নিয়ে নিন Shareit এর নতুন Minions মোড ভার্সন যেকোনো এন্ড্রয়েড ফোনের জন্য। কতদিন আর পুরনো স্টাইলের Shareit চলাবেন?
## এপটি সংগৃহীত। এই মোডের মূল থিমটি হলো পপুলার মুভি কার্টুন চরিত্র মিনিয়নদের নিয়ে।
## এটি মূল ভার্সন থেকে দেখতে অন্যরকম ও সহজে ব্যবহারযোগ্য ।
## আশা করি সবার ভালো লাগবে।
,
,
,
,
,
ফিচারসমূহঃ Shareit Minion Mod Apk
★★ Minion Theme
★★ More Smooth
★★ Removed Google Play Dependencies
★★ Removed Ads
★★ Faster Share
স্ক্রিনশটসমূহঃ
ডাউনলোডঃ
Download Link (6mb)
** App Not Installed Problem Solved for some phones! If you failed try below post:
App Not Installed! সমস্যার সমাধান
ক্রেডিটঃ
## Riadrox
## Shareit Apk
## Lucky Patcher
✋এপ এর কোনো সমস্যা বা বাগ নির্দিধায় কমেন্টে বলুন ???
ফেসবুক লালকালো মেসেন্জার লাইট
ফেসবুক লাইট RainBow মোড
ফেসবুক লাইট মোড ভার্সন V4
?????????????????????????????????????????????
## by Riadrox
Email: [email protected]
Facebook: fb/myself.riadrox
কিছু কথাঃ
১)দুই এক বছর আগে, আমি যখন নতুন নতুন টিউনার, এই ধরুন ২০/৩০টি পোস্ট মাত্র করেছি। তখন অনেক টিউনার ছিল। কারণ যেই রেজিষ্ট্রেশন করত সেই টিউনার হইত। তো, তখন থেকেই আমাকে অনেক নতুন নতুন টিউনার ফলো করতে শুরু করে। আমার মতো করে পোস্ট করতে চেষ্টা করে এই আর কি! কিছু কিছু টিউনাররা আমার পোস্ট পুনরায় কপি করে নিজেদের মত করে পোস্ট করা শুরু করে দেয়।
আমি রেগে যেতাম আর তাদের পোস্টে কমেন্ট করতামঃ “আমার পোস্ট কপি করছেন কেন?” বা, “আপনার আগে আমার পোস্ট আছে দেখুন।”… bla bla bla
পরবর্তীতে দেখলাম আমার করা এই কমেন্টগুলোর আদৌ কোনো যুক্তি নেই। সে কিন্তু আমার পোস্ট কপি করেনি, হয়ত তার আইডিয়া, আমার আইডিয়ার সাথে মিল ছিল অথবা সে আমার পোস্ট দেখে নতুন কিছু তৈরি করে পুনরায় পোস্ট করেছে। একে কপি পোস্ট না বলে আমি বলব “রিপোস্ট” কপিপোস্ট হলো ওগুলো যেগুলো আপনারা অন্যান্য সাইট থেকে হুবুহু কপি করেন। – এতে গুগল ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে ডিটেক্ট করে ও র্যাংকিং কমে দেয়।
২) অনেক দিন আগে আমার সাথে প্রায় তিনবারের মত একটি ঘটনা ঘটেছিল, আর তা হলোঃ অনেক কষ্ট করে সাজিয়ে গুছিয়ে দুই তিন ঘন্টা নিয়ে লেখা পোস্ট করার পর…
কমেন্ট আসলো, “আপনার আগেই তো এই পোস্ট করা হয়েছে”আমি তো অবাক। পরবর্তীতে সার্চ করে দেখা গেলো হ্যাঁ সত্যিই তো একই কনসেপ্টের পোস্ট আগেই একজন করেছে। মনে অনেক দুঃখ নিয়ে পোস্টটা ডিলিট করে দিলাম। কারণ, তখন কপি পোস্ট সম্বন্ধে আমার ভিতর ভুল ধারণা ছিল। এরকম মোট তিনবার তিনটি পোস্ট ডিলিট করতে হয়েছে। তাই, তারপর থেকে প্রতিটি পোস্ট করার আগে আমি সার্চ করে দেখে নেই যে, এই পোস্ট এর আগে কেউ করেছে কি না!
এবার আসি গত পোস্টের ব্যাপারেঃ গত পোস্টে আমি যা চেয়েছিলাম তাই হয়েছে, আমি চেয়েছিলাম একটা ছোট পোস্ট লিখার শেষে আলোচনামূলক একটা টপিক তুলে ধরা ও সবার মতামত জানা। কে আমার সম্পর্কে কি ধারনা রাখে এটাও জানা। আমি আজ তার কিছু যুক্তিসহ উত্তর দিব। কারণ, আমি যুক্তিতে বিশ্বাসী। আমি শুধু বিশ্বাসী বলছি, আমার যুক্তিতেও ভুল থাকতেই পারে। এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো সবার মাথা খোলা!
i) কাল একজন কমেন্টে জানিয়েছে সে নাকি আমার আগে মোডটি শেয়ার করছে। আমি আগেই বলেছি, যে প্রতি পোস্ট করার আগে আমি সার্চ করে দেখে নেই কেউ করেছে কিনা। আমি পাইনি। ধরলাম, আমার মিসটেক হয়েছে। তার কমেন্টটি দেখার পর সার্চ করে যে পোস্ট আমি পাই তার মোডের সাথে আমার মোডের থিম একই থাকলেও পোস্টের লেখা, ডিটেইলস সব আলাদা।
আচ্ছা! আমাকে বলুন, আমি মোডটি সংগ্রহ করে, রিমোড করেছি, বাগ ফিক্স করেছি, এডস রিমুভ করেছি এবং পুনরায় আপলোড দিয়েছি। তারপর পোস্ট করেছি। আপনি কি তা করেছিলেন? আপনার তো “খুঁজে পাওয়ার সাথেই শেয়ার করলেই বাঁচি”এই অবস্থা।
– না আপনার পোস্টের সাথে মিল, না আপনার আইডিয়া কপি, না মোড-এপটি কপি! আপনি কি করে বলেন এই পোস্ট বা মোড এর আগেও শেয়ার করা হয়েছে?! কমেন্টে জবাব চাই। আশা করি ভেবে চিন্তা করেই দিবেন।
ii) অনেকেই আমাকে ট্রিকবিডিতে রুলস শেখানোর চেষ্টা করছিল কমেন্টে। তাদের বলি, ট্রিকবিডিতে যখন রুলস নামক জিনিসটাই ছিলো না তখন থেকে আছি। আমার রেজিষ্ট্রেশন ইউজার আইডি ১০ (ওয়ার্ডপ্রেসে আসার পর)। বুঝতেই পারছেন, ট্রিকিবিডির এতদূর আসাতে আমার অবদান শুরু থেকেই।
অনেকে ভাববেন আমি বেশি ভাব দেখাচ্ছি?! না।। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি সিনিয়ররা সবসময় সিনিয়র। কোনো সিনিয়র যা কিছুই করুক জুনিয়রদের ভালোর জন্যই করে। আপনারা রুলস রুলস করেন, আপনারা কয়টা রুলস মেনে চলেন? রুলসের ঐ টেক্সটা দেওয়া হয় কিজন্য সেটা আপনারা না বুঝলেও আমি বুঝি। এটা দেওয়া হয় এক বিশেষ কারণে। এরপর এই রুলসটা আর আপডেট দেওয়া হয়নি আর আপনারা ঐটার পেছনেই লেগে আছেন। ট্রিকবিডিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসঃ “পোস্ট টাইটেল”। এখনই ট্রিকবিডির হোমপেজে গিয়ে দেখুন কতগুলো উল্টাপাল্টা টাইটেলের পোস্ট। অনেকে আবার টাইটেলে স্মাইলি ? দেওয়াও শুরু করেছে। (অবনতির লক্ষণ)। আমি হলে, “ট্রিকবিডির রুলসের প্রথমেই লিখতামঃ #আপনার অবশ্যই অনলাইনের অধিকাংশ SEO Tutorial নিজের আয়ত্বে থাকতে হবে নতুবা আপনাকে টিউনার বানানো হবে না বা টিউনারশিপ বাতিল করা হবে। — গুরুত্বপূর্ণ জিনিসকে এড়িয়ে গিয়ে এমনি একটা বিষয় নিয়ে মাতামাতি করা বাঙালিদের স্বভাব। সবচেয়ে বড় উদাহরণ হলো ফেসবুকের নিউজফিড!
iii) অনেকেই ডাউনলোডে সমস্যা বলে চিল্লাচ্ছেন। যারা প্রথমদিকে বা প্রথম পোস্টে এই সমস্যার কথা বলেছিল দ্বিতীয় পোস্টে আর বলেনি। আবার, দ্বিতীয় পোস্টে যারা বলেছিল তৃতীয় পোস্টে আর বলে নি। কারণ তারা শিখে গেছে। শুধু বলছে, কিছু জেলাস অথোররা আর ঐ ব্যক্তি যিনি লিংক দেখেই ঘাবড়ে গেছেন। চেষ্টাও করে দেখেননি।
iv) শেষ বিষয়, একজন বলেছিল আমার পোস্টে মূল কন্টেন্টের চেয়ে ইদানিং কথাবার্তাই
বেশি। আমি বলব, একটা পোস্ট থেকে যদি আপনি কিছু নাই শিখতে পারেন সেটা কোনো পোস্ট হলো নাকি!
– আমার কি! লিংক দিতাম, লোকজন ডাউনলোড দিত,দিয়ে চলে যেত। তাহলে ট্রিকবিডি আর ডাউনলোড সাইটের মধ্যে পার্থক্য কি হলো?
কমেন্ট সিস্টেম আছে তো Discussion এরই জন্য। কারও সমস্যা হচ্ছে কমেন্ট করো, কারো ভালো লেগেছে কমেন্টে মতামত জানাও। Stay কর। ডাউনলোড সাইট নয় যে ডাউনলোড দিলেন আর চলে গেলেন। আর SEO তে Session নামক একটা টার্ম আছে। কে কতক্ষণ একটা সাইটে Stay করছে এটার উপরও র্যাংকিং করে গুগল। আর এজন্য কমেন্ট সিস্টেম একটা গ্রেট Opportunity! গত পোস্টে অনেকেই এমন আছেন, যিনি সবগুলো কমেন্টই অনেক সময় নিয়ে পড়েছেন।
— দেখলেন তো পজিটিভ ভাবে একটি বিষয়কে তুলে ধরলে সেটি কতো সমস্যার সমাধান করে। সেইজন্যই বলছি, সবাই পজিটিভ থাকবেন এবং এই আশাটাই করছি। একটা কথায় মাথায় রাখবেন, “যা হয় সব ভালোর জন্যই হয়।”
মার্জিতঃ “সৃষ্টিকর্তা যা কিছু করেন ভালোর জন্যই করেন”
আমার টিউনারশিপ বাতিল হয়েছিল, আমার সাইট হ্যাক হয়েছিল, অনলাইনে ৭০-৮০ডলার লস হয়েছিল – তবুও আমি বলব যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। জীবন থেকে এমন শিক্ষা নিয়েছি যা সবার ভাগ্যে জোটে না। অনেক ভালোমন্দ এক্সপেরিয়েন্স অর্জন করেছি। (কমেন্টে জানতে চেয়ে লজ্জা দিবেন না। কারণ, Past is Past, Think about Now!)
“A Good Experience always comes from a Bad Experience” – Sandeep Maheshwari
Aro valo kicu asa kori…?
শেয়ারইট (Shareit)
মোড করতে হয় তা নিয়ে একটা পোস্ট করলে ভল হতো
পোস্ট খুজে পাচ্ছিনা ,,
পোস্ট টার লিংক দিলে ভাল হতো
সামান্য পোস্ট নিয়াও আমরা রাজনীতি শুরু কইরা দিছি,,
কিছু কথা##-*
নাম্বার ১ঃ
ট্রিক বিডির অথর নিয়া,,,এসইও নিয়া অনেক তর্ক হইলো তাদের নিয়া কিছু কথা,,,
কিছু কিছু আ**ল অথর আছে,,,
পোস্ট কইরা ক্যাপশন দেয়,,,যেমন ঃ নিয়ে নিন একটি এপ একটি এপ যা দিয়ে আপনার ঘরের সব কিছু থামিয়ে দিতে পারবেন,,,??
পোস্ট পড়ে দেখা গেলো,,zaza remote app এর কথা বলা হয়েছে,,,
এখন রানা ভাই এর কাছে,, আমার প্রশ্ন,, আমি কি টাইপ করে গুগল এর সার্চ দিমু,,,নিশ্চই আমার সার্চটা এমন হওয়া উচিৎ,, দিয়ে দিন একটি এপ,, যেইডা দিয়া কিছু থামান যায়,,পোস্ট করছিলা এক আবাল অথর ট্রিকবিডিতে,,,
নাম্বার ২ঃ
অনেক অথর কমেন্ট করছে,, ডাইরেক্ট লিংক নিয়া,,
ভাই আপনি ট্রিক বিডির অথর আপনার উচিৎ,, যারা কিছুই পারে না,,তাদের কে আপনার স্কুলে পড়ানো,,
যারা সামান্য ডাউনলোড করতে পারে না,, তাদের ট্রিক বিডি ভিজিট এর কোনো অধিকার নাই,,
আর আপনারা ত শিখতেই দিতেছেন না,,যে লোকটা আজ ডাইরেক্ট লিংক দিয়া ডাউনলোড দিতাছে,,,দুইদিন পর ননান ওয়েব সাইট থেকে ডাউনলোড দিতে চাইলে,,আপনি মনে হয় তাদেরকে,, ফাইলটা ডাউনলোড দিয়া আবার ড্রাইবে আপ দিয়া,, তার পর ডাইরেক্ট লিংক দিবেন,,,অরা,, আটকাইলেই বলবে,, ভাই পাইতাছি না,,লিংক দেন,,???
নাম্বার ৩ঃ অনেক আ**ল অথর এই টাইপের পোস্ট কর,,,নোটিফিকেশন বার এ দেখুন,,কি চমক,,, টাইম দেখা যায়,,, তারা নাকি এই টাইপ
পোস্ট দিয়া আয় ও করে,,,
নাম্বার ৪ঃ
ভিউ নিয়াও অনেক অথর কমেন্ট ঠুকাইছে,,
আমি বাজি লাগাইয়া বলতে পারি,,আমি পোস্ট করলে সবার থেকে বেশি ভিউ হবে,,
কারণ,,আবাল মার্কা ক্যাপশন ঃ
যেমনঃ আপনার এনড্রয়েড দিয়েই খুলে ফেলোন যেকোন নারীর কাপড়,, না দেখলে আজীবন পস্তাবেন
এই আর কি,,,
অনেক আ**ল **দা অথর এইটাইপ পোস্ট দিয়া,,আবার বলে এসইও,, ছাড়াই আমার পোস্ট এ ১০০ কে ভিউ হেন তেন,,
আরে ভাই, আমরা বাঙালী,,, পাবলিকে এইগুলাই খায়,,
নাম্বার ৪ঃ
অনেকে ক্রেডিট এর কথা তুলছে,,,
আরে মিয়া আপনি এতো সর্থবাদী নাহলে আপনার বায়োতে পর্যন্ত লিখে রাখছেন,,সাবস্ক্রাইব মাই চ্যানেল,,
প্রতিটা পোস্ট এর বদলে ক্রেডিট নেন,,
পেজ এ লাইক দিন,,ভিডিও দেখুন,,সাবস্ক্রাইব করুন,,
এই গুলা কি,,,???
@রানা ভাই,,,আপনি যদি বা ট্রিক বিডি সাপোর্ট যদি কমেন্ট পড়েন,,তাহলে অবশ্যই,,ব্যাবস্থা নিবেন,,অথবা আমি ব্যান খাইতে পারি,,
বাই???
ar ami apnar mod Lite gatagati kore etai jante pereci j apni ApkTool er sahajje Mod koren,, but ami ei app ta onek ageyy nicilam, sudu use gula parteci.na
আমি কিন্তু আপনার একজন Fan?
Nice Post✌
আপনার মুল পোস্টের চেয়ে কিছু কথাই অনেক বেশি – ???✌✌✌
Be sincere . Stay humble.
Manushr ato hingsha.
Riadrox er moto tuner trickbd theke cole jawa mane onek kichu..
Are vai jar valo lagbe na see post ignore koro..
Hudai ese ai sob kotha bole ki lav ??
Na bujhe coment kore..??
পারলে কীভাবে করতে হয় সেটা শিখান।
পারলে কীভাবে করতে হয় সেটা শিখান।
সিনিয়র ট্রেইনার বলে আসলেই আপনি ভাব নিচ্ছেন।
আবার কোন(সব না) কমেন্ট করলেই জাতের কথা তুলেন। আর এটা কি?
আপনি এক শেয়ারইট এর মোড নিয়েই পোস্ট করে যাচ্ছেন।
আপনি কি আপনার প্রজেক্ট(হয়ত বুঝে গেছেন কিসের কথা বলছি) টা শেয়ার করতে পারলেন না?
আর কি লজিক দেখাচ্ছেন?ডাইরেক্ট লিংক দিলে আপনার পোস্ট থেকে লিংক নিয়ে নিজের নামে অন্যরা চালিয়ে দিবে, ট্রিকবিডির ভিজিটর কমে যাবে What a logic! ??? আর গুগল ড্রাইভ এ আপলোড দিলে হয়তো….. আর আমরাতো কোন ফাইলই আপলোড করি না…. আসলে ভিজিটরদের একটু ভোগান্তিতে না ফেললে আপনার ভাল লাগে না।
ডাউনলোড লিংক নিয়ে প্রবলেম শেষ হচ্ছেনা।
I will show you an example very soon.
নতুন ফিচার এড করার কাজে ব্যস্ত থাকায় এডমিনরা অন্যদিকে টাইম বেশি দিতে পারছেনা।
আর ট্রিকবিডি একটা নিয়ম হল রিপোস্ট হলে আগের তুলনায় আরো নিম্ন হয়।
আর রিয়াদ ভাই এর কিছু পার্সোনাল সমস্যার কারনে এমনটা হচ্ছে, প্রবলেম সোলভ না হওয়া পর্যন্ত পোস্ট একটু এমন হবেই, তাই নেগেটিভ না নিয়ে সমস্যার কথা চিন্তা করে Avoid করায় Better।
help plz
bhi help please
symphony v49 er recovery img lagbe Android virshon-5.1 chipchet-sc8830
apni v49 facebook group e join koren,,,
sekhanei paben…
আমার কথায় কিছু মনে করেন না। মনে করেন এটা আপনার সম্পর্কে আমার ধারনা। এতে আপনার কিছু বলার নেই।
সেদিন আমার Messenger app টি Download করতে বেশ সময় লেগেছে। আর পোষ্ট এর নিচে এই লিখাগুলো কি খুব বেশি ই প্রয়োজন ছিল। সব জায়গাতে সব এপ এ নিজের নাম না ফোটালে ভাল লাগে না???
পারলে শেখানোর মানসিকতা নিয়ে কিভাবে মোড করছেন সেটা শেয়ার করুন। আপনার ফলোয়ার আরও বেড়ে যাবে । সবাই খুশি হবে। কারন প্রযুক্তি এখন সবাই নিজে হাতে বানাতে চায়। নম্বর এক অথর হতে আপনি No. 1 হয়ে যাবেন।
ধন্যবাদ। আমার কথায় আশাকরি কষ্ট পেয়েছেন তাই Excused.
আমি মানি আপনি অনেক বড় ট্রেইনার অনেক ভালো আপনাকে সম্মান করি আমি।কিন্তু আপনি আপনার নিজের মান নিজেই কমাচ্ছেন।আমার কথায় মন খারাপ করবেনন না কথা গুলো বলার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত?