সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।
আর আল্লাহর রহমতে আমিও ভালোই আছি।
বরাবরের মতো আজকেও দারুন একটি এপ্লিকেশন নিয়ে হাজির হয়ে গেলাম।
এই অ্যাপ্লিকেশনটির কাজ দেখলে আপনারা যে কেউ অবাক হয়ে যাবেন যে কেউ চমকে যাবেন।
আমরা সবসময়ই নানা কাজে ব্যস্ত থাকি এবং আমাদের অনেকের কাছেই সময়টা অনেক মূল্যবান।
অনেক কাজের ভিড়ে কোন কাজটি কখন করতে হবে বা কতটুকু সময় করা হয়েছে তা হিসাব রাখতে বিপাকে পড়তে হয় আমাদের।
বন্ধুরা আমাদের মাঝে অনেকেই জানতে চাই আমাদের স্মার্টফোনে কখন
এবং কোন অ্যাপটি কত সময় ব্যবহার করা হয়েছে। এসবই হিসাব রাখবে এই চমৎকার অ্যাপ্লিকেশনটি।
কাজের তালিকা ও সময় সম্পর্কে তথ্য দিয়ে সাহায্যকারী হিসেবে কাজ করবে এই অ্যাপটি।
অ্যাপটি শুধুমাত্র ইন্সটল করে করে রাখলেইতা আপনাকে জানিয়ে দেবে আপনার সময়ের কার্যক্রম সম্পর্কে।
তাহলে চলুন এর ফিচারগুলো দেখে নেয়া যাক।
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি প্রতিদিনের কাজের শিডিউল করতে পারবেন।

আপনি আপনার ফোনে কোন কাজ কতটুকু সময় ধরে করেছেন তার গ্রাফ চিত্র আকারে প্রদর্শিত হবে।
এর ফলে খুব সহজেই কাজের সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
অ্যাপটিতে আরো রয়েছে ক্যালেন্ডার ও ম্যাপ এর সুবিধা।
গুগল ক্যালেন্ডার ও ম্যাপের সঙ্গে যা যুক্ত করা যাবে।
আপনার স্মার্টফোনে থাকা সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে কোনটি
কতটুকু সময় ব্যবহার করেছেন তা জানাবে এই অ্যাপ।
অ্যাপে থাকা গোল অপশন থেকে কোন কাজে কতটুকু সময় ব্যয় করবেন তা নির্ধারণ করে নেয়া যাবে।
এছাড়াও অ্যাপটিতে আরো একটি সুবিধা রয়েছে সেটা হল নোটিফিকেশন সুবিধা, সেটিংস থেকে চাইলে নোটিফিকেশন নিয়ন্ত্রণ করতে পারবেন।
এতে রয়েছে ডিসপ্লে শর্টকাট বার, নোটিফিকেন শটকার্ট বার সুবিধা।
অ্যাপের উপরে ডান পাশে থাকা ঘড়ি আইকনে ক্লিক করে সেটিংসগুলো অন করে নিতে হবে।
অ্যাপে থাকা মাই ডাটা অপশনে গিয়ে ক্যাটাগরি আকারে কোন কাজে কতটুকু সময় ব্যয় হয়েছে তা দেখা যাবে।
এছাড়া দেখা যাবে কোন স্থানে কতটুকু সময় ব্যয় করেছেন।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তাহলে এবার কিছু স্ক্রীনশট দেওয়া যাক।




আশাকরি এই পোস্টটি আপনাদের অনেক অনেক কাজে আসবে।
যদি কাজে আসে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আর এরকম আরো টেকনিক্যাল আপডেটের জন্য ট্রিকবিডির এর সাথেই থাকুন।
নিজের নামে ওয়েবসাইট তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন | বিস্তারিত এখানে পড়ুন।

10 thoughts on "আপনি কখন কি করবেন এবং তা কতটুকু করবেন তা জানিয়ে দিবে এই অসাধারণ অ্যাপটি | আপনার মূল্যবান সময় আর নষ্ট হবে না।"

  1. Md Mukta Hasan Romzan Contributor says:
    Hello Author,
    How Are You Today? I Think You Are Well. By The Way, Recently I Am Create A Android App In 1st Time. I Want To Publish My App Immediately On A Platform. Can I Get Review From You? Via Write A Post On Trickbd? Please Let US Know.
    Thank You
    1. MD MASUD RANA Author says:
      fb te asen
    2. MD MASUD RANA Author says:
      fb te asen my link fb.com/masud401
  2. ⚠ Error Format Author says:
    Bro. Er teke vlo sectograph.
  3. SafiullahArqami Contributor says:
    আগে গেছে
  4. SafiullahArqami Contributor says:
    ধন্যবাদ
  5. SajibDas Author says:
    এই পোষ্ট আগেও হয়েছে ট্রিকবিডিতে।
  6. Bdnk Contributor says:
    nice post..
  7. Hridoy Khan Contributor says:
    ভাই imo কথা Record করার মত কোন App থাকল একটু নামটা বলবেন দয়াকরে।

Leave a Reply