আমি আজকে যে পোস্টটি সম্পকে বলব সেটা অনেকে জানেন আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্যই আমার আজকে পোস্টটি।
চলুন শুরু করা যাক __
সবার মোবাইলে My File এই এপ্সটি থাকে। প্রথমে My File এপ্সটিতে ঢুকুন
ঢুকার পর এখন আপনি কোন ভিডিওটি লুকিয়ে রাখতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। সিলেক্ট করে Rename এ ক্লিক করুন
তারপর দেখবেন .mp4 লেখা আছে এই .mp4 লেখাটা কেটে দিন
এখন দেখুন ফাইলটি অন্যরকম হয়ে গেছে।
এখন আর Galary তে এই ভিডিও টি Show করবে না। এখন চাইলে আপনি ভিডিওটি Move করে এমন একটি Folder এ রাখতে পারেন যে Folder কেউ দেখবে না।
এখন আবার এই ভিডিওটি দেখতে চাইলে আবার Rename এ ক্লিক করুন তারপর .Mp4 এই লিখাটি লাগিয়ে দিন
আশা করি সবাই বুজতে পারছেন,পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
12 thoughts on "সফটওয়্যার ছাড়া মোবাইলে রাখা ভিডিও লুকিয়ে রাখুন কেউ বুজতেই পারবে না"