বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
বরাবরের মতো আজকেও দারুন একটা স্মার্টফোনের রিভিউ লিখতে চলেছি।
পুরো পোস্টে আছি আমি ইমরান চলুন শুরু করা যাক।
আজকে যে স্মার্টফোনের লিখতে চলেছি তার নাম শাওমি মি মিক্স ২এস।
চীনের সাংহাইয়ে তে লঞ্চ করা হয়েছে স্মার্টফোনটি।
মি মিক্স ২এস অ্যাপল আইফোন ১০ এর চেয়েও ভাল ফিচার নিয়ে
আসছে।
যা থাকছে ফোনটিতে সেগুলা দেখা যাক এবার।
স্কিন পাচ্ছেন ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস ৪
প্রসেসর থাকছে ২.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৬৩০ জিপিইউ।
ক্যামেরার প্রশংসা না করলেই নয় পেছনে ১২ মেগাপিক্সেল দুটি
ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ।
সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা; মূল ক্যামেরার ডিএক্সওমার্ক স্কোর ৯৭ , যা স্টিল ফটোগ্রাফিতে আইফোন ১০ এর সমান (১০১ সাবস্কোর) পেয়েছে।
ব্যাটারি পাচ্ছেন ৩৪০০ এমএএইচ, কিউআই
ওয়্যারলেস চার্জিং।
ফোনটিতে রান করছে এন্ড্রয়েড ৮.০ ওরিও, এমআইইউআই ৯.৫।
ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে নেটওয়ার্ক টুজি থ্রিজি ফোরজি।
ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে ফেইস আনলক ফিচারও পাবেন।
ফোনটির ওজন ১৯১ গ্রাম, পুরুত্ব ৮.১ মিলিমিটার।
ধারণা করা যাচ্ছে বাংলাদেশের ফোনটির দাম হবে ৬জিবি-৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯ হাজার ৮৫০ টাকা।
৬জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৬ হাজার টাকা।
এবং ৮জিবি-২৫৬জিবি মডেলের দাম হতে পারে ৫৭ হাজার ৮০০ টাকার মতো।
ফোনটি পাওয়া যাবে কালো ও সাদা রঙে।
ফোনটি বাংলাদেশ এ এপ্রিল মাসে আসবে বলে আশা করা হচ্ছে।
আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং চাইলে আপনার বন্ধুর সাথে পোস্টটি শেয়ার করতে পারেন।
তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে ততক্ষন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ।
যেকোন ধরনের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন 01771768114
এরকম ফোনের রিভিউ না দিয়ে, যা কিনার উপযোগী তা নিয়ে পোষ্ট দেয়া ভালো।
এটাত র্যাম (Zarm) না।
আর র্যাম মানে ত র্যাম না।
এটি কিবোর্ডের কারনে র+্য লিখতে গিয়ে হয়।
RAM মানে ‘র্যাম’, ‘র্যাম’ না।
সময় পেলে সম্যসা টা ঠিক কইরেন অামার ট্রিকবিডি I’D:= https://trickbd.com/author/hasan890