আসসালামু আলাইকুম…
সবাই কেমন আছেন,
আশা করি ভালো আছেন,আমিও
আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকের পোষ্টের বিষয়ঃ
হাজার হাজার অ্যাপ এর ভিড়ে বাংলাদেশী অ্যাপ নাই বললেই চলে… যেগুলো আছে সেগুলো তেমন কাজের না…
আজ আপনাদের এমন একটি বাংলাদেশী অ্যাপ এর সাথে পরিচিতি করে দিব যেটা আপনার অনলাইন জীবনকে অনেকটা সহজ করে দিবে…
কথা না বাড়িয়ে এবার আসুন কাজে আসি…
“জমা খরচ”নামটা শুনেই বুঝে গেছেন অ্যাপ টি প্রাত্যহিক জমা ও খরচের যাবতীয় হিসাব করা হয়।
নিচে অ্যাপের কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ★Joma-Khoroch (জমা- খরচ) সহজ এবং স্মার্ট ভাবে আপনার দৈনিক, মাসিক, বার্ষিক আয়ের এবং ব্যয় ট্র্যাক।
★এটি বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।
★আপনি সহজেই আপনার দৈনিক আয় বা ব্যয় স্পষ্টভাবে প্রবেশ করতে পারবেন।
★আপনার দৈনিক, মাসিক এবং বার্ষিক রেকর্ডে এক নজরে দেখতে পারবেন।
[][][]অ্যাপ ডিটেইলস[][][]
নাম : joma-khoroch(জমা-খরচ)
সাইজ : 2.84mb
ভারসন : 1.3
ডেভোলপড:sjcodes.net
পোষ্টটি কেমন লেগেছে কমেন্টে
সেটা জানান । কোনো সমস্যা হলে কমেন্ট করুন।
পরবর্তী পোষ্ট পেতে আমার এবং ট্রিকবিডির সাথে
থাকুন।
[][][] ধন্যবাদ [][][]
4 thoughts on "[Hot Post]জমা করিবার পূর্বে উপার্জন করুন…(জমা খরচ)-App Review"