ইউটিউব চেনেন না তেমন কাউকে আমি চিনি না।ইউটিউবে অনেকে বিনোদনের জন্য আসেন অনেকে আবার আসেন উপার্জনের জন্য। ২ দিকই মন্দ নয়। আপনারা ইউটিউবে অনেক জনের অনেক রকম ভিডিও দেখেন,ভাল লাগলে সাবস্ক্রাইব করেন।বাংলাদেশে সালমান
মুক্তাদির,তওহীদ আফ্রিদি, তাহসিন রাকীব ইত্যাদি। বিদেশেও অনেক ইউটিউবার আছে যেমন পিউডিপাই। তেমনি ইউটিউবে আমার কিছু আশ্চর্জজনক চ্যানেল চোখে পড়ে। এই চ্যানেল গোলো যারা চালায় তাদের কাজ গোলো এমন অদ্ভুত যে শেয়ার না করে পারলাম না। এইরকম অনেক ইউটিউবারের মধ্য আজব তিনজন কে বাচাই করে পোস্ট শুরু করছি।
MR.BeasT
Subscriber: 3M+
Age: 19
Joined: 19 February 2012
Video Type: Best/Worst Intros….
আমার একজন প্রিয় ইউটিউবার। এর কাজ হল ইউটিবে বা ভিন্ন
জায়গায় যেসকল ভিডিও ছাড়া হয় সেখানে যে ইনট্রু গোলো দেয়া
হয় তার মধ্য Worst/Best গোলো বাচাই করা। এই কাজ করতে গিয়ে সে খুব তারাতারি জনপ্রিয় হয়ে যায় এত অল্প বয়সে। এখন আপনারা বলবেন এখানে আজব এর কি আছে। আমি বলব এখানেই শুরু নয়। এটিই তার কাজ নয়। আপনারা ইউটিউবে ভিডিও দেন টাকা উপার্জনের লক্ষ নিয়ে। আর সে ইউটিউবে টাকা খরছ করে টাকা উপার্জনের লক্ষ নিয়ে। কি অবাক লাগে? তার চ্যানেলে গেলে দেখা যাবে রিসেন্টলি সে ১ লক্ষ ডলারের ও বেশি টাকা ডোনেট করেছে যা বাংলাদেশে ৮০ লক্ষ টাকা। সে অসহায় Homeless ব্যক্তি অনলাইন স্ট্রিমার দের ডোনেট করে থাকে। তার এই ভিডিও গোলো খুবই পপুলার। এতগোলো টাকা খরছ করে ভিডিও বানানোই শুধু তার আজব কাজ না, সে এমন আজব কাজ করেছে যা হয়ত আপনি জানতেন আবার জানতেন না। ইউটিউবে গিয়ে কাউন্ট টু ১ মিলিওন এইরকম সার্চ দিলে যেসকল ভিডিও আসবে তা তার। সে কেমেরার সামনে বসে টানা ১০ ঘণ্টা, ১৫ ঘন্টা এইরকম বসে আজব সব কাজ করে। কাজগোলো হয় ১-১ লক্ষ পর্যন্ত গোনা, ১ লক্ষ বার লোগান পউল বলা, পৃথিবী সবচেয়ে লম্বা শব্দ উচ্চারণ করে যা প্রায় ২-৩ ঘণ্টা লেগেছে ইত্যাদি। ওয়ার্লড রেকর্ড বানানো তার নেশা। এই ইউটিউবার এর ভিডিও আমি খুবই এঞ্জয় করি। আশা করি আপনাদের ভাল লাগবে।
এর অবাক করা এক ভিডিও তে তাকে ড্রাগ নিতে দেখা গিয়েছে ১০ ঘণ্টার ভিডিও ?? তবে তা কি সত্যি ড্রাগ ছিল না কি ছিল জানা নেয়।
JerryRigEverything
Subscriber:1.7M+
Age: Unknown
Joined: 23 Jul 2012
Type: Band Test, Burn Test, Scratch Test Etc.
আমার প্রিয় একজন ইউটিউবার। তার কাজ টাই হল আজব। কারণ নতুন কোনো মোবাইল বের হলে তা কিনে কেমেরার সামনে তার অবস্থা খারাপ করাই এর কাজ। নোকিয়া সিক্স হতে সেমসাং এস ৯/৮ আরো অনেক ফোন যেমন রেজার ফোন অর্থাৎ বলতে গেলে খুবই কম ফোন আছে যা তার কাছ হতে বেচে গেছে। বিস্ট এর মত এও তার ভিডিও তে প্রচুর ইনবেস্ট করে। মোবাইলে কে আগুনে পুরানো, দাগ দেয়া স্ক্রিনে, বেন্ড টেস্ট এইসব তার চ্যানেলে করে থাকে সে। আপনার ফোন কতটা মজবুত তা জানতে চাইলে তার চ্যানেল ভিজিট করতে পারুন।
Wing Chun Tai Chi JKD-Master Wong
Subscriber:1.6M+
Age: Unknown
Joined: 5 Oct 2006
একে কিছুদিন হল চিনি। ভালই লাগে তাকে দেখতে।বসেল্ফ ডিফেন্স মারামারি, মার্শাল আর্ট এইসব চ্যনেলে দেখানো হয়। তার টেকনিক গোলো আমার ভালই লাগে। আর মজার ব্যাপার তার ভিডিও তে সে কোনো টাকা খরছ করে না। এই সব আজব
তো না। তাহলে আমি আজব কেন বলছি তা জানতে আপনার তার ভিডিও দেখতে হবে। তাও বলে দেয় আমরা যে ভিডিও দেখি তা ৩/৫/১০/২০ মিনিটের হয়ে থাকে। তার চ্যানেলেও এই রকম ভিডিও আছে। কিন্তু আজব ব্যাপার হল এইসব ভিডিওতে কোনো কাটাছিড়া নেই। অর্থাৎ একটা ২০ মিনিটের ভিডিও করলে তা একটানা করে সে। মাঝখানে কোনো কাট সিন নেই। এই ব্যাপারটা আমার ভাল আর আজব লেগেছে।
আশা করি পোস্ট ভাল লেগেছে। অনেক দিন ধরে ভাবছিলাম এইরকম পোস্ট করব। করে ফেললাম যদি ভাল লাগে জানাবেন পরবর্তিতে আরো কিছু নিয়ে আসব। কোনো ভুল থাকলে কমেন্টে ধরিয়ে দেন। বিদায়…..
বানান ভুল হয়েছে। ?