আসসালামু আলাইকুম,
আশা করি আমার কোন ত্রুতি হলে তা ক্ষমার দৃষ্টিতে
দেখবেন। তাহলে শুরু করা যাক। যতই দিন যাচ্ছে
ততই স্টোরেজ ডিভাইসের সাইজ বড় হচ্ছে এবং
প্রতি জিবি হিসেবে দামও কমছে। সেই সাথে
বেড়েছে আমাদের সংরক্ষণাগারের আয়তন। এই
সমস্যাটি প্রকট রূপ ধারন করে বিশেষত তখন যখন
আপনার কম্পিউটারে ব্যবহার করেন সলিড স্টেট
ডিভাইস বা এসএসডি যা সাধারণত অন্যান্য হার্ড ডিস্ক এর
তুলনায় কম ধারণ সক্ষম। এমন অবস্থায় আপনার মাথায়
আসতে পারে নতুন একটি স্টোরেজ ডিভাইস কিনার।
হুট করে সিদ্ধান্ত নিবেন না। আগে দেখে নিন
কোন কোন অপ্রয়োজনীয় ফাইল আপনার
স্টোরেজ আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছে।
সচরাচর দেখা যায় আমরা আমাদের অপ্রয়োজনীয়
বা ব্যকডেটেড সফটওয়্যার ও অন্যান্য ফাইলগুলো
রেখে দেই। আর কারো কারো বদ অভ্যাস
আছে খালি ফোল্ডার বানিয়ে রাখার। যদিও উইন্ডোজ
এক্সপ্লোরারে খালি ফোল্ডারের সাইজ দেখায় না,
তারপরেও খালি ফোল্ডার অনেক জায়গা দখল করতে
পারে। প্রথমে চলুন এগুলোকে পরিষ্কার করি।

১. Win + I ক্লিক করে সেটিংস এপ চালু করুন।
২. System এ ক্লিক করুন।
৩. Storage এ ক্লিক করুন।
৪. যে ড্রাইভটি থেকে খালি করবেন সেইটা
সিলেক্ট করুন।

৫. এখানে দেখুন আপনার এই ড্রাইভে কতটুকু কি রাখা
আছে (যেমন- ডকুমেন্ট, ছবি, গান, গেম ইত্যাদি)।
আপনি যার বিস্তারিত দেখতে চান তাতে ক্লিক করুন।

৬. যদি আপনি এখান থেকে কিছু ডিলিট করতে চান
তাহলে ভিউ বাটনে ক্লিক করুন।

৭. কাজ শেষ হয়ে গেলে স্টোরেজ ইউসেজ
এ ফিরে এসে Temporary Files বাটনে ক্লিক করুন।
উইন্ডোজ আপনাকে অনেক ধরনের ফাইল
ক্যাটাগরি দেখাবে যেমন- Temporary files ,
Downloads folder, Recycle bin ইত্যাদি। আপনি যেইটা
ডিলিট করবেন সেইটাতে ক্লিক করুন।

৮. স্টোরেজ ইউসেজ এ ফিরে এসে Others এ
ক্লিক করুন। উইন্ডোজ আপনাকে এখানে সেই
ফোল্ডার গুলো দেখাবে যেগুলো ক্যাটাগরি
তে আসে নি। যে ফোল্ডার গুলো সবচেয়ে
বেশি জায়গা দখল করছে সেগুলোই এখানে
দেখানো হবে।

৯. কনটেন্ট গুলো সিলেক্ট করে রাইট ক্লিক
করুন। ডিলিট ক্লিক করে ফাইলগুলো ডিলিট করে
ফেলুন।

দেখুন আপনার ড্রাইভে কতটুকু জায়গা খালি হয়েছে।
আপনি যত ফাইল ডিলিট করেছেন ততটুকুই জায়গা খালি
হয়ছে।
কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট এ
জানাবেন। আজ এইটুকুই থাক।
আল্লাহ হাফেজ।
ফেসবুকে আমি : Pranto

3 thoughts on "স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে? সমাধান নিন নিন | উইন্ডোজ ১০"

  1. MH Contributor says:
    author hoiche. broo… ☺
    1. Pranto Author Post Creator says:
      Tnx bhaiya… many many tnx bhaiya….
    2. MH Contributor says:
      wlc….. broo ☺

Leave a Reply