আসসালামুআলাইকুম। সুপ্রিয় পাঠকবৃন্দ, স্বাগতম আমার টিউনে। আজকের টিউনের মুল বিষয় হল বিটকয়েন ওয়ালেট।
বর্তমানে অনলাইনে যারা বিট কয়েন আয় করেন তাদের চিন্তার একটা বিষয় কিভাবে ঐ বিটকয়েন নিজের একাউন্টে নিবেন। যারা খুবই পুরাতন কর্মী তারা জানেন এবং যারা জানেন না তাদের জন্য আজকের টিউন, তো বেশি কথা বাদ দিয়ে কাজে ফিরে আসি।
প্রথমে ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে Coinbase.com এ প্রবেশ করুন। তারপর নিচের মত ঐ স্থানে ক্লিক করুন….
তারপর Sign Up এ ক্লিক করুন…
এবার নিচে দেখানো চিত্রের মত নাম, ইমেইল, পাসওয়ার্ড, ক্যাপচা পুরন করে Create Account এ ক্লিক করে একাউন্ট করে নিন….
যারা ক্যাপচা পুরন করতে পারেন না তারা নিচের মত করে ক্যাপচা পুরন করবেন….
ব্যাস….এবার নিচের মত দেখবেন, তারপর আপনার দেওয়া ইমেইল চেক করবেন।
ইমেইল আসতে ২-৩ মিনিট লাগবে তাই অপেক্ষা করুন, এবার ইমেইল আসলে নিচের মত স্থানে ক্লিক করবেন।
এবার সরাসরি আপনাকে সরাসরি ড্যাসবোর্ডে নিয়ে যাওয়া হবে। ড্যাসবোর্ডে গিয়ে নিচে দেখানো স্থানে ক্লিক করুন।
তারপর Seeting এ ক্লিক করুন…
তারপর নিচের মত পেজ আসবে। তখন ফটো আপলোড করবেন। আর নিজের ঠিকানা, শহর, পোস্টাল কোড দিবেন। তবে অবশ্যই সেটা জাতীয় পরিচয় পএ মতে হতে হবে। সবকিছু দেওয়া হলে তারপর Save করবেন।
তারপর Tools এ ক্লিক করবেন।
এবার নিচের চিত্রের মত দেখবেন, তখন মার্ক করা অপশনটি ফলো করুন। দেখুন Create New Address লেখা আছে ঐখানে ক্লিক করুন।
ব্যাস। হয়ে গেলো বিটকয়েন ওয়ালেট।
এবার মার্ক করা লেখাটি দেখুন ঐটাই এড্রেস। আপনি চাইলে ঐ ৩৪-৩৬ অক্ষরের এড্রেসটি কপি করে রাখুন। তারপর যেকোনো বিটকয়ের ইনকামের সাইটে গিয়ে উক্ত এড্রেসটা দিয়ে ইনকাম শুরু করেন।
সমস্যা-১ঃ বিটকয়েন ওয়ালেট এড্রেস সবসময় পরিবর্তন হতে থাকে যার ফলে অনেকে কনফিউশন এ পরে যান যে একবার পেমেন্ট পাবার পরে আপনি আগের এড্রেস দিয়ে আবারো পেমেন্ট নিতে পারবেন কিনা। এর উত্তর হলো হ্যা বিটকয়েন এড্রেস পরিবর্তন হলেও আপনি একবার যে এড্রেস পেয়েছেন সেই এড্রেস এই বার বার পেমেন্ট নিতে পারবেন এড্রেস পরিবর্তন হলেও আপনার পেমেন্ট আপনার ওয়ালেট এই আসবে অন্য কোথাও যাওয়ার কোনো ভয় নেই।
সমস্যা-২ঃ অনেকের মনে প্রশ্ন থাকে সবগুলো সাইটে কি একই এড্রেস ব্যবহার করবো নাকি ভিন্ন ভিন্ন সাইটে ভিন্ন এড্রেস ব্যাবহার করবো এর উত্তর হলো একটি এড্রেস একটি সাইট এর জন্য ব্যবহার করা ভালো। আপনি প্রত্তেকটি সাইটে এ রেজিস্ট্রেশন করার আগে আপনার Coinbase এপটি ওপেন করে এড্রেস কপি করে নিবেন তাহলে আপনার প্রত্তেকটি সাইট এর জন্য আলাদা আলাদা এড্রেস হবে।
সমস্যা-৩ঃ এই প্রশ্নটা আমাদের সকলেরই যে বিটকয়েন দিয়ে কি করবো উত্তর হলো বিটকয়েন দিয়ে আপনি অনেককিছু করতে পারেন যেমন বিটকয়েন দিয়ে আপনি অনলাইনএ পেমেন্ট করতে পারেন এবং বিটকয়েন দিয়ে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন এছারা আপনি আপনার অর্জিত বিটকয়েন এর টাকা বিকাশেও নিতে পারবেন।
সমস্যা-৪ঃ বিটকয়েন এড্রেস তো করলাম কিন্তু ইনকাম কিভাবে করব??????? চিন্তার কিছুই নেই। আমি আছি পরবর্তীতে আপনারা কিভাবে বিটকয়েন সাতোশি ইনকাম করবেন তার পুরো টিউটোরিয়াল দেওয়া হবে।
অনলাইন আয়ের লক্ষ্যে আমাদের নতুন ফেসবুক গ্রুপ। ইচ্ছা হলে জয়েন করতে পারেন।
ফেসবুক গ্রুপঃ Bangla Guidelines (Earning)
ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য
student bank e?
or
fb group.
কিন্তু আরো কিছু জানতে চাচ্ছি কত সাতোশি হলে পেমেন্ট নিতে পারবো/চার্জ লাগে নাকি ওইথড্র কটতে??