অনেক সময় সমস্যা দেখা দেওয়ায় স্বাভাবিকভাবেই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। এমন অবস্থা হলে আপনি কী করবেন? আজ জেনে নিন।

ফরম্যাট না হওয়ার বিষয়টি ঘটতে পারে ভাইরাস বা অন্য কোনো কারণে। আবার অনেকেই বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করে থাকেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব। সেজন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট ব্যবহার করা যেতে পারে।

যা করতে হবে:

# প্রথমে পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার বাটনে ক্লিক করুন।

# এবার কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে আবার এন্টার করতে হবে।

# এরপর আপনি টাইপ করুন list disk কমান্ড।

# এখন আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। ডিস্ক নম্বর দিয়ে এন্টার দিন। যেমন: Select Disk 1, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 1 হয় তাহলে।

# তারপর clean লিখে আবার এন্টার করুন।

# এখন create partition primary লিখে পূনরায় এন্টার দিতে হবে।

তাহলেই হয়ে যাবে সব। এখন My computer-এ ঢুকে পেনড্রাইভের যে ড্রাইভ লেটারটি দেখাবে সেটি ফরম্যাট করলে পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডে পুরো জায়গা দেখাবে।

8 thoughts on "যদি পেনড্রাইভ ফরম্যাট না হয় তাহলে কী করবেন? জেনে নিন"

  1. asad_shafiq Contributor says:
    মেমোরি ফরমেট হয় না কি করবো সাজেসন থাকলে জানান
  2. mdraselshake1250 Contributor says:
    মেমরি কি এই ভাবে কাজ হবে
  3. SeMax Mamun Author says:
    Copy from wikihow.com
  4. AMBITIOUS Contributor says:
    pc best video editor konta?
    1. Mahbub Subscriber Post Creator says:
      adobe premire pro..
    2. AMBITIOUS Contributor says:
      ok.
  5. RE ROFIQUL Contributor says:
    amar mamory formet hoyna eta ki kaj korbe Microsoft er windows 8. 1 a
  6. Rudrokhan Contributor says:
    Bro amar memory card e (write protection)porce..Tai kono kicu delete or move or copy kora jacce na…Ei problem er kono solution dite parben????

Leave a Reply