অনেক সময় ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত সফটওয়্যার
ব্যবহার করলে কম্পিউটার চালু এবং বন্ধ হতে বেশি সময়
লাগতে পারে।ছোট কিছু সেটিংসের পরিবর্তন করে চালু
এবং বন্ধ হওয়ার সময় কমানো যায়। উইন্ডোজ এক্সপি
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে Start মেনু থেকে Run-এ
গিয়ে msconfig লিখে এন্টার করুন। Startup ট্যাব থেকে
অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রাম বা আইটেমগুলোর
টিক চিহ্ন তুলে দিন। এই তালিকার আইটেমগুলো
কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে লোড হয়।
অপ্রয়োজনীয় প্রোগ্রাম লোড হওয়ায় কম্পিউটার চালু
হতে সময় নেয়। তাই যেগুলোর প্রয়োজন নেই, সেগুলোর
ডান দিকের টিক চিহ্ন তুলে দিয়ে OK এবং Apply করে
বের হয়ে আসুন। কম্পিউটার আবার চালু বা রিস্টার্ট
করতে চাইলে Exit Without Restart নির্বাচন করে সেটি
এড়িয়ে যান। এবার Notepad খুলে del c:/windows /prefetch/
ntosboot *.* (*.* হচ্ছে এ-সংক্রান্ত সব ফাইল মুছে ফেলবে)
কোডটা লিখে ফাইল থেকে Save As চেপে ntosboot.bat
নামে ডেস্কটপে সংরক্ষণ করুন। এবার ডেস্কটপ থেকে
ntosboot.bat ফাইলটি কপি করে C:/ ড্রাইভে পেস্ট করুন।

Start থেকে Run-এ গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন।
Computer Configuration থেকে Windows Settings-এ ক্লিক
করে Scripts (Startup/Shutdown)-এ আবার ক্লিক করে
সেটি খুলুন। ডান পাশের Shutdown-এ দুই ক্লিক করে সেটি
খুলে Add-এ ক্লিক করে Browse থেকে C:/ ড্রাইভে গিয়ে
ntosboot.bat ফাইলটি দেখিয়ে দিয়ে OK চেপে Apply-এ
ক্লিক করে আবার OK চেপে বের হয়ে আসুন। এবার Run-এ
গিয়ে devmgmt.msc লিখে এন্টার করুন। এখানে IDE ATA/
ATAPI controllers-এ দুই ক্লিক করে Primary IDE Channel
খুলুন। Advanced Settings থেকে Device 1-এর Device Type-এ
None নির্বাচন করে OK চেপে বের হয়ে আসুন। এর পরের
Secondary IDE channel-এ দুই ক্লিক করে সেটি খুলে একই

নিয়মে Advanced Settings থেকে Device 1-এর Device Type-
এ None নির্ধারণ করে OK চেপে বের হয়ে আসুন। সব কাজ
যত্ন সহকারে করে কম্পিউটার রিস্টার্ট করতে হবে। এখন
থেকে প্রত্যেকবার কম্পিউটার চালু এবং বন্ধ হতে
আগের তুলনায় অনেক কম সময় লাগবে।

জিপি তে ফুল স্পিড এ ফ্রি নেট এখানে ক্লিক করুন

5 thoughts on "খুব দ্রুত পিসি চালু এবং বন্ধ করুন"

  1. Shanto Contributor says:
    screenshot dela vlo hoto….
    1. Roky Ron Contributor Post Creator says:
      ha vai..
      sorry
  2. jibon roy Author says:
    Rana vai onak post korchi aibar amake aktabar tunner koran plz

    Ar likhte mon chai na karon ja lakha kau dakte pai na sa lekha lakher mane hoi na, so plz tunner me Plz!

  3. ReX BD Contributor says:
    rana vai review my post plz

Leave a Reply