হাই,

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন ।

প্রতিবারেরমত আজকেও আপনাদের মাঝে ফিরে আসলাম ফটোশপের নতুন এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে।

আজকের টিউটোরিয়ালে খুব সুন্দর একটি ফটোমেনিপুলেশন ও ইফেক্ট দেওয়া দেখাব, আমার সাথেই থাকুন।

এই রকম সুন্দর একটি ড্রামাটিক ইফেক্ট দেওয়া নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল।

আমরা ফটোশপ ব্যাবহার করে খুব সহজেই এমন অসাধারন সব ছবি তৈরি করে ফেলতে পারি।

যা শিখতে পারবেন এই টিউটোরিয়ালেঃ

  • ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা।
  • নতুন ব্যকগ্রাউন্ড তৈরি করা।
  • ছবির সাথে ব্যাকগ্রাউন্ড মিক্স করা।
  • কালার কারেকশন করা।
  • নিরদিষ্ট অংশ মুছে ফেলা।
  • আরো অনেক কিছু…

টিউটোরিয়ালে আমি যা ব্যবহার করেছিঃ

  • ফটোশপ সি সি ২০১৭।
  • ২ টি স্টক ইমেজ (যা ভিডিও ডেস্ক্রপশনে দেয়া আছে)।
  • একজন মডেল এর ছবি।

আপনার যা দরকারঃ

  • একটু ধৈর্য ।
  • কাজের প্রতি মনোযোগ।
  • আইডিয়া।
  • ফটোশপ …

তাহলে বন্ধুরা চলেম শুরু করা যাকঃ

টিউটোরিয়ালটি ভাল লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।

আর এখনি কমেন্ট করে জানিয়ে দিন পরের টিউটোরিয়ালে ফটোশপের কোন বিষয় নিয়ে আলোচনা করব।

ধন্যবাদ সবাইকে । ভাল থাকুন আর TrickBD সাথেই থাকুন…

 

5 thoughts on "ফটোশপ টিউটোরিয়ালঃ ছবিতে দিন ড্রামটিক ফটো ইফেক্ট"

  1. Raju Author says:
    ভাই পারলে স্ক্রিনশট তুলে দিয়েন। আপনার মতো সবার বাসায় ওয়াউ-ফাই নেই।
    1. Moksudur Rahman Contributor says:
      একদম ঠিক বলছেন
  2. Foridul Islam Contributor says:
    হুম রাইট
  3. djfaruk982 Subscriber says:
    এটা কি স্পাম না??//
  4. Arif Khan Contributor says:
    vai parle mobile diye kaj korar jnnu tutorial banan

Leave a Reply