বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। এটি ব্যাঙ্ক হিসাববিহীন ব্যক্তিদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে.!

বিকাশ আমাদের জীবনে প্রতিনিয়ত ওতোপ্রোতো ভাবে জড়িত, মোবাইল রিচার্জ থেকে শুরু থেকে দেশে এক স্থান থেকে অন্য আর এক স্থানে এই বিকাশ দিয়ে আমরা টাকা আদান-প্রদান করে থাকি। কেনাকাটা পেমেন্ট থেকে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল প্রদান করে থাকি। এই রকম আরো নানা ধরনের সেবা বা লেনদেন করে থাকি আমরা বিকাশ থেকে।

বিকাশ থেকে আমরা যে-সব লেনদেন করে থাকি সে-সব লেনদেন এর স্টেটমেন্ট (Statement) নানা সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে যা বিকাশ অ্যাপে স্টেটমেন্ট অপশনে কয়েকটি লেনদেনের স্টেটমেন্ট পাওয়া যাই। আপনি চাইলে এখন কয়েকটি ধাপে যে-কোনো দিনের লেনদেনের স্টেটমেন্ট দেখতে পারবেন বা ডাউনলোড করে রাখতে পারবেন খুব সহজেই এবং আপনি যদি চান যে আমার বিকাশ একাউন্ট খুলার দিন থেকে এখন পর্যন্ত কত গুলো লেনদেন করেছি তার স্টেটমেন্ট দেখবে বা ডাউনলোড করবেন তাও করতে পারবেন।

আর এর জন্য প্রথমে বিকাশ অ্যাপে লগইন করে নিন তার পর বিকাশ মেন্যু বার এ ক্লিক করে স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন.!

তার পর স্টেটমেন্ট রিকোয়েষ্টসমূহ অপশনে ক্লিক করুন.!

নতুন স্টেটমেন্ট রিকোয়েষ্ট অপশনে ক্লিক করুন.!

বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক কিরুন.!

আপনি কত দিন থেকে কত দিন পর্যন্ত এর স্টেটমেন্ট ডাউনলোড করবে বা দেখতে তা সিলেক্ট করে দিন এবং নিচে কনর্ফাম করুন অপশনে ক্লিক করুন.!

তার পর আপনার কাজ শেষ, কয়েক মিনিটের মধ্যে আপনার স্টেটমেন্ট চুলে আসবে বিকাশ অ্যাপে.!

তার পর স্টেটমেন্ট দেখতে বা ডাউনলোড করতে আবার বিকাশ মেন্যু বার এ ক্লিক করে স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন.!

তার পর আবার স্টেটমেন্ট রিকোয়েষ্টসমূহ অপশনে ক্লিক করুন.!

এখন দেখেন আপনার লেনদেনের স্টেটমেন্ট চলে এসেছে এখন চাইলে আপনি লেনদেনের স্টেটমেন্ট ডাউনলোড করতে বা দেখতে পারবেন.!

স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ড এর স্থানে আপনার এগারো সংখ্যার বিকাশ একাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিয়ে ওপেন করতে হবে।

স্টেটমেন্ট (Statement)

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

ধন্যবাদ

9 thoughts on "আপনার Bkash Account এর লেনদেনের Statement Download করুন ১ মিনিটে খুবই সহজে.!!"

  1. N.A.Khan Contributor says:
    লাইফটাইম স্টেটমেন্ট এর জন্য কি করতে হবে?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      নির্ধারিত সময়কাল অপশনে এ সময় সেট করে দিবেন.!
  2. bdixhost Contributor says:
    BDIX (Bangladesh Internet Exchange) is a crucial infrastructure for internet connectivity in Bangladesh, facilitating the exchange of internet traffic between various Internet Service Providers (ISPs) within the country. Established to improve internet services and reduce costs, BDIX plays a significant role in the digital landscape of Bangladesh. bdixhost.medium.com
  3. N.A.Khan Contributor says:
    এখানে তো শুধু মাত্র বিগত ৬ মাসের স্টেটমেন্ট নেওয়া যায়। আমার বিগত ৬ বছরের স্টেটমেন্ট প্রয়োজন। এখন কিভাবে নিতে পারি?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      নির্ধারিত সময়কাল অপশনে ক্লিক করে সময় সেট করে দিবেন.!
  4. N.A.Khan Contributor says:
    হয়না, আপনি করে দেখেন।
  5. bdixhost Contributor says:
    web-hostbd.blogspot.com BDIX (Bangladesh Internet Exchange) বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেট ট্রাফিক বিনিময়কে সহজতর করে, যা ডেটা ট্রান্সমিশনের কার্যকারিতা এবং গতিকে উন্নত করে। BDIX হোস্টিংয়ের মাধ্যমে সংস্থাগুলি লেটেন্সি কমাতে, ব্যান্ডউইথ খরচ কমাতে এবং সামগ্রিক ইন্টারনেট কর্মক্ষমতা উন্নত করতে পারে।

Leave a Reply