অনেকের মোবাইলে অটোমেটিক কানে নিলে ফোন রিসিভ হয় আবার বেশির ভাগ মোবাইলে এইরকম হয় না। যাদের হয় না তাদের মনে একটু আফসুস থাকে তাদের জন্যই আজকে আমার এই ছোট পোস্ট।

চলুন কাজে কথায় আসি।

প্রথমেই বলে রাখি কিছু মোবাইলে এপ্সটি কাজ নাও করতে পারে।

প্রথমে আপনাকে Play Store এ গিয়ে একটি এপ্স ডাউনলোড করতে হবে। Play Store এ গিয়ে Search দিন Easy Answer তারপর এপ্সটি ডাউনলোড করুন।

এখন এপ্সটি ওপেন করে স্কিনশট এর দেখানো জায়গা তে ক্লিক করে ON করে দিন।

এখন আর কিছু করতে হবে না। ON করার পর যে Setting থাকবে তাই রাখতে হবে।

কাজ শেষ। এখন আপনি অন্য মোবাইল দিয়ে কল করে চেক করে নিন।

পোস্টটি কষ্ট করে পরার জন্য ধন্যবাদ।

4 thoughts on "একটি এপ্স এর মাধ্যমে কানে নিলেই ফোন রিসিভ হবে, এখন আর হাত দিয়ে রিসিভ করা লাগবে না"

  1. Md Liton Shakh Author says:
    অ্যাপস লিংক সহ পোষ্ট করার চেষ্টা করুন।
    1. Pretty Boy Contributor Post Creator says:
      play store এ এপ্সটি আছে।তাই লিংক দেওয়ার কোন প্রয়োজন মনে করতাছি না
  2. Prosen1122 Contributor says:
    Paly store a
    Ny to,
    Link Dan.
    1. Pretty Boy Contributor Post Creator says:
      ফেইসবুকে আসেন fb.com/tr.tanvir4221

Leave a Reply