ট্রিকবিডিতে জানাই সবাইকে স্বাগতম!
পোস্টের শিরোনাম দেখে নিশ্চই আন্দাজ করে ফেলেছেন আজকের পোস্টের বিষয় বস্তু সম্পর্কে।আমার আজকের এই ট্রিকটির মাধ্যমে আপনারা কোনো প্রকার অ্যাপের ঝামেলা ছাড়াই যেকোন মোবাইল দিয়েই আপনার বয়স বের করে ফেলতে পারবেন খুব সহজেই।হোক না সেটা জাভা কিংবা এন্ড্রুয়েড!
তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই।
যেভাবে বের করবেন আপনি পৃথিবীতে কত সেকেন্ড,কত মিনিট,কত ঘন্টা,কত দিন বেঁচে আছেন:–
১) প্রথমেই এখানে ক্লিক করুন।
২) এবার উপরে দেখুন Date of Birth নামে একটা বিভাগ আছে।ওখানে আপনার জন্ম তারিখ,মাস ও সাল লিখুন।
৩) এরপরে দেখুন Age Date নামে আরেকটি বিভাগ আছে।ওখানে যে তারিখ পর্যন্ত আপনার বয়স বের করতে চান,তার তারিখ,মাস ও সাল দিন।
৪) এরপর শেষ ধাপে “Calculate Age” লেখায় ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে দেখুন আপনি এ পৃথিবীতে কত দিন,কত বছর,কত সেকেন্ড,কত মিনিট ধরে বেঁচে আছেন এসব সহ আরো অনেক তথ্য বের হয়ে আসবে।
~~~ধন্যবাদ~~~
তাহলে এ প্রসঙ্গ আসলো কেন?এটা ঠিক যে বয়সের দিন বের করার জন্য ষষ্ঠ অথবা ৪র্থ শ্রেনিতে অঙ্ক রয়েছে।কিন্তু তা করতে তো একটুতো সময় লাগেই।হাতের নাগালে যদি প্রযুক্তি থাকার ফলে একটু সময় বাঁচে তাতে দোষ কি?