## সবাইকে সালাম রইল।
## আবারও নতুন পোস্ট নিয়ে হাজির হলাম সাথে নতুন কিছু নিয়েও।
## আগে অনেক রকমের বুট এনিমেশন শেয়ার করেছি। তবে আজকে যে Boot Animation শেয়ার করব তা আগের গুলোকে অবশ্যই হার মানবে।
## আজকে আমি Android O অর্থাৎ Android Oreo বুট Animation শেয়ার করব এবং এটি Official Release.
## এবং আপনারা চাইলে যেকোনো Android ফোনে এটি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্য Rooted হতে হবে।
রিভিওঃ
## এর Demo Gif Animation অনেক কাটছাট করে নিজেই তৈরি করছি, এখানে দেখুন( Default Browser ব্যবহার করবেন।)
—
Requirements (যা যা লাগবে)
## Root Explorer / Root Browser /Es File Explorer / MiXplorer (আমি যেটা ব্যবহার করি)
##
CPU Z APK – Display Resolution দেখার জন্য।
যা যা করবেনঃ
## প্রথমে Cpu-z Apk টা ডাউনলোড করে ইনস্টল করেন।
## আপনার ফোনের Resolution টা দেখেনিন। দেখুন নিচের কোনটির সাথে খুব কাছাকাছি মিলে যায়,
1280×720 – 720p
1920×1080 – 1080p
## যেমন, আমার ফোন 460×858 – তাহলে আমারটা 480p । আপনারটা কত বের করুন।
## এবার আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী নিচ থেকে Boot Animation টি ডাউনলোড করুন।
## ডাউনলোড হয়ে গেলে নিচের মত Rename করে নিন।
## এরপর যেকোনো Root File Manager দিয়ে Root/system/media তে যান, সেখানে অলরেডি একটা bootanimation দেখতে পাবেন। ঐটা ব্যাকআপ হিসেবে SDCard এ কপি করে রেখে দিন।
## এবার ডাউনলোড করা Boot Animation টি Root/system/media তে কপি করুন বা আগেরটার সাথে Replace করুন।।
## দেখুন পারমিশন চেন্জ হয়ে গেছে। Permission rw-r-r করে দিন অথবা 644 করুন। (Mixplorer – Long press>Option>Properties>press on rw->change permission)
যাদের ফোন অন হওয়ার সময় Boot animation শো করছে নাঃ
## তারা bootanimation ফাইল এর ভিতরে যান। desc txt নামক ফাইলটি ওপেন করে Edit করুন। যেসব জায়গায় c লেখা আছে কেটে p করে দিন। নিচের মত।
## Permission ঠিক আছে কিনা চেক করে আবার রিস্টার্ট দিন।।
================================================
ধন্যবাদ
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ
0179******** এই এড দিয়ে ব্যবসা করার চেষ্টায় নিজের ট্রেইনার পদ হারালেন।
নোটিশ পোষ্ট পড়েননি?
root korbo kivabe?
“কিপ ইট আপ”
আবার পুরনো সিস্টেমে ফেরা হচ্ছে।
আমি ট্রিকবিডির রুল পড়েছি এবং ভুল বুঝতে পেড়েছি
তাই ট্রিকবিডিতে আবারো নতুন ভাবে ফিরে আসলাম
I tried, it’s useful
Ami oi animation er pr ekhn transformer animation use kri
tnx vai
ami jabi na
thanxxxx for help
আমার মোবাইল এর নাম:স্যামসাং গ্যালাক্সি এস থ্রি
মডেল:I9300