ট্রিকবিডিতে জানাই সবাইকে স্বাগতম!

পোস্টের শিরোনাম দেখে নিশ্চই আন্দাজ করে ফেলেছেন আজকের পোস্টের বিষয় বস্তু সম্পর্কে।আমার আজকের এই ট্রিকটির মাধ্যমে আপনারা কোনো প্রকার অ্যাপের ঝামেলা ছাড়াই যেকোন মোবাইল দিয়েই আপনার বয়স বের করে ফেলতে পারবেন খুব সহজেই।হোক না সেটা জাভা কিংবা এন্ড্রুয়েড!
তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই।
যেভাবে বের করবেন আপনি পৃথিবীতে কত সেকেন্ড,কত মিনিট,কত ঘন্টা,কত দিন বেঁচে আছেন:–

১) প্রথমেই এখানে ক্লিক করুন।

নিচের মতো একটি পেজ আসবে…..

২) এবার উপরে দেখুন Date of Birth নামে একটা বিভাগ আছে।ওখানে আপনার জন্ম তারিখ,মাস ও সাল লিখুন।

৩) এরপরে দেখুন Age Date নামে আরেকটি বিভাগ আছে।ওখানে যে তারিখ পর্যন্ত আপনার বয়স বের করতে চান,তার তারিখ,মাস ও সাল দিন।

৪) এরপর শেষ ধাপে “Calculate Age” লেখায় ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে দেখুন আপনি এ পৃথিবীতে কত দিন,কত বছর,কত সেকেন্ড,কত মিনিট ধরে বেঁচে আছেন এসব সহ আরো অনেক তথ্য বের হয়ে আসবে।

~~~ধন্যবাদ~~~

11 thoughts on "এবার খুব সহজেই বের করুন আপনি পৃথিবীতে কত মিনিট,কত সেকেন্ড,কত ঘন্টা,কত দিন বেঁচে আছেন!"

  1. Anik Contributor says:
    class four/five er math e esob ase. but jara esob math thik moto bojhe nai tarai app use kore boyosh ber kore. apni hoyto bolben minute/second ber kora jay. ami bolbo minute/second ber korle to r grinich book name uthbe na
    1. Mustafizian Sharif Author Post Creator says:
      আমার পোস্টের উদ্দেশ্য তা নয়।এটা শুধু মাত্র জানার জন্য বা মজার জন্য।আমি এখানে কোথাও উল্লেখ করিনি যে,এটার মাধ্যমে গিনেস বুকে নাম তুলে নিন!
      তাহলে এ প্রসঙ্গ আসলো কেন?এটা ঠিক যে বয়সের দিন বের করার জন্য ষষ্ঠ অথবা ৪র্থ শ্রেনিতে অঙ্ক রয়েছে।কিন্তু তা করতে তো একটুতো সময় লাগেই।হাতের নাগালে যদি প্রযুক্তি থাকার ফলে একটু সময় বাঁচে তাতে দোষ কি?
    2. Mustafizian Sharif Author Post Creator says:
      আপনার কথা থেকে তো এটা পরিষ্কার যে পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।কারণ,ছোট বেলা তো আমরা গুণ,ভাগ কতই করেছি।দরকার কি এসবের ক্যালকুলেটরের!
    3. Biplop Contributor says:
      ভাই এটা দিয়ে সহজে 1 Second এ বের করা যায়।তাই পোস্ট করছে আর আপনার অংক করে বের করার ইচ্ছা থাকলে আপনি সেটাই করবেন।
  2. Md_Sujon_Mahmud Contributor says:
    এটা তো এমনিতেই বের করা যায়
    1. Mustafizian Sharif Author Post Creator says:
      এমনিতে বের করা গেলে করেন!আমি কি মানা করছি নাকি?
  3. Biplop Contributor says:
    ভালো পোস্ট কিন্তু আমি এরকম একটা পোস্ট করছি ভাই,করা আছে।
    1. Mustafizian Sharif Author Post Creator says:
      ভাই,আপনি যেটা দিয়েছেন ওটার জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে।কিন্তু,আমি যেটা দিয়েছি সেটাতে অ্যাপের কোনো কারসাজি নেই।

Leave a Reply