♥♥আসসালামু আলাইকুম♥♥

♥♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

♥♥দুুনিয়ায় মানুষের বিপদের শেষ নেই। কাজে কর্মে কমবেশি বিপদ চলেই আসে সব সময়। মসিবত ও পেরেশানিতে পড়ে সঠিক জ্ঞান হারায় মানুষ। এসব থেকে মুক্তি লাভের উপায় হিসেবে নবীজি (সা.)উম্মতকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। বিপদের সময়ের এ দোয়াগুলো শিখে রাখুন যাতে বিপদ থেকে উদ্ধার হতে পারেন।

♥♥দোয়া তিনটি হলো।

♥♥(১)
সাদ ইবনে আবি ওক্কাস(রা.)বলেন, নবীজি(সা.)দুঃখ-কষ্টের সময় বলতেনঃ
লা-ইলাহাইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।

অর্থঃএকমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী। (তিরমিজি : ৩৫০০)
এ দোয়াটি কোরআনের বর্ণিত এবং দোয়াটি দোয়ায়ে ইউনুস নামে প্রসিদ্ধ।এ দোয়া যে যত বেশি পড়বে আল্লাহ তায়ালাতাকে বিপদ থেকে মুক্ত করবেন

♥♥(২)আসমা বিনতে ওমাইর (রা.)থেকে বর্ণিত, নবীজি সা. বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে। সাহাবী বললেন,অবশ্যই শেখাবেন।

সাহাবী বললেন,অবশ্যই শেখাবেন। নবীজি বললেন,দোয়াটি হচ্ছেঃ
আল্লাহু আল্লাহ রব্বী লা উশরিকু বিহি শাইয়ান।

অর্থঃআল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। (আবু দাউদ : ১৫২৫)

♥♥(৩)
আনাস (রা.)থেকে বর্ণিত,নবীজি (সা.)বলেনঃ

ওআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।

অর্থঃ ইয়া আল্লাহ, কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। (ইবনে হিব্বান : ৯৭৪)

♥♥সবাই ভালো থাকুন,সুস্হ থাকুন।এই কামনা করে শেষ করছি।

♥♥আল্লাহ হাফেজ।

9 thoughts on "বিপদের সময় হযরত মুহাম্মদ (সাঃ) এর শেখানো ৩টি দোয়া।"

    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  1. Ripon Prodhan Contributor says:
    অনেক ভালো লাগলো
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  2. EvilBoy Rain Contributor says:
    thanks bro….
    1. MD Mizan Author Post Creator says:
      apnakeo thanks bro…
  3. hmjasim Contributor says:
    Valo post korcen vai

Leave a Reply