বিয়ের পর স্বামীর জন্য
করণীয় হলো- বাসরের সময় বা তার আগে
স্বামী তার উভয় হাত স্ত্রীর মাথার সামনের
দিকে (কপালে) রাখবে

অতঃপর আল্লাহ
তাআলার শুকরিয়া জ্ঞাপন করে উভয়ের জন্য
বরকতের দোয়া করবে।
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে তা বর্ণনা
করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
‘তোমাদের কেউ যখন কোনো

মহিলাকে বিয়ে করবে, সে যেন তার কপাল
ধরে এবং আল্লাহ তাআলার নাম পড়ে এবং
বরকতের দোয়া করে।
আর সে যেন
বলে-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা
ওয়া খাইরিমা ঝাবালতাহা আ’লাইহি; ওয়া আউজুবিকা মিন
সাররিহা ওয়া সাররিমা ঝাবালতাহা আলাইহি

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে তার
কল্যাণ ও যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি
করেছেন, তা প্রার্থনা করছি। আর তার
অমঙ্গল ও যে অমঙ্গলের ওপর তাকে সৃষ্টি
করেছেন -তা থেকে আপনার কাছে
আশ্রয় প্রার্থনা করছি।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নববিবাহিত
স্বামীদের তাদের স্ত্রীদের মাথায় হাত
রেখে এ দোয়ার মাধ্যমে দাম্পত্য
জীবনের সুখ-শান্তি ও মঙ্গল কামনায় দোয়া
করে হাদিসের ওপর আমল করার তাওফিক দান
করুন। আমিন

3 thoughts on "বিয়ের পর স্ত্রীর মাথায় হাত রেখে স্বামীকে যে দোয়া পড়তে হয়"

  1. মুফতি Author says:
    আমিম্লন

Leave a Reply