ইদানিং মেসেঞ্জারে যা নিয়ে বেশি কথা হচ্ছে তা হল মেসেঞ্জার এর বট বা রোবট। এই রোবট এর কাজ হল আপনাকে অটোমেটিক মেসেজ পাঠাবে।অর্থাৎ আপনি শুধু মেসেজ পাঠাবেন আর সে তার
উপর নির্ভর করে আপনাকে রিপ্লাই পাঠাবে।এতে কোন মানুষ এর হাত থাকবেনা। যা হবে তা অটোমেটিক হবে। অনেক ধরণের বট রয়েছে, কিছু কিছু আছে ফানি, যা আপনাকে জোক্স সেন্ড করবে। কিছু আছে যা পড়াশুনাই সাহায্য করবে আবার কিছু আপনাকে তাজা খবর দিবে। আমি যে বট নিয়ে এসেছি তা হল খুবই দ্রুত জনপ্রিয় হওয়া বট Du Mamabot এই বট আমাকে পুরাতন অ্যাপ সিমসিমি এর কথা মনে করিয়ে দেয়। বটটি ২ ধরণের কাজ
করতে পারে। এটি থাকলে টাইম পাস করার জন্য লাগবেনা সিমসিমি। ম্যাপ দেখতে লাগবেনা গুগল ম্যাপ। বাস খুজতে কষ্ট করতে হবে না।

Find Bus


এই অপশন টিতে আপনি আপনার লোকেশন তাকে সেন্ড করবেন সে আপনার কাছে থাকা বাস আপনাকে খুঁজে বের করে দিবে। এটি আপাতত ঢাকাতে কাজ করে।


Google Map


এই বট থাকলে আপনাকে আর কষ্ট করে গুগল ম্যাপ ইন্সটল দিতে হবে না। আপনি Google Map অপশন টি সিলেক্ট করুন। তারপর যে জায়গা খুজতে চান তার নাম লেখুন আপনাকে খুজে দিবে। এই অপশন টি আমার খুব ভাল লাগে।

Chat


বটটির সবচেয়ে বড় ফিচার হচ্ছে এর চ্যাট করার ক্ষমতা।যা আমাকে সিমসিমি এর কথা মনে করিয়ে দেয়।আপনি বিভিন্য মেসেজ দিবেন আর তার ভিন্য ভিন্য রিপ্লাই পাবেন এর কাছ থেকে। সে খুব ফানি ফানি রিপ্লাই দেয়। নিচের স্ক্রিনশগোলো দেখলে বুজবেন।








পোস্ট করার পড় দেখলাম এই নিয়ে ট্রিকবিডিতে পোস্ট করা আছে। কিন্তু তাতে বিস্তারিত নেই। আগের পোস্ট দেখে নিতে পারেন চাইলে।
সোহান ভাইয়ের পোস্ট

21 thoughts on "[Du Mamabot]টাইম পাস করতে লাগবেনা সিমসিমি, বাস খুজতে কষ্ট করতে হবে না,ম্যাপ দেখতে লাগবেনা গুগল ম্যাপ সব কাজ এখন মেসেঞ্জারে করুন।[Messenger]"

  1. Neymar Jr Contributor says:
    Du mamake niay post ache.
    1. YASIR-YCS Author Post Creator says:
      সত্যি?
      আমি ত জানতাম না??
      সার্চ করে পেলাম না।
      হুর??
    2. YASIR-YCS Author Post Creator says:
      আপডেটেড। পাইসি?
  2. Mahbub Pathan Author says:
    চ্যাট গুলা পড়ে ভালোই লাগলো।
    1. YASIR-YCS Author Post Creator says:
      ?
  3. Dawdulislam Author says:
    মজা পাইলাম !
  4. MD Mizan Author says:
    পোস্ট তো আছে….
    1. YASIR-YCS Author Post Creator says:
      কই
    2. MD Mizan Author says:
      ট্রিকবিডিতে দাস ভাইয়ের প্রোফাইলে দেখুন।
  5. Ashraful Author says:
    gooooooooood…………..
  6. Md Habibul Basher Rabby Contributor says:
    অসাধরণ ভাই
    এইরকম আরো বট সাইট চায়!!!
    1. Tuner Author says:
      এটা বোট সাইট না, Messenger Bot…
  7. CyberSabbir Contributor says:
    j ai bot use kor che tara jane ar features. but,post korar jonno thanks…
    1. YASIR-YCS Author Post Creator says:
      হুম
  8. Enjamam Author says:
    Posted already.
    But not bad.

Leave a Reply