হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি দেখতে পারেন আপনি instagram এ যাকে যাকে ফলো রিকুয়েস্ট দিয়েছিলেন কিন্তু এখনো একসেপ্ট করে নাই।
ইনস্টাগ্রাম একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যা মেটার মাধ্যমে পরিচালিত হয়। এখানে আমরা অনেকের সাথে সংযুক্ত থাকি। তাদের পোস্ট এবং স্টোরি দেখতে পারি। এখানে ফলো একসেপ্ট করে ফেললে নোটিফিকেশন আসে। কিন্তু যদি একসেপ্ট না করে পেন্ডিং রিকুয়েস্ট এ রেখে দেয় তাহলে কোন নোটিফিকেশন আসে না। আবার আমরা অনেক সময় ভুলে যাই কাদেরকে ফলো রিকুয়েস্ট দিয়েছিলাম।
প্রথমে আপনাকে যেকোনো একটি ইনস্টাগ্রাম একাউন্ট লগইন করে নিতে হবে এবং প্রোফাইলে ক্লিক করতে হবে।
এবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন।
যদি আপনি আগে একাউন্ট সেন্টারে প্রবেশ না করেন তাহলে এরকম আসবে। এখানে ok দিয়ে দিবেন।
সেটিং থেকে অ্যাকাউন্ট সেন্টার লেখাটির উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টার এ আপনার অ্যাকাউন্ট এর সকল তথ্য থাকে।
অ্যাকাউন্ট সেন্টার থেকে অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে Your information and permissions লেখাটিতে ক্লিক করবেন।
এখানে Download your information এ ক্লিক করবেন।
Download or transfer information বাটনে ক্লিক করুন।
All available information এ ক্লিক করে আপনার একাউন্টের সকল তথ্য ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করার জন্য Download to device এ ক্লিক করুন।
পুরনো হয়ে থাকলে date range এ ক্লিক করুন।
date range থেকে all time এ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুন।
দেখতে পাচ্ছেন এবার date range এ all time হয়ে গিয়েছে। এরপর create files এ ক্লিক করুন।
এরপর এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। এখানে আপনার ইনফরমেশন ডাউনলোড আকারে রেডি হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে।
ইনফরমেশন ডাউনলোড আকারে রেডি হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে দেওয়া জিমেইলে একটি মেইল আসবে।
এরপর আবার অ্যাকাউন্ট সেন্টার থেকে download your information এ ক্লিক করুন।
এখানে ডাউনলোডে ক্লিক করুন।
এরপর দেখবেন আপনার ব্রাউজারে ডাউনলোড হয়ে গিয়েছে। ফাইলটির নাম এরকম দেখাবে।
ফাইলটি Zarchiver এর মাধ্যমে ওপেন করুন।
Connections এ ক্লিক করুন।
Followers & following এ ক্লিক করুন।
Recent follow requests.html এখানে ক্লিক করে যেকোনো ব্রাউজার সিলেক্ট করে দিন।
দেখতে পারবেন আবার এরকম একটি ফাইল ডাউনলোড হয়েছে।
ফাইল ব্রাউজারের মাধ্যমে চালু করলে আপনি যাদেরকে ফলো দিয়েছিলেন কিন্তু একসেপ্ট করে নাই তাদের একাউন্টের ইউজার নেম দেখতে পারবেন। চাইলে ইউজার নেম এর উপর ক্লিক করে সরাসরি ফলো রিকুয়েস্ট ক্যানসেল করে দিতে পারবেন।
এভাবেই আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন কারা আপনার ফলো রিকুয়েস্ট এখনো একসেপ্ট করে নাই ।