জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহারকারীদের সুবিধার্থে নাইট মুডে ভিডিও দেখার সুবিধা নিয়ে এসেছে। ফলে এখন থেকে ইউটিউবের ডেক্সটপ ভার্সনে আলো কমিয়ে অর্থাৎ নাইট মুডে ভিডিও দেখা যাবে।

ইউটিউবে নাইট মুডে ভিডিও দেখবেন যেভাবে-

ইউটিউবে নাইট মুডে ভিডিও দেখার জন্য প্রথমে আপনাকে আপনার ব্রাউজারটি চালু করে ইউটিউবে প্রবেশ করতে হবে। এরপর সাইটটি ওপেন হলে এর ডান পাশের কর্ণারে থাকা ‘সাইন ইন’ লেখাটির পাশে থাকা তিন ডট বিশিষ্ট সেটিং চিহ্নটিতে ক্লিক করুন।

এরপর সেখানে বেশ কিছু অপশন দেখাবে। এর মধ্যে থেকে প্রথমে থাকা ডার্ক থিম অপশনটি চাপুন। এরপর অ্যাকটিভ ডার্ক থিম লেখাটির পাশে থাকা বাটনটিতে চাপলেই নাইট মুড চালু হয়ে যাবে। আবার বাটনটিতে চাপলেই নাইটমুড বন্ধ হয়ে যাবে।

যদি সেটিং অপশনটি খুঁজে না পান-

আপনি যদি ইউটিউব সাইটটিতে প্রবেশ করে ডান পাশে কর্ণারে থাকা তিন ডট বিশিষ্ট সেটিং অপশন খুঁজে না পান তবে কর্ণারে থাকা ছবি বিশিষ্ট আইকনটিতে ক্লিক করুন। সেখানে চাপলেই ডার্ক থিম অপশনটি খুঁজে পাবেন।

[নিত্য নতুন টিপস পেতে আমাদের চেনেল Subcribe করুন]

8 thoughts on "ইউটিউবে নাইট মুডে ভিডিও দেখবেন যেভাবে By Simple Author"

  1. Simple Author Contributor Post Creator says:
    আশাকরি সকলেই ভালো কমেন্ট করবেন।
  2. Simple Author Contributor Post Creator says:
    tnx vaiyara
  3. supppper.
    exceptional nice post.
    screen shot dile aro better hoto vaiya.

    eod mubarak vai?

  4. Simple Author Contributor Post Creator says:
    apnakeo
    eid mubark

Leave a Reply