আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন আমিও আপনাদের দোয়ায় কোন রকম আছি |
বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল প্লে স্টোরের ডেভেলপার একাউন্ট করবেন এবং আপনার নিজের তৈরি করা Android App খুব সহজেই প্লে স্টোরে পাবলিশ করবেন |
তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক |
প্রথমে আপনার একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট লাগবে যদি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে একটা করে নিন |
তারপর এই লিংকে গিয়ে লগিন করুন।
আগে গুগল একাউন্টে লগিন করা থাকলে আর লগিন করতে
হবে না। সরাসরি নিচের মত একটা পেইজে নিয়ে আসবে |
এখানে Agreement এ ক্লিক করে Continue to Payment এ ক্লিক করলে পরের পেইজে নিয়ে যাবে |
এরপর আপনি নিচের মত একটা পপ আপ পাবেন। Start Now তে ক্লিক করুন |
তারপর আরেকটা পেইজ খুলবে বা একই ট্যাবে নিচের মত একটা ফরম পাবেন। এখানেই আপনি কার্ড ইনফরমেশন গুলো ফিলাপ করতে হবে |
তারপর আপনার যা করতে হবে সেটি হলো গুগল ওয়ালেটের মাধ্যমে আপনাকে 25 ডলার পে করতে হবে |
কার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস ইত্যাদি |
আপনার যদি এগুলা না থাকে তাহলে আপনার বন্ধু বা কারো যদি পেওনিয়ার মাস্টার কার্ড থাকে, তা দিয়েও
কাজ হবে |
একটা গুরুত্বপূর্ণ কথা
বাংলাদেশ থেকে ইস্যু কৃত হলে সাধারনত কার্ড দিয়ে ইন্টারনেটে পেমেন্ট অপশনটি বন্ধ থাকে। তা ব্যাংকে যোগাযোগ করে কয়েক দিনের জন্য ইন্টারনেটে পেমেন্ট দেওয়ার জন্য ওপেন করা যায়।
কার্ড নাম্বার, কার্ডের মেয়াদ উত্তির্ণ তারিখ এবং ৩/৪ ডিজিটের কোড। এগুলো দেওয়ার পর Accept and Continue করলে আপনাকে গুগল প্লে ডেভেলপার কনসোলে নিয়ে যাবে।
যেখানে আপনি আপনার নিজের তৈরি করা অ্যাপ আপলোড করতে পারবেন |
আপনার কার্ডে অবশ্যই অবশ্যই 28 Dollar minimum থাকতে হবে |
গুগল ওয়ালেট একাউণ্ট খোলার সময় কার্ড ভেরিফিকেশনের জন্য ছোট ছোট দুইটা এমাউন্ট কেটে নেয় গুগল।
তবে চিন্তা করবেন না পরে আপনাকে আবার গুগল আপনার কার্ডে পাঠিয়ে দিবে |
পেমেন্ট কনফারমেশন এর জন্য আপনাকে অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করতে হবে |
যদিও আপনি পেমেন্ট করার পর পরই গুগল প্লে স্টোর ডেভেলপার কনসোলে অ্যাপ আপলোড করা চালাইতে শুরু করতে পারবেন।
যখন আপনার ডেভেলপার কনসোল হয়ে যাবে তখনই এরকম চলে আসবে |
এখন আপনার অ্যাপ আপলোড দেয়ার জন্য Add New Application এ ক্লিক করবেন
এবার একটা পপ আপ ওপেন হবে। নিচের মত
এবার আপনি যে অ্যাপসটি আপলোড করতে চান তার নাম দিন | তারপর Upload APK তে ক্লিক করলে আপনার এক্সপোর্ট করা APK ফাইলটি আপলোড করতে পারবেন।
আপনি চাইলে Prepare Store Listing এখানে ক্লিক করে অ্যাপ টির ভিন্ন তথ্য সেভ করে রাখতে পারেন |
সবকিছু ঠিক ঠাক মত হলে এক সাইডে লেখা উঠবে Ready To Publish এখানে যখনই ক্লিক করবেন তখন আপনার App টি গুগল যাচাই করে দেখবে আপনার অ্যাপটিতে যদি কোন প্রবলেম না থাকে তাহলে 24 ঘন্টার ভিতরে আপনার App টি গুগল প্লে স্টোরে publish হয়ে যাবে |
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সবার প্রিয় ওয়েবসাইট ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ |
সবার আগে নতুন গান এবং নতুন মুভি ডাউনলোড করতে ভিজিট করুন www.MastyBD.Mobi
এখানে পোষ্টটা করা অাছে।অনেক অাগেই দেখছিলাম পোষ্টটা