মোবাইল ডাটা বেশিরভাগ ইউজার ই তাদের ফোনের প্লে-ষ্টোর ডিজেবল করে রাখে বেশি এমবি কাটার ভয়ে আর গোগল প্লে ষ্টোর এমবি কাটার জন্য ওস্তাদ ?। তাছাড়া প্লে ষ্টোর + প্লে সার্ভিস মিলে ফোনের অনেক স্পেস খেয়ে রাখে আর পারফরমেন্স আর ব্যাটারি ব্যাকআপ কমিয়ে দেয় তাই অনেকে প্লেষ্টোর ইউজ করেন না যার মদ্ধে আমিও আছি।
প্লে-ষ্টোর ফোনে না রাখার সবচেয়ে বড় অসুবিধাটা হলো বিভিন্ন এপ এর আপডেট ভার্সন রিলিজ হলে প্লে ষ্টোরে দেয় জেগুলা আমরা মিস করি। আর ফেসবুক লাইট + মেসেঞ্জার এর আপডেট কিছুদিন পর পর ই আসে কিন্তু প্লে ষ্টোর না থাকার ফলে আমরা তা ইনষ্টল দিতে পারি না এবং নিউ নিউ ফিচার্স গুলো মিস করি। এই সমস্যা থেকে বাচতে অনেকে থার্ড পার্টি সাইট থেকে এড এর প্যারা + স্পীড লিমিট ইত্যাদি লিমিটেশনের মাঝ থেকে এইগুলার আপডেট ভার্সন ডাওনলোড করে তাছাড়া কোন থার্ড পার্টি সাইট মেসেঞ্জার বা ফেসবুক লাইট মোড করে দিলে এবং তা আপনি ইউজ করলে আপনার আইডি হ্যাক সহ বিভিন্ন ইনফরমেশন ওদের কাছে চলে জেতে পারে। তো সব সমস্যার সমাধান রয়েছে নিচে :
মেসেঞ্জার ও ফেসবুক লাইট ফেসবুক থেকে ডাওনলোড করলে কি কি সুবিধা পাবেন :
১. আপডেট ভার্সন রিলিজ হবার সাথে সাথে আপনি নিচের লিংকে আপডেট ভার্সন পেয়ে যাবেন থার্ড পার্টি সাইটে আপডেট ভার্সন আসতে দেরি হতে পারে।
২. ফেসবুকের অফিসিয়াল সাইট হওয়াতে এখানে কোন এড এর ঝামেলা নেয়।
৩. কোন স্পীড লিমিট নেয়, আপনার ইন্টারনেটের সর্বোচ্চ গতিতে ডাওনলোড হবে।
৪. এইটা ফেসবুকের অফিসিয়াল সাইট হওয়াতে এখানে কোন মোড এপ থাকবেনা এবং আইডির ক্ষতি হবার কোন ভয় নেয়।
ফেসবুকে মেসেঞ্জার এর সবসময়কার আপডেট ভার্সন পেতে শুধু এই লিংকটি ইউজ করবেন Facebook Messenger From Facebook Official Site
ফেসবুক লাইট এর সবসময়কার আপডেট ভার্সন পেতে শুধু এই লিংকটি ইউজ করবেন Facebook Lite From Facebook Official Site
যেভাবে ডাওনলোড করবেন : উপরের লিংকে গেলে স্কীনসটের মতো কিছু ইনফরমেশন পাবেন যেমন সর্বশেষ আপডেট কত তারিখ, আপনার কোন কোন ফ্রেন্ডরা এই এপ ইউজ করে, এপ এর সাইজ এবং ফিচার্স। তখন অইখানে Download বাটনে প্রেস করলেই ডাওনলোড শুরু হয়ে যাবে।
io
ei niyom a post kora ace,,
so,,,
kicuNa
???
ফি ফেইবুক ইউজার।
ফি ফেইসবুক ইউজার।
আজ Messenger App এর টাও পেয়ে গেলাম। ^_^
ধন্যবাদ।