মনে করুন Wowbox থেকে ২০ mb নিলেন , ছোট খাট কাজ করার জন্য, কিন্তু দেখলেন
ফোনে ডাটা অন করার সাথে সাথেই সব এমবি শেষ ৷
তখনতো মেজাজটাই খারাপ হয়ে যায় ৷
তাই আমি আজকে নিয়ে এলাম এমন একটি এ্যাপ যা দিয়ে আপনার ইচ্ছা মত এ্যাপ ডাটা পারমিশন দিতে পারবেন ৷
Non Rooted User
যাদের রুট করা নেই তাদের জন্য নিচের এ্যাপটা ডাউনলোড করুন এবং ইনেস্টল দিন ৷
App Name No Rooted Datafirewall
Download

App টি Open করে ডান দিকে উপরে একটা চাবি দেখবেন সেটাতে ক্লিক করলে একটা Alert আসবে সেটাতে √ দিয়ে OK করবেন ৷ তারপর সব এ্যাপ ব্লোক করে দিবেন ৷ এবং যেটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চান সেটা Allow করে দিবেন ৷

Android OS নামে এ্যাপটা আনব্লক রাখতেই হবে নয়তো কিছু চলবে না ৷

এখন আপনার ইচ্ছা মত আ্যাপ গুলোকে Allow /Block করে চালান ৷

Rooted User

Root User দের জন্য Opera Max ই ভাল ৷ আমি এটাই ব্যবহার করি,
Download Opera Max

তাই নিচের স্কিনসটের মত করে কাজ করুন ৷
প্রথমে এ্যাপটি ইনেস্টল দিয়ে Open করুন তারপর Start Button এ চাপ দিন ৷

একটা অ্যালার্ট আসবে সেখানে √ দিয়ে Ok করুন ৷
তারপর বাম সাইট থেকে টান দিলে স্লাইডবার থেকে Manage App থেকে আপনি যে এ্যাপ গুলো ব্যবহার করতে চান না সে গুলোকে ব্লক করে দিয়ে ব্রাউজ করুন ৷

সবশেষে বলতে চাই এগুলো তে যদি কাজ না হয় তাহলে আপনার মোবাইলের সেটিংস এ যান তারপর>> Data Usage>> সব উপরে তিনটি ডট(…) পাবেন সেখানে ক্লিক করে Background Data Restriction এ √ দিয়ে Ok করুন ৷
দেখবেন আগের থেকে অনেক কম এমবি কাটছে ৷
সবাইকে ধন্যবাদ ৷

সবাই এই সাইটের সাথেই থাকবেন ৷
আমার সাইট TuneHelp.info
ভিজিট করতে ভুলবেননা

11 thoughts on "আপনার মোবাইলে এমবি তারাতারি শেষ হয়..? তাহলে এই পোস্টটি আপনার জন্য ৷ (Root + Unroot)"

    1. Arman Khan Contributor Post Creator says:
      tnx
  1. Mijanur Rahman Contributor says:
    vaI er theke…data eya ….onek valo
    1. Arman Khan Contributor Post Creator says:
      use kori ni vai tai janina
    2. Mijanur Rahman Contributor says:
      Vai aponi contributed holen kno
    3. Arman Khan Contributor Post Creator says:
      Author hoini just post ta publish korce
  2. No root firewall best!
    vpn dialog xposed module thakle start e click korle auto connected hoy jay
    1. Arman Khan Contributor Post Creator says:
      tnx for important comnt
  3. Nur Md Nirob Contributor says:
    সবথেকে বেস্ট এটি ৷ অন্য গুলা কাজ করে না ৷কিন্তু চরম কাজ করে ৷ আগেঔ জানি তবূও ধন্যবাদ ৷
    1. Arman Khan Contributor Post Creator says:
      tnx

Leave a Reply