বিসমিল্লাহহির রাহমানের
রাহীম।
সবাইকে সালাম জানিয়ে আমি
এবার HTML নিয়ে টুইট করা শুরু করছি।
দোয়া করবেন যেন এর শেষ করতে পারি।
HTML হচ্ছে ওয়েব ডেবলপিং এর দুনিয়ায়
ঢুকার মূল এবং একমাত্র পথ। আপনি যদি
HTML না শিখেন তাহলে আপনি ওয়েব
ডেভলপিং বা ডিজাইনিং এর বিশাল
দুনিয়ায় প্রবেশ করতে পারবেন না। ওয়েব
ডেভলপিং বা ডিজাইনিং কত বিশাল তা
আর আমি বলতে হবে না। আপনি ইতি মধ্যে
ই এ সম্পর্কে জেনে গেছেন। আর এ ওয়েব
বিশ্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কত টুকু বৃদ্ধি
পাচ্ছে তা আমরা টের ও পাচ্ছি না।
অনেক কথা বলে পেললাম, আবার আসি
HTML এর নিকট। HTML শিখলে আপনি
নিজের একটি ওয়েব সাইট খুব সহজেই
তৈরি করতে পারবেন, HTML খুবই সহজ, এর
জন্য আপনাকে বেশি আতঙ্কিত হতে হবে
না। আমি চেষ্টা করব আস্তে আস্তে HTML
এর সবকিছু আলোচনা করার। এক সাথে
আমি HTML এর সাথে HTML5 নিয়ে ও
আলচনা করবো। কারন HTML5 ওবেব
জগতের নতুন আলোড়োন।
আসলে আমি মূলত HTML5 নিয়ে ই লিখব এ
সিরিজ। তার আগে HTML সম্পর্কে কিছু
ধারনা দিয়ে নিব। আমি একটু থিওরি
নিয়ে বেশি আলোচনা করব। যেন
আপনাদের মূল ভিত্তি শক্ত হয়। ভার্সিটি
গুলোতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
শিখালে ও এসব ওয়েব প্রোগ্রামিং
সম্পর্কে শিখানো হয় না। এগুলো নিজে
নিজে ই শিখে নিতে হয়। যারা আগ্রহী
তারা ভিবিন্ন ভাবে ভিবিন্ন ওয়েব সাইট
থেকে শিখে নেয়। যার অধিকাংশই

ইংরেজী। তাই আমার এ সিরিজ
কম্পিউটার সাইন্সের ছাত্র ছাত্রী সহ
সকল আগ্রহীদের কাজে লাগবে আসা
করি ইনসাহআল্লাহ।
চলুন এবার শুরু করা যাক। প্রথমে জানা
যাক HTML কি ও এর সাথে প্রয়োজনীয়
কিছু তথ্য।
HTML:HTML এর অর্থ হচ্ছে Hypertext Markup
Language. এটা কোন Programming
Language নয়, একটি Markup Language. আর
HTML5 হচ্ছে HTML এর সর্বশেষ version।
HTML5 এর রয়েছে অনেক নতুন ফিচার, নতুন
বৈশিষ্ট। HTML5 হচ্ছে HTML, XHTML, এবং
HTML DOM এর নতুন standard। HTML5
সুবিদা নিয়ে আরেক দিন আলোচনা করব।
আমর তো ইতিমধ্যে জেনেছি HTML হচ্ছে
একটি Markup Language এবার জানা যাক
Markup Language কি জিনিস।
Markup Language হচ্ছে Markup Tag এর
সমষ্টি। কত গুলো Markup Tag এর সমন্ময়েই
Markup Language তৈরি হয়।
এবার আবার আসল Markup Tag কি, তাই
না? Markup Tag হচ্ছে একটি কোড যা (বাঁকা ব্যাকেট) এর ভিতরে থাকে।
এবাবে ই Markup Tag ব্যবহার করা হয়।
Markup Tag কে HTML Tag ও বলা হয়। HTML
এ Markup Tag ব্যবহার করে একটি ওয়েব
পেইজ তৈরি করে। এর নিচের বৈশিষ্ট
গুলো রয়েছেঃ
1. HTML Tag হচ্ছে বাকা ব্রেকেট() এর মধ্যে রাখা কি ওয়ার্ড।
যেমনঃ

,

ইত্যাদি।
2. HTML Tag জোড়ায় জোড়ায় থাকে।
যেমনঃ thins is bold
3. প্রথমটিকে বলা হয় Start tag এবং
শেষেরটি কে বলা হয় End Tag. কিন্তু
HTML5 এ শুধু Start tag থাকে কোন End
Tag থাকে না। ব্যবহার করলে ও
সমস্যা নেই।
কিছুক্ষন আগে জেনেছেন ওয়েব পেইজ

সম্পর্কে বা আমরা প্রতিদিনই বিভিন্ন
ওয়েব পেইজ ভিজিট করে থাকি। ওয়েব
পেইজই হচ্ছে HTML Document। HTML
Document একটি ওয়েব পেজ বর্ননা করে।
মানে HTML Document বলতেই ওয়েব সাইট
বুঝায়। HTML Document এর মধ্যে HTML Tag
বা Markup Tag ও plain text থাকে। HTML
Document কে web Page ও বলা হয়। আমরা
প্রতিদিন যত ওয়েব পেজ ভিজিট করি তা
সবই কিন্তু এক একটি HTML Document।
আজকের মতো এত টুকুই আবার ও হাজির হব
আপনাদের সামনে HTML নিয়ে।

আমার প্রিয় বন্ধুরা আজকের পব তো এখানেই শেষ তাই আগামি পবের জন্য আপনারা প্রস্তুত হউন তো দেখে নিন আগামি পর্ব কি কি থাকছে

HTML শিখুন HTML5সহ।,(part 2) ডোমেইন হস্টিং কি? কিভাবে ফ্রিতে সাইট বানাবেন কিভাবে জাভা স্ক্রিপ্ট বানাবেন

উপরের সব পোষ্ট পেতে ভিসিট করুন আমার পারসোনাল ব্লগ সাইট আমার সাইট

আমার সাইট এর ফ্রেম টা দেখে নিন

পোষ্ট টি প্রথম প্রকাশিত হয় :-http://sujoytips.com এ

এই সম্পর্কে আরও ভালভাবে জানতে আর নতুন এই ট্রাষ্টেড সাইট থেকে সহজ কাজ করে প্রতি মাসে ৫০০ থেকে ১০০ টাকা ইনকাম করতে ক্লিক করুন এখানে।

নতুন এই সাইটে কিছু ট্রেইনার নেওয়া হবে রেজিষ্টার করলেই ট্রেইনার।
তো শেষ করার আগে একটি কথা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে কিভাবে ফ্রিনেট চালাতে হয় এবং হ্যাকিং শেখানো হয়। যদি আপনি এই এই সব শিখতে চান তাহলে সাবসক্রাইব করুন আমাদের এই চ্যানেলে। ….।….।….।…।
So………… Subscrib my youtube chanal
আর সবসময় ট্রিকবিডির সাথেই থাকুন।

11 thoughts on "HTML শিখুন HTML5 সহ (part 1) by Sujoy"

  1. aj orthin Contributor says:
    apps hidde kore rakhar kono opai ache ki……. thakle bolen plz ……..!!
  2. Sujoy Mondal Author Post Creator says:
    পরের পোষ্টে দিব
  3. Nikhil Roy Author says:
    HTML 5 Version শিখতে চাই
    1. Sujoy Mondal Author Post Creator says:
      সংঙ্গে থাকুন
  4. Oleraj Author says:
    CSS:

    http-jakir-me.0.freebasics.com/সিএসএস-নিয়ে-লেখা-গুলো-এবং?iorg_service_id_internal=1611899752451558%3BAfrQfVoh4OUrccbW

  5. Oleraj Author says:
    HTML

    https:// http-jakir-me.0.freebasics.com/এইচটিএমএল-নিয়ে-লেখা-গুলো?iorg_service_id_internal=1611899752451558%3BAfrQfVoh4OUrccbW

  6. Naeem TaLuKdEr Contributor says:
    java & java script niya post koren……Html shekar jonno onek apps ase
  7. A- Bazz Contributor says:
    Bootatrap & java script lesson or bangla pdf need,,,, সহজে বোধগম্য হয় এমন
  8. Shishir Contributor says:
    এই সিরিজ থেকে কিছু শিখতে পারব
    ইনশাল্লাহ….
    চালিয়ে যান
    1. Sujoy Mondal Author Post Creator says:
      হুম

Leave a Reply