## ট্রিকবিডির সবাইকে সালাম ও নতুন বছরের শুভেচ্ছা।

## অনেকদিন পর গেমস রিভিও নিয়ে হাজির।

## আসলে আমি কাস্টম রমের পরই যেখানে সবচেয়ে বেশি ডাটা খরচ করি তা হলে গেম।

## গেমস তো অনেক রকমেরই আছে প্লেস্টোরে। তবে ইউনিক আর অদ্ভুদ টাইপের কনসেপ্টে তৈরি গেমস খুব কমই আছে।

## আবার কোনো কোনটিই তো প্লেস্টোরেই নেই। তাই আজ আমি এমন ৩টি গেমস নিয়ে হাজির হয়েছি যা আপনাকে অনেক আনন্দ দিবে।

## গেমগুলোর বেসিকটা মজার, খুব ছোট সাইজের গেমস তাই খেলতে কোনো অসুবিধা হওয়ার কথা না। চেষ্টা করবেন গেম ওভার করতে।

[গেম-১] There is no game (এটা কোনো গেমই না)

নাম শুনেই অদ্ভুদ লাগছে?? নাম নয় গেমটির কনসেপ্টই হলো এটি কোনো গেমই না। হাহা। এটা আবার কি??

অ্যাওয়ার্ড উইনিং এ গেমটি যারা খেলেছেন তারাই জানেন এর অদ্ভুটিটি। যাই হোক আপনি না খেলে থাকলে অনেক বড় মিস করেছেন বৈকি। গেমটির কাহিনী আগেই বললাম না, বললে মজাটাই নষ্ট হবে।

এটি প্লেস্টোরে অনায়াসে পেয়ে যাবেন। সাইজও কম। সো, হ্যাপি গেমিং!!

[গেম-২] Angry Red Button : Dare Click (খবরদার! ক্লিক করবেন না, রেগে আছেন লাল বাটন সাহেব!)

হ্যাঁ, ঠিক রেগেই আছেন। মশাইয়ের রাগ আরও বেড়ে যাবে যখন আপনি আবার ওকে ক্লিক করবেন।

একধরনের মাইন্ড গেম, সাথে মারামারি, একশন, এডভান্চার মিশ্রন গেম। আমার কাছে কনসেপ্ট ভালো লেগেছে।

দুঃখিত। এটি প্লেস্টোরে পাবেন না। তাই যারা প্রথম নাম শুনলেন তারা না খেলে মিস করবেন না।

[গেম-৩] Brutal Swing ( আমার বার্গার ফেরত দে!)

আহ্! কি গেমই খেললাম। এটির সাউন্ড, কনসেপ্ট, কাহিনী সব জোশ। হোক এটা অন্যান্য গেমস থেকে আলাদা, তবুও গেমটি আমার মন কেড়ে নিয়েছে।

আসলে Brutal Studio‘র সব গেমই অসাম আর ইউনিক। গ্রাফিক্স দিয়ে কি করবেন যদি গেম ভালোই না হয়?

বিঃদ্রঃ উপরোক্ত সকল গেমস আমি নিজে খেলছি, গেম ওভার দিয়ে আপনাদের কাছে শেয়ার করেছি। গেমসগুলো আমি কোনো রিভিও থেকে নেইনি,অনলাইনে কোনোভাবে আমার চোখে ধরা পড়েছে এবং ডাউনলোড দিয়ে খেলেছি। সবার ভালোলাগা একনয়, তাই কেউ কেউ ভালো নয় বলে চিল্লাবেন। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে সব কিছুই ভাল যদি আপনি ভালভাবে নেন।

???????????☺????????????????

## by Riadrox

Email: [email protected]

WebRxTechBD.COM

Facebookfb/myself.riadrox

5 thoughts on "[Game Review] ৩টি অসাধারণ কনসেপ্টের এন্ড্রয়েড গেম যা হয়ত আপনি এখনও খেলেননি।"

  1. ?? Ahad ?? Author says:
    চোখে পড়ার মতন পোস্ট 🙂
  2. YASIR-YCS Author says:
    বি বি কোড কি কি ইউস করছেন?
    1. Riadrox Legend Author Post Creator says:
      only html
  3. shaadhin Contributor says:
    “nothing ” নামে প্লেস্টোরে একটা গেম আছে।
    ডেস্ক্রিপশনে লিখা ছিল “this app does nothing”
    কিন্তু রিভিউ দেখেছিলাম ভাল।
    তাই কৌতুহল নিয়ে ইন্সটলও করলাম।

    কিন্তু ওপেন করে আমি তো অবাক।আসলেই it does nothing।
    এই এপ নিয়ে যদি আপনার কোনো ধারনা থাকে তাহলে তা শেয়ার করবেন বলে আশা করছি।

  4. ASRAF Contributor says:
    wow.
    great sir

Leave a Reply