কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা অনেকেই ল্যাপটপে অনেকক্ষন ধরে কাজ করতে অভ্যস্ত। কিন্তু ল্যাপটপ কেনার কয়েকমাস অতিবাহিত হওয়ার পরই ল্যাপটপের ব্যাটারির চার্জব্যাকআপ দেওয়া কমে যায়। এর ফলে অনেকক্ষণ চার্জে লাগিয়ে রেখে কাজ করতে হয়। এরজন্যে অনেকেই খুবই বিব্রত। আজ আমি আপনাদের ল্যাপটপের ব্যাটারির চার্জ এবং যত্ন নেওয়ার খুব সহজ কিছু উপায় বোলবো। এর ফলে ব্যাটারির হবে দীর্ঘস্থায়ী এবং চার্জও থাকবে অনেকক্ষণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক উপায় গুলো কি কি -ব্যাটারির যত্ন এবং চার্জ সংরক্ষণে যা যা করনীয়ঃ
*.চার্জ হচ্ছে এমন অবস্থায় কখনোই গেমস খেলা বা বেশি শক্তি লাগে এমন কোনো কাজ করবেন না। স্ক্রিন সেভার বেশি চার্জ খরচ করে। তাই এটি বন্ধ রাখুন।ল্যাপটপের সিডি বা ডিভিডি ড্রাইভে অযথা কোনো ডিস্ক রাখলে ডিস্ক ঘোরার সময় চার্জ খরচ হয় বেশি।আপনি যদি ল্যাপটপের ব্যাটারি চার্জ অথবা ব্যাটারির যত্ন নিতে চান তাহলে অবশ্যই এই নিয়ম গুলো মেনে চলুন।এতে করে ল্যাপটপের ব্যাটারির চার্জও অনেক বেশি সময় থাকবে এবং ব্যাটারির যত্নও নেওয়া হবে।
এবার আপনার সাইটিকে Google এ SEO
করে প্রতিদিন পাবেন ১৫০০-৩০০০ হাজার ভিজিট্রর আর প্রতিদিন ইনকাম করুন ৫০০-৮০০ টাকা তাই দেরি না করে
জলদি যোগাযোগ করুনঃ
ফোনঃ 01871290263
ওয়েবসাইটঃ [url=http://bdseo.ml]BDseo.ML[/url]