আসসালামু আলাইকুম….
ভাই, “ঈমান ইসলামের মূল স্তম্ভ।”
আপনি কি ভাবছেন, ” নামাজ পড়লেইতো হলো, হজ্জ করলেইতো হলো etc etc “. কিন্তু বিষয়টা অতো সুজা নাহ… যদি ইমান না থাকে তবে এ সব আমলের কোনই মূল্য নাই। ঠিক অনেক গুলা শূন্যের পূর্বে একটা এক না থাকলে শুন্য গুলা যেমন মুল্যহীন।
টাকা আয় করতে হলে যেমন পরিশ্রম করা লাগে।
আর এই ঈমান অর্জন করার জন্যও ঠিক পরিশ্রম করা লাগে !!!
যেনো বেশি থেকে বেশি মানুষ আল্লাহর রাস্তায় বের হতে পারে, যেনো সারা বিশ্বের মানুষ ঈমানদার তথা হেদায়েত পেয়ে যায় এ উদ্দেশ্যেই এইবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বো ১২-১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বোর ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।
♥ ইজতেমার প্রতি পর্বের শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ইনশা-আল্লহ ।গত বৃহস্পতিবার ইজতেমার মাঠে দেশ-বিদেশের মুরব্বিদের পরামর্শ বৈঠকে (মাশওয়ারা) এ তারিখ চূড়ান্ত করা হয়।
♥ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এদেশে বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
মানুষের দুর্ভোগ সংকট কাটাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগ করে আয়োজন করা হচ্ছে।
চলুন ইজতেমায় অংশগ্রহন করি আর আল্লাহর রাস্তায় বের হই।
তো আলহামদুলিল্লাহ এইবার আমার জেলার (ময়মনসিংহ, শেরপুর-এর) ইজতেমা টঙ্গীতে।
আজ রাতেই রওনা দিবো ইজতেমার উদ্দেশ্যে ইনশা-আল্লহ…!
হাজার টাকা খরচ করে বিদেশ থেকে মানুষ এদেশের ইজতেমায় অংশ নিচ্ছেন। ঘরের কাছেই ইজতেমা ; আমিতো যাচ্ছি, আপনি যাচ্ছেনতো ???
” আল্লাহ হাফিজ ।”
Allah know d best .
Kalima mene newa mane ki jenento naki ????
Kalima mene newa mane take sooooob kj Allahr marji moto kj korte hobe .
‘‘নিশ্চয়ই আমার নামায, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য’’-সূরা আনআম : ১৬২
আর আল্লাহর মর্জি তাই যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কএছেন, করতে বলেছেন, আমড়া তা মানার সুবিধার্থে উপকরন নিতে পারি, এই উপকরন বিদআত ও নয়, ইবাদত ও নয়। অর্থাৎ এই উপকরন নিলে পাপ নয়, না নিলেও পাপ নয়। যারা আজ রাজনীতি করে তারা আপনার মতই বলে থাকে “রাজনীতি না করলে বেহেশ্ত পাবানা” যা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।
২। (হে রাসুল!) আপনি বলুন, যদি তোমরা প্রকৃতই আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার অনুসরণ কর, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ ক্ষমা করবেন। আল্লাহ পরম ক্ষমাশীল দয়ালু। ( ইমরান : ৩১)
(অর্থবুঝে কুর-আর পড়লে ভালো হয়।)
জাজাকাল্লাহ
মতি মাদানী যে সৌদি থেকে ভিডিওর মাধ্যমে বাংলাদেশ বিভ্রান্তি সৃষ্টি করছ তাকি কোন নবি করেছে??
এই দালাল গুলো মডিফাই করছে কেন??
সাওয়াব বা পাপ হতে হলে তাই হাদীসে থাকতে হয়। এগুলো হাদীসে নাই বলে বিদআত ও নয়। আবার সাওয়াবের কাআজ ও নয়। তবে এগুলো করতে গিয়ে আবার কেউ যদি পাপে লিপ্ত হয় [যেমন, গীবত হিংসা তর্ক, ঘর বাড়ি, রাস্তা বা সরকারী সম্পদ নস্ট ইত্যাদি তা পাপ ই, আবার সেই পাপ কে আগেরমত সাওয়াব মনে করলে তাহলে মহাপাপ হয়ে গেলো।
———— আলেমে দ্বীন, আব্দুল্লাহ জাহাঙ্গীর, আসসুন্নাহ ট্রাস্ট।
যাই হোক, আমরা ইজতেমার আসল বিষয়বস্তুকে ভুলে গিয়ে নগন্য বিষয়কে বড়ো করে দেখতেছি।
যাই হোক, আমরা ইজতেমার আসল বিষয়বস্তুকে ভুলে গিয়ে নগন্য বিষয়কে বড়ো করে দেখতেছি।
*