বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
বরাবরের মতো আজকেও দারুন একটা স্মার্টফোনের রিভিউ লিখতে চলেছি।
পুরো পোস্টে আছি আমি ইমরান চলুন শুরু করা যাক।
আজকে যে স্মার্টফোনের লিখতে চলেছি তার নাম শাওমি মি মিক্স ২এস।
চীনের সাংহাইয়ে তে লঞ্চ করা হয়েছে স্মার্টফোনটি।
মি মিক্স ২এস অ্যাপল আইফোন ১০ এর চেয়েও ভাল ফিচার নিয়ে
আসছে।
যা থাকছে ফোনটিতে সেগুলা দেখা যাক এবার।
স্কিন পাচ্ছেন ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস ৪

প্রসেসর থাকছে ২.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৬৩০ জিপিইউ।

ফোনটির র্যাম থাকছে ৬জিবি/৮জিবি এবং ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন ৬৪জিবি বা ১২৮ জিবি (৬জিবি র্যাম) / ২৫৬জিবি (৮জিবি র্যাম), মাইক্রোএসডি স্লট নেই।

ক্যামেরার প্রশংসা না করলেই নয় পেছনে ১২ মেগাপিক্সেল দুটি
ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ।
সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা; মূল ক্যামেরার ডিএক্সওমার্ক স্কোর ৯৭ , যা স্টিল ফটোগ্রাফিতে আইফোন ১০ এর সমান (১০১ সাবস্কোর) পেয়েছে।

ব্যাটারি পাচ্ছেন ৩৪০০ এমএএইচ, কিউআই
ওয়্যারলেস চার্জিং।

ফোনটিতে রান করছে এন্ড্রয়েড ৮.০ ওরিও, এমআইইউআই ৯.৫।
ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে নেটওয়ার্ক টুজি থ্রিজি ফোরজি।
ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে ফেইস আনলক ফিচারও পাবেন।
ফোনটির ওজন ১৯১ গ্রাম, পুরুত্ব ৮.১ মিলিমিটার।
ধারণা করা যাচ্ছে বাংলাদেশের ফোনটির দাম হবে ৬জিবি-৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯ হাজার ৮৫০ টাকা।
৬জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৬ হাজার টাকা।
এবং ৮জিবি-২৫৬জিবি মডেলের দাম হতে পারে ৫৭ হাজার ৮০০ টাকার মতো।
ফোনটি পাওয়া যাবে কালো ও সাদা রঙে।
ফোনটি বাংলাদেশ এ এপ্রিল মাসে আসবে বলে আশা করা হচ্ছে।

এই স্মার্টফোনটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং চাইলে আপনার বন্ধুর সাথে পোস্টটি শেয়ার করতে পারেন।
তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে ততক্ষন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ।
যেকোন ধরনের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন 01771768114

22 thoughts on "চীনের সাংহাইয়ে তে লঞ্চ করা হলো অসাধারণ স্মার্টফোন শাওমি মি মিক্স ২এস | যা থাকছে স্মার্ট ফোনটিতে।"

  1. Shaheen Uddoula Author says:
    যেসব ফোন বাংলাদেশের লোকেরা কিনতে পারবে না সে সব ফোনের অহেতুক রিভিউ জা লেখায় ভাল।আর জানার জন্য ভাক কিছু জানায় বেটার অহেতুক কিছু জানাটা ভাল জিনিশ জানার আগ্রহ কমিয়ে দেয়।
  2. Shaheen Uddoula Author says:
    আর এটা কিরিভউ লিখলেন ব্রো?
    1. Imran Khan Contributor Post Creator says:
      hmm
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks bro…
    2. Naim sdq Author says:
      Welcome
    3. MD Mizanur Author says:
      ব্রো কপি না কি প্রথম আলো থেকে
  3. Skp2 Contributor says:
    ওরে ভাই,,,,”পোস্ট” বানান টা ঠিক করে নাই অন্যরকম লাগে লাগছে চার নাম্বার লাইনটা,,””আমরা জানি আপনার পুষ্টি আছে”””??
  4. Skp2 Contributor says:
    আপনার রিভিউ অনেক ভাল,,,কিন্তু ওটি কিনতে গিল????নেই
  5. Raju Contributor says:
    সুন্দর পোস্ট চালিয়ে যান।
  6. Labib Author says:
    বানানে ভুল আছে এবং এটি যার্ম হবে না! এটি হবে র‍্যাম। দেখে মনে হয় কপি। আর না হলে ভালো।
    এরকম ফোনের রিভিউ না দিয়ে, যা কিনার উপযোগী তা নিয়ে পোষ্ট দেয়া ভালো।
    1. kaushikpramanik Contributor says:
      যার্ম কথা টা ঠিক ই আছে। আপনি ই হয় তো এই শব্দটার সাথে পরিচিত না। অনেকে র‍্যাম বলে অনেক যার্ম বলে। @ লাবিব
    2. Labib Author says:
      RAM – র‍্যাম
      এটাত র্যাম (Zarm) না।
      আর র্যাম মানে ত র‍্যাম না।

      এটি কিবোর্ডের কারনে র+্য লিখতে গিয়ে হয়।
      RAM মানে ‘র‍্যাম’, ‘র্যাম’ না।

  7. Tarek Contributor says:
    30k hole niya jeto but almost 40k…..
  8. যাক, রাস্তার টোকাই samsung এর চায় ভালো আসে। ধন্যবাদ ভাই ফোনটির তথ্য দেওয়ার জন্য। যদিও কিনার মতন অর্থ নেই??
  9. Md Parvez Hasan Contributor says:
    ট্রিকবিডিতে এডমিন প্যানেলের এর ভাইয়ারা মনে হয় খুব বিজি। বেশি কথা বলবোনা এডমিন প্যানেল এর কনো ভাই যদি সময় পাও তাহলে অামার পশ্নের উত্তর দিও টিউনার রিকুয়েস্ট দিতে গেলে বলে Pending: Trainer Request sent! Please wait untill admin reviews your posts. মানে কি?????? অামার পোস্ট গুলো কি দেখবেনা নাকি সারাজিবন পোস্ট গুলো ঝুলে থাকবে?????
    সময় পেলে সম্যসা টা ঠিক কইরেন অামার ট্রিকবিডি I’D:= https://trickbd.com/author/hasan890

Leave a Reply