সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা
জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

ভালোকিছু তৈরী করার জন্য প্রথমে প্রয়োজন সৃজনশীল চিন্তা এবং
তারপরে প্রয়োজন সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত
উপকরণ। এর কোনটা ছাড়া কোনটি সম্ভব না। মনে করি, আপনি একটা
নৌকা বানাবেন ভাবছেন। তাহলে তার জন্য কি প্রয়োজন হতে
পারে? কাঠমিস্ত্রি, প্রয়োজনীয় কাঠ এবং পেরেক সংগ্রহ করে
ফেললেন আপনি। চিন্তা করে উত্তর দিন তো, নৌকা তৈরী হতে আর
কি কিছু বাকি আছে? অনেকেই হয়তো ভাবছেন সবই তো আছে তাহলে
এখন নৌকা তৈরী হয়ে যাবে নিশ্চয়। আসলে কিন্তু তা নয়, কারন
নৌকা তৈরী করতে মিস্ত্রির জন্য প্রয়োজন হবে একটা কার্যকর

টুলবক্স। নৌকা তৈরীতে মিস্ত্রি এবং টুলবক্সের অবদান ৫০-৫০ ভাগ।
এখন টুলবক্সের ফাংশনালিটি যতো বেশি হবে কাজ ততো সুন্দর এবং
দ্রুত শেষ হবে। ঠিক তেমনি আপনার সাইটের জন্য ব্যানার তৈরী
করার জন্য টুলবক্স দরকার।

আমার আজকের টিউন টি একটি নতুন মাত্রা যোগ করবে আপনার
ওয়েবসাইটের জন্য। আমরা সাধারনত সবসময় অন্যের সাইটের এড
কোড এর ব্যানার আমাদের সাইটে বসিয়ে সেখান থেকে আয় করে
থাকি। কিন্তু আজ আমি দেখাব কিভাবে আপনার সাইটে আপনার
নিজের ডিজাইন করা ফটো দিয়ে কিভাবে আপনি ব্যানার এর জন্য
কোড তৈরী করবেন।আর সেটা আপনার সাইটের এইচটিএমএল অথবা
জাভাস্ক্রিপ্ট কোড এর জায়গায় বসাবেন।

তাহলে আর দেরি না করে চলুন ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিই
আর নিজরে ডিজাইন করা ফটো দিয়ে কিভাবে ব্যানার তৈরী
করবেন।

ভিডিও টি দেখুন এখান থেকেঃ-

How to generate banner HTML/Javascript code for your website.

Full Credit Plopi Bhaiya(Find Me)

যে কোন ডিজাইনের WordPress অথবা Wapka সাইট সল্প মূল্যে বানাতে যোগাযোগ করুন। এবং সাইট থেকে আয় করুন প্রতিদিন 150-200 টাকা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ।আমার সাইট:- SomaiBD.Com

যোগাযোগব্যবস্থা : 01758143289


5 thoughts on "আপনার ডিজাইন করা ফটো দিয়ে আপনার সাইটের ব্যানার এর HTML/Javascript কোড তৈরী করুন By Plopi"

  1. Mahin Islam Contributor says:
    Globalbd.ML
    Apnar tar moto kore akta logo baniye diben???
    1. Plopi Bhaiya Subscriber Post Creator says:
      ওকে অপেক্ষা করুন
  2. kawsar Contributor says:
    plopi tomader somaibd k freebasic koro na ken
    1. আল-আমিন® Author says:
      কেন ট্রিকবিডি তো করা আছে?
    2. Errors Subscriber Post Creator says:
      করবো নতুন ডিজাইন করছি। তাই সময় পাইনা।

Leave a Reply