♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

একজন মুসলিমের জীবনের সফলতা মূল সূত্র হচ্ছে রাসূলের (সা.) জীবনী অধ্যয়ন করা ও অনুসরণ করা। তাই মুসলিম হিসাবে আমাদের উচিত হবে

রাসূলের (সা.) জীবনী বেশি থেকে বেশি অধ্যয়ন করা এবং তাকে অনুসরণ করা। নিন্মে রাসূল (সা.)-এর সবচেয়ে প্রিয় কিছু গুণ ও অভ্যাসের কথা উল্লেখ করা হলো-

?গুন ও অভ্যাস দশটি হলোঃ

?১.রাসূল (সা.)-এর সবচেয়ে প্রিয় রঙ সবুজ। রঙ নির্বাচনের ক্ষেত্রে রাসূলের (সা.) পছন্দের তালিকার প্রথমে থাকত সবুজ রঙ। তিনি এই রঙটিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন।

২. রাসূল (সা.)-এর সবচেয়ে প্রিয় খাবার ছিল মধু। মুধ খুব পছন্দ করতেন রাসূল (সা.)। মধুর মাঝে নানা রোগ নিরাময়েরও উপাদান বা শক্তি রয়েছে বলে রাসূলের (সা.) বাণীতে রয়েছে।

৩. রাসূল (সা.) ঠান্ডা কোমল পানীয় খেতে পছন্দ করতেন। পান করার ক্ষেত্রে রাসূলের (সা.) পছন্দ ছিল ঠান্ডা কোমল পানি।

৪. রাসূল (সা.)-এর থুথুতে ঔষধি গুণ ছিল। রাসূলের (সা.) থুথুতে ঔষধি গুণ থাকাতে সাহাবা আহমাইনরা এক বাক্যে স্বীকার করেছেন এবং মান্য করেছেন।

৫. রাসূল (সা.)-এর ঘাম থেকে সুগন্ধ বের হতো। এই বিষয়টিও সাহাবা আজমাইনদের কথার দ্বারা সত্যি বলে প্রমাণিত যে।

৬. একসাথে ১ লাখ ২৪ হাজার মুসল্লিদের সামনে উচ্চস্বরে কথা বলার জন্য রাসূলের (সা.) কণ্ঠের জোর ছিল যথেষ্ঠ। তার গলার কণ্ঠস্বর ছিল খুবই গাঢ়।

৭. কথা বলার সময় নবী (সা.) কাউকে থামাতেন না। এক বা একাধিক ব্যক্তির সাথে কোনো বিষয়ে কথা বলার সময় রাসূলের (সা.) অভ্যাস ছিল তিনি কারো কথাকে থামিয়ে কথা বলা শুরু করতেন না। বরং কথা শেষ হলে কথা বলতেন।

৮. সকল নবীদের মধ্য থেকে তিনি ছিলেন সবচেয়ে সুদর্শন। আল্লাহ মহান পৃথিবীর বুকে যত জন নবী-রাসূল প্রেরণ করেছেন সব নবী-রাসূলদের মাঝে রাসূল (সা.) ছিলেন সবচেয়ে সুদর্শন।

৯. রাসূল (সা.) ডান পাশে কাত হয়ে তার মাথার নিচে ডান হাত রেখে ঘুমাতে পছন্দ করতেন। এটা ছিল তার ঘুমানোর সবচেয়ে পছন্দের পদ্ধতি। এভাবে ঘুমানো সুন্নাত।

১০. নবী (সা.) এর নিয়মিত স্বভাবের মধ্যে অন্যতম ছিল মিসওয়াক করা। তিনি নিয়মিতভাবে মিসওয়াক করতেন।

?আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্হ থাকুন।

♥♥আল্লাহ হাফেজ।

11 thoughts on "হযরত মুহাম্মদ (সাঃ) এর সবচেয়ে প্রিয় দশটি গুন ও অভ্যাস(আসুন সবাই দেখি এবং করার চেষ্টা করি)"

  1. Md_Yeahea_Sayeed Contributor says:
    nice post but title ektu change koren
  2. AMBITIOUS Contributor says:
    এটা কি?এই মিয়া এটা কি??? 《?》দিলেন কেনো প্রতিটা পয়েন্ট এর আগে????তাড়াতাড়ি বদলান…
  3. Ferdous Ahmed Author says:
    অথর হতে কয়টি পোস্ট করতে হয়?চারটি কপিমুক্ত পোস্ট করলাম কিন্তু অথর হতে পারলাম না।
    1. Sabbir Hossain Author says:
      ট্রেইনার রিকউয়েষ্ট করেন।
    2. Ferdous Ahmed Author says:
      করছি।কিন্তু কোন সাড়া পাইনি
    3. Sabbir Hossain Author says:
      অপেক্ষা করুন।
    4. TrickBD User Contributor says:
      মানসম্মত ৩টি পোস্ট করে ট্রেইনার রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন।।
  4. TrickBD User Contributor says:
    সুন্দর পোস্ট, কিন্তু আপনার একটি বিষয় খুব খারাপ লাগলো যে কেন আপনি (?) ইমোজ টি ব‍্যবহার করলেন????
  5. Sabbir Hossain Author says:
    ভালো পোস্ট। তবে আপনার তথ্যের সূত্রগুলো বলে দিন, আমার জানামতে সবচেয়ে সুদর্শন নবী হলেন ইউসুফ (আঃ)।
  6. Shifat Contributor says:
    kire vhai eii emoj (??) use korar mane kii Tuii kii vhai অহাবি naki???
  7. Biplop Contributor says:
    সুন্দর

Leave a Reply