আস-সালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
আমি মেজবা উদ্দিন জিহাদ । আমি আবার চলে আসলাম, ব্লগ ডিজাইন সিরিজ এর আরেকটি টিউটরিয়াল নিয়া।
আজকের পর্ব শুরু করার আগে ২৪ওয়ার্ল্ডটিপ্স এবং ট্রিকবিডি এর সকল মেম্বার কে জানাই নতুন বছর এর শুভেচ্ছে।
যাই হোক কথা না বাড়িয়ে কাজ নেমে পড়ি। ব্লগ ডিজাইন সিরিজ টিউটরিয়াল এর ধারাবাহিকতার আজকে পর্বঃ ব্লগার Layout কি? এবং Widgets কিভাবে এড করতে হয় ?
আজকে আমরা আলোচনা করবো ব্লগার Layout কি? এবং Widgets কিভাবে এড করতে হয় ? তাহলে শুরু করা যাকঃ
ব্লগার Layout কি?
ব্লগার Layout হল আপনি ব্লগ এ যেসব Widget গুলা ব্যাবহার করেন সেগুলাকে বল এর ভাষার একত্রে Layout বলা হয়।
Widgets কিভাবে এড করতে হয় ?
- প্রথমে আপনি আপনার ব্লগ এর ড্যাশবোর্ড থেকে layout অপশন এ যান।
- layout অপশন এ গেলে নিচের ছবির মত একটি পেইজ আসবে। এখান থেকে আপনি চাইলে লগো, ব্লগ আইকন চেঞ্জ করতে পারবেনএবং সাইডবার এ বিভিন্ন widgets / এডভাটাইস / ফুটার Widgets / হেডার Widgets ইত্যাদি এড করতে পারবেন।
- এখন আপনি Add a Gedget এ ক্লিক করুন।
- ক্লিক করলে আপনি নিচের ছবির একটা পপআপ বক্স আসবে।
- এই বক্স থেকে আপনি যেকোন Widgets এড করতে পারবেন। ধরুন আপনি ব্লগ এর পেইজ ভিউ এর পেইজভিউ কাউন্ট এড করবেন । তাহলে আপনি এই পপআপ পেইজভিউ এর widgets টি খুজে বের করুন এবং পাশে থাকা + বাটনটি ক্লিক করুন।
- ক্লিক করলে নিচের ছবির মত আসবে
- এখন আপনি আপনার পছন্দ মত একটি স্টাইল সিলেক্ট করে এবং টাইটেল বক্স এ আপনি এটি কোন নামে শো করাতে চান সেটি দিয়ে সেভ বাটন এ ক্লিক করুন।
- আপনার widget টি এড হয়ে গেছে।
- নিচের ছবিটি Widget এড করার আগে
- নিচের ছবিটি Widget এড করার পরে
পরবর্তী পোষ্টে যা থাকছেঃ ব্লগ এ কিভাবে টেমপ্লেট Customize করতে হয়? এবং সাথে টেমপ্লট ডাইনলোড লিংক তো থাকছেই।
বিঃদ্রঃ পরবর্তি পোষ্ট এর আগে আপনার ব্লগ এ কম পক্ষে ৯-১৫ টি পোষ্ট এড করে রাখবেন। কারণ এটি আপনার টেমপ্লেট কাস্টমাইজ করতে সাহায্য করবে।
আশাকরি ২৪ওয়ার্ল্ডটিপ্স এবং ট্রিকবিডি এর সাথে থাকবেন।আর পোষ্টটি কেমন লেগেছে কমেন্ট এ জানাবেন, কারণ আপনার একটি পজেটিভ কমেন্ট এর কারণে একটি টিউন লেখক এর টিউন লেখতে আগ্রহ বাড়ে। ধন্যবাদ
11 thoughts on "ব্লগার Layout কি? এবং Widgets কিভাবে এড করতে হয়। ব্লগ ডিজাইন – ৫"