কখনো ভেবে দেখেছেন কি আপনার মুখের ইশারার সাহায্যে আপনার এন্ড্রোয়েড ফোনের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন?
আজকে আমি আপনাদের সাথে এমন একটি এ্যাপ সেয়ার করব যা আপনার মুখমণ্ডলের গতিবিধি পর্যবেক্ষণ করে আপনার ফোনকে চালনা করতে পারে। ধরুন আপনি WhatsApp ওপেন করতে চান, এখন এই এ্যাপটি ব্যবহার করে স্ক্রিনে কোন রকম টাচ না করেই আপনি এ্যাপ ড্রয়ার ওপেন করতে, সামনের/পেছনের পেজে যেতে, ফোকাস করে এ্যাপটি ওপেন করতে পারবেন। এজন্য আপনাকে স্ক্রিনে কোন রকম টাচ না করেই ফোনের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।
এ্যাপের বিবরণ
নাম: iMouse
সাইজ: 20 MB
সেট-আপ
* এ্যাপটি ডাউনলোড করাতে লিন্কটি ফলো করুন।
* এ্যাপটি ওপেন করুন।
* ‘Don’t remind me again’ এ ঠিক চিহ্ণ দিয়ে ‘Open Accessibility Settings’ এ যান।
* iMouse সিলেক্ট করুন ও সার্ভিসটি On করুন।
*পরবর্তী পেজে ‘Skip this wizard’ এ ক্লিক করুন এবং ‘Ok’ সিলেক্ট করুন।
# নিয়ন্ত্রণ
স্ক্রিনের উপরে ছোট একটি বক্সে আপনার ফোনের সামনের ক্যামেরা দিয়ে তুলা আপনার ফেসের ছবি ভাসবে। এখন আপনার সম্পূর্ণ ফেস নাড়ান দেখবেন ডিসপ্লে যে ভাসমান কার্সরটি নড়ছে। এখন যেকোন কিছু ওপেন করতে ঐ এ্যাপের উপর কার্সরটি কিছু সময় রাখুন, তারপর Click লেখা আসলে তার উপর কার্সরটি রাখুন, দেখবেন এ্যাপটি ওপেন হবে। ব্যবহারের সাথে নিয়ন্ত্রণ আরও আয়ত্তে আসবে। ক্যামেরা ও গেম খেলার সময় কাছ নাও করতে পারে।
13 thoughts on "এখন আপনার মুখের ইশারায় চলবে আপনার এন্ড্রোয়েড ফোন [অসাধারণ একটি এ্যপ]"