সবাইকে স্বাগম আজকের টিউটোরিয়ালে।
বাংলাদেশে দিন দিন ইউটিউবের জনপ্রিয়তা বেড়েই চলছে সেইসাথে বাড়ছে মোবাইল ইউটিউবারের সংখ্যা। তাই আজ মোবাইল ইউটিউবারদের জন্য আনলাম উপকারী একটা টিউটোরিয়াল। আশা করি সবার উপকারে আসবে।

আজ দেখাব কিভাবে আপনার একটি চ্যানেলের হোম পেজে অন্য আরেকটি চ্যানেল এড করবেন। তাও আবার মোবাইল দিয়ে। নিচের চিত্রটি দেখুন।

এখানে দেখানো আছে ToonAct নামে একটা চ্যানেল যার হোম পেজে অন্য আরেকটা চ্যানেল Rakib Hasan নামের চ্যানেল এড করা আছে। চলুন দেখি কিভাবে কাজটা করতে হবে:

  • যে চ্যানেলটা এড করতে চান। সেই চ্যানেলের হোম পেজে প্রবেশ করুন। সেখান থেকে আপনার চ্যানেলের url টা কপি করুন। চিত্রে দেখুন।
  • এবার কপি করা লিংয়ের চ্যানেলটি আপনার অন্য যে চ্যানেলে এড করতে চান সেই চ্যানেলের হোম পেজে যান। এবং চিত্রে দেখানো অংশে সিলেক্ট করুন।
  • তাহলে নিচের চিত্রের মত কয়েকটি অপশন আসবে।ওখান থেকে ডেস্কটপ অপশন সিলেক্ট করুন।
  • তাহলে দেখতে পাবেন নিচের চিত্রের মত আপনার ওয়েব পেজটা ডেস্কটপ ভিউ হয়ে গেছে।
  • এবার নিচের দিকে স্কল করুন তাহলে দেখতে পাবেন Add a section নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করুন। চিত্রে দেখুন।
  • আরো দুইটা অপশন ওপেন হবে এখান থেকে Select Content এ ক্লিক করুন। আরেকটা অপশন হল আপনার এই চ্যানেলটা লিস্ট আকারে প্রকাশ করতে চাইলে বা অন্য ভাবে প্রকাশ করতে চাইলে সেই কমান্ড দেবার অপশন ।চিত্রের মত।
  • একটা পপ আপ ওপেন হবে।স্কল করে নিচের দিকে যান। সেখানে দেখতে পাবেন Custom grouping নামে একটা অপশন আছে ওটাতে ক্লিক করুন এবং Done করুন। আপনাদের মোবাইলে ভিন্নভাবে এই অপশনটা আসতে পারে।কারণ ব্রাউজার অনুযায়ী এই পপ আপ ওপেন হয়।
  • এবার নিচের মত একটা পেজ আসবে এখানে আপনার Section Title & যে চ্যানেলটা এড করতে চান তার url তা পেস্ট করে দিন। Add বাটনে ক্লিক করুন।
  • এই চিত্রে দেখুন। এভাবে পূরণ করে Done ক্লিক করুন।
  • ব্যাস আপনার চ্যানেলের সাথে অন্য আরেকটি চ্যানেল এড হয়ে গেল। এখন কোন ইউজার আপনার চ্যানেলে প্রবেশ করলে টাইমললাইনে এই চ্যানেল সো করবে।
  • এবার মোবাইল ভিউয়ে ফিরে আসুন এবং দেখুন আপনার কাজ হল কি না।
  • ধন্যবাদ সবাইকে।

    যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিও টিউটোরিয়াল দেখুন।

    কোন সমস্যা হলে ভিডিও টি দেখুন।আর মোবাইল ইউটিউবিং নিয়ে যাবতীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি SUBSCRIBE করুন।

    ফেসবুকে আমি

    SUBSCRIBE my channel

    ফেসবুকে ম্যাসেজে সমস্যার কথা পাঠান অথবা কমেন্ট করুন।

    10 thoughts on "মোবাইল দিয়ে যেভাবে অন্য চ্যানেলের হোম পেজে আপনার চ্যানেল এড করবেন।"

    1. mshadin363 Contributor says:
      ভালো পোস্ট।
      চালিয়ে যান।
    2. RecycleBin Author says:
      ভালো পোস্ট।
    3. Md. Jamil Islam Contributor says:
      Hello, trickBD’s administration panel! I’ve written my first post in your technology site.I hope will make a quick review of my post and approve to publish.

      Thanks.

    4. Kamrul Contributor says:
      Supper Post 🙂

    Leave a Reply