আসসালামু আলাইকুম ট্রিকবিডি কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। আপনার ওয়েবসাইটকে কি সুপার ফাস্ট করতে চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। চলুন শুরু করি।
আমরা সবাই চাই আমাদের ওয়েবসাইট দ্রুত লোড হোক। এজন্য আমরা অনেক সময় নিয়ে আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করি। আজকে আপনাদের সাথে এমন এক টুলের পরিচয় করিয়ে দেব যা আপনার পেজ কে সুপার ফাস্ট লোড করবে।
Instant Page কি?
instant.page একটি চমৎকার টুল যার প্রিলোড ফাংশনালিটির উপর কাজ করে। আপনি instant.page এর কোড ওয়েবসাইটে বসিয়ে, ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স চমৎকার করতে পারেন। কোডটি ইন্সটল করার পর আপনার ওয়েবসাইটের যেকোনো পেজ আগের চেয়ে দ্রুত লোড হওয়া শুরু করবে। চলুন জানি এটা কিভাবে কাজ করে।
সত্যি কথা বলতে এটি আপনার ওয়েবসাইটের স্পীড বাড়াবে না এটি নির্দিষ্ট পেজ আগে থেকে প্রিলোড করে রাখবে। আমরা যখন ফোনে টাচ করি তখনই সেটা কিন্তু কাজ করে না, টাচ ছেড়ে দিলে কাজটি হয়। একই ভাবে পিসির ক্ষেত্রে আপনি যখন কোন লিংকে ক্লিক করেন তখনই কিন্তু সেটা কাজ করে না, ক্লিক ছেড়ে দিলে কাজ টি শুরু হয়। instant.page যা করবে, আপনি কোন লিংকে ক্লিক করার সাথে সাথে এটি সেই পেজকে লোড করা শুরু করে দেবে, যদি ক্লিক ছাড়ার আগেই লোড হয়ে যায় তাহলে আপনি ক্লিক করার সাথেই সাথেই পেজটি ওপেন করে ফেলছেন। বিষয়টি দারুণ না?
আপনি দুইভাবে এটা ইন্সটল করতে পারেন, কোড ব্যবহার করে অথবা প্লাগ-ইন ইন্সটল দিয়ে। আপনার যদি ট্যাকনিক্যাল জ্ঞান কম থাকে তাহলে বলব আপনার জন্য প্লাগ-ইন ইন্সটল করাই ভাল।
instant.page
গিটহাব কোড @ instant.page
instant.page কিভাবে ব্যবহার করবেন
ধাপ ১
প্রথম ওয়ার্ড-প্রেস ড্যাশ-বোর্ডে যান। Add Plug-in এ ক্লিক করুন। সার্চ-বক্সে instant.page লিখে সার্চ দিন।
ধাপ ২
যে প্লাগইনটি আসবে সেটা ডাউনলোড করে ইন্সটল করুন। আপনি যখন, instant.page একটিভ করবেন তখন থেকে ওয়েবপেজ ইনস্ট্যান্ট লোড হবে। প্লাগ-ইনটি ফাংশনালিটিও বেশ সহজ। কোডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে মাত্র দুটি ফাইল রয়েছে একটি js ফাইল আরেকটি Load js ফাইল। এই ফাইল গুলোর সাহায্যে প্লাগ-ইনটি ওয়েবসাইটের বিভিন্ন পেজকে দ্রুত লোড হতে সাহায্য করবে। তাছাড়া এই প্লাগ-ইনটি একটিভ করার পর আপনি আলাদা কোন সেটিংস পেজ পাবেন না, সরাসরি কাজ শুরু করে দেবে।
ধাপ ৩
এবার হোম পেজে যান এবং পেজ রিফ্রেশ করুন, instant.page এর জাদু দেখতে পাবেন। এখানে এখনো Lazy load এর মত কোন ফিচার নেই তবে আশা করা যায় ভবিষ্যতে আসতে পারে।
কেন Instant Page ব্যবহার করবেন
চলুন দেখে নেয়া যাক কেন Instant Page ব্যবহার করবেন:
- Instant Page একটি JS ফাইলের মাধ্যমে ওয়েবপেজকে দ্রুত লোড হতে সহায়তা করবে।
- প্লাগইনটি ইন্সটল করার সাথে সাথে কাজ শুরু করে দেবে।
- JS ফাইল আপনার নিজের সার্ভারে হোস্ট হবে এবং এটি ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।
শেষ কথাঃ
Instant Page এর এই আইডিয়াটা আমার কাছে চমৎকার লেগেছে। এতে করে ওয়েবসাইটের স্পীড না বাড়লেও ইউজাররা এমন একটি অভিজ্ঞতা পাবে যেখানে মনে হবে ওয়েবসাইটটি অনেক ফাস্ট।
আজকে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, আল্লাহ হাফেজ
2 thoughts on "Instant Page – আপনার ওয়েবসাইট এর লোড স্পিড বাড়িয়ে তুলুন কয়েক গুণ!"