বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন ফ্র্যাঞ্চাইজি দিয়ে ফেরা সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।

এবারের বিপিএলে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ সিলেটে ম্যাচ হবে মোট ৮টি। সিলেট বাদে বিপিএলের বাকি ম্যাচগুলো হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সিলেটে উদ্বোধনের পর বিপিএল ঢাকায় আসবে ১০ নভেম্বর। প্রথম দফায় ঢাকায় ম্যাচ হবে ১৬টি। এরপর বিপিএল চট্টগ্রামে যাবে ২৪ নভেম্বর। সেখানে ম্যাচ হবে ১০টি। ২ ডিসেম্বর আবার ঢাকায় ফিরবে বিপিএল।
টুর্নামেন্টের ফাইনাল হবে ১২ ডিসেম্বর ঢাকায়। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

দেখেনিন বিপিএল পঞ্চম আসরের সময়সূচি:


সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর Trickbd সাথেই
থাকবেন।

প্রচারেঃFuturebd24.Com.

6 thoughts on "এবারের বিপিএলের সমস্ত খেলার সময়সূচি যারা জানেন না তারা দেখে নিন"

  1. Devil Demon Shagoto Contributor says:
    রিজার্ভ ডে টা কি বোজলামনা
    1. M.T Sharif Ahmed Author says:
      Jodi bristy ba onno karone khela na hoy..tahole j din..oi khelata khela hobe..seta reserve day
    2. Miraj Contributor says:
      এইটা বুঝলেনা না?

Leave a Reply