আসাসালামু আলাইকুম আজকের পোস্টে আমারা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো , যে কিভাবে যেকোনো লেখা সেটা মানুষের নাকি এআই দিয়ে লেখা সেটা খুব সহজে জানতে পারবেন।

এটা কাদের ক্ষেত্রে বেশি কাজে লাগবে যারা বিভিন্ন আর্টিকেল রাইটার হায়ার করে থাকেন এবং বিভন্ন সাইটেন ওনার রা রাইটার হায়ার করে থাকেন , তারা এই টুলসটার মাধ্যমে খুব সহজে আইডিনটিফাই করতে পারবেন।

তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন?

প্রথমে আমি নিচেন সাইট টা ওপেন করে নিবেন।

 

এখানে আপনার কন্টেন্ট লিখবেন , তারপর নিচেন এনালাইসিস লেখার উপর ক্লিক করে দিবেন।

যেমন আমি চ্যাটজিপিটির কিছু লেখা এখানে কপি করে পেস্ট করে দিলাম।

 

 

এরপর আমি নিচের এআই এর লেখা টেক্সট গুলো এখানে পেস্ট করে দিয়ে তারপর এনালাইসিস  এ ক্লিক করে দিলাম

 

এবং দেখুন এখানে আপনি দেখতে পারবেন আমার লেখা গুলোকে ১০০% এআই জেনারেটেড হিসাবে ধরেছে।

এভাবে আপনারা যে কারো লেখা আর্টিকেল বা কন্টেন্ট চেক করে দেখতে পারবেন যে তার লেখা সে নিজে লিখছে নাকি এআই দিয়ে লিখে নিয়েছে।

সাইট লিংক: https://quillbot.com/ai-content-detector

তো আজ এপর্যন্তই আল্লাহ হাফেজ।

Leave a Reply