন।
,
,
,
,
,
,
—————————————————————————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox
Eto. gulo comment korlam.
But apnar sara nei.
Booooooooooooooring!
Now I’m playing GTA San Andres.
Not VC.
FASTGAMEPLAY Cheat ache.
No problem.
কমেন্ট একটু বড় হলেই Awaiting moderation দেখায়!
তাই সব লিখতে পারছিনা।
প্লিজ আমাকে ট্রেইনার বানান।ধন্যবাদ ট্রিকবিডি পরিবার।
প্লিজ আমাকে ট্রেইনার বানান।ধন্যবাদ ট্রিকবিডি পরিবার।
pls ans den
onek din dore a tai kujtesilam