আসসালামু আলাইকুম। আশাকরি সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকের পোস্টে আমরা মাত্র ২২, ৭০০ টাকায় একটি সম্পূর্ণ পি.সি বা কম্পিউটার বিল্ট সম্পর্কে জানব। এছাড়াও জানবো আজকের এই পিসি বা কম্পিউটার এর তৈরি করতে কি কি জিনিস লাগবে এবং কোন উপকরণ এর দাম কত।

আপনারা শুনেই অবাক হতে পারেন যে মাত্র ২২, ৭০০ টাকায় একটি সম্পূর্ণ পিসি বিল্ট কীভাবে সম্ভব। আসলেই সম্ভব। এই পিসি দিয়ে আপনি টুকটাক গেমিং করতে পারবেন। এছাড়াও আপনি এই পিসির মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবেন।

এখন আমরা জেনে নেব যে, এই পি.সি বিল্ড করতে হলে আমাদেরকে কি কি উপকরণ যোগ করতে হবে এবং এই উপকরণগুলোর দাম কত। তাহলে চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. প্রসেসর :

picked

আপনারা অবশ্যই জানেন যে কোন ডিভাইসের সব থেকে প্রয়োজনীয় অংশ হচ্ছে এটির প্রসেসর। এজন্য, যেকোনো পি.সি বিল্ড সম্পর্কে জানতে হলেও আমাদেরকে প্রথমেই প্রসেসর সম্পর্কে জেনে নিতে হবে। আজকে আমরা মাত্র ২২, ৭০০ টাকায় যে পি.সি বিল্ড করতেছি তাতে আমরা যে প্রসেসরটি ব্যবহার করব তা হচ্ছে Core I5 6th Gen. এবং এই প্রসেসরটির দাম পড়বে মাত্র ৪০০০ টাকা।

২. মাদারবোর্ড :

picked

আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে থাকা সকল আধুনিক ডিভাইসগুলোতে মাদারবোর্ড রয়েছে। একটি পিসির জন্য প্রসেসরের পরে সব থেকে জরুরি জিনিস হচ্ছে মাদারবোর্ড। একটি পিসির সকল যন্ত্রাংশ এই মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। আজকের এই পিসি বিল্ড এ আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি তা হচ্ছে OCTECT OCT-B250. এবং এই মাদারবোর্ডটির দাম মাত্র ৫, ৭৫০ টাকা।

৩. র‍্যাম:

picked

একটি পিসির সকল অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে র‍্যাম অন্যতম একটি উপাদান। এটি কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। র‍্যাম কম্পিউটারের গতি এবং কর্মক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু আজকের বিল্টে আমরা একটি গেমিং পিসি তৈরি করতেছি এবং এটির মাধ্যমে আমরা বড় বড় ভিডিও এবং ছবি এডিটিং এর কাজও করবো এজন্য আমাদের অবশ্যই একটি হাই কোয়ালিটির র‍্যাম প্রয়োজন। তো, আজকের বিল্টে আমরা যে করতেছি তা হলো Adata 8 GB Ram. এবং এই র এর দাম পড়েছে মাত্র ১৮০০ টাকা।

৪. SSD:

picked

এটিও একটি কম্পিউটারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি ডেটা স্টোরেজের জন্য সাধারণ কম্পিউটারে ব্যবহৃত একটি ইলেকট্রনিক ডিভাইস। HDD (Hard Disk Drive) এর তুলনায় SSD অনেক দ্রুত কাজ করে। কারণ এটি ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। আজকের এই বিল্টে আমরা যে এসএসডি ব্যবহার করেছি তা হল Apollo DX 256GB. এবং এই এসএসডি এর দাম পড়েছে মাত্র ২২০০ টাকা।

৫. পাওয়ার সাপ্লাই :

picked

পাওয়ার সাপ্লাই (Power Supply Unit – PSU) কম্পিউটারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিদ্যুৎ (AC) রূপান্তর করে ডিসি বিদ্যুতে। যা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চালানোর জন্য প্রয়োজন। আজকের এই বিল্টে আমরা যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি তা হল Value-Top 200W. এবং এই পাওয়ার সাপ্লাইটির মূল্য মাত্র ১২৫০ টাকা।

৬. কেসিং :

picked

কম্পিউটারের এই সকল উপাদান গুলো সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজন একটি সুন্দর কেসিং। আজকের এই কম্পিউটার তৈরিতে আমরা যে করেছি তা হচ্ছে Mystery Box X5 এবং এই কেসিং এর মূল্য মাত্র ৩২৫০ টাকা।

আজকে আমরা যে কম্পিউটার তৈরির উপকরণগুলো এবং এগুলোর দাম সম্পর্কে জেনেছি তা বর্তমান বাজার অনুসারে দেওয়া আছে। এক্ষেত্রে এই উপকরণগুলোর দাম বাজারে কিনতে গেলে কিছু কম বা কিছু বেশি হতে পারে। আজকের টিউনের এই পিসিটি অত্যন্ত অল্প দামে খুবই ভালো একটি পিসি হতে পারে। আশাকরি আমার আজকের পোস্টে দেওয়া উপকরণগুলো আপনারা যদি একটি তৈরি করেন তাহলে অবশ্যই সেটি অত্যন্ত হাই কোয়ালিটির একটি কম্পিউটার হতে পারে।

9 thoughts on "সম্পূর্ণ পিসি বিল্ড করুন মাত্র ২৫ হাজার টাকায়"

    1. Labib Abdullah Author Post Creator says:
      ?
  1. AshikNishat Contributor says:
    Mystery Box X5 online price black 3400 tk / white 3500 tk
    1. Labib Abdullah Author Post Creator says:
      ভাই এটা আরো কয়েক মাস আগের পোস্ট। এখন হয়তো দাম কিছুটা কম বেশি হতে পারে
  2. naga5000 slot gacor Contributor says:
    ভাই কি খেয়ে পোষ্ট করেছেন?
    এতো লো কোয়ালিটি কন্টেন্ট কিভাবে বানান?
  3. Sohelarman4374 Author says:
    কথায় আছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট।
    কেসিং এ টাকা ইনভেস্ট না করে প্রসেসরে টাকা লাগান।
    আর এই পিসি দিয়ে আমার মতে লো কোয়ালিটিও গেমস খেলতে পারবে না।আগে পিসি বিল্ড করার আগে বড় ভাইদের হেল্প নেন।যারা এই বাজেটে পিসি বানাতে চান তাদেরকে বলবো সেকেন্ড হ্যান্ড পিসি কিনুন। অনেক ভাল পিসি পাবেন
  4. Mehedi Contributor says:
    ভাই, এটা ২০২৪। এই দামে ভালো কম্পোনেন্ট হবে।
    নিজে মাআরা খেয়ে অন্যকে খেএতে বলছেন?
  5. Saimum Raihan Author says:
    এই দামে অনেক ভালো কনফিগারেশনের পিসি বানানো সম্ভব!
  6. KH Rasedul Contributor says:
    ২৬ কে তে ৫৬০০ জি দিয়ে বিল্ড পসিবল…

Leave a Reply