আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজ একটা নতুন অ্যাপ নিয়ে এসেছি। যার মাধ্যমে আপনি অ্যানড্রয়েডে PHP এর লোকালহোস্ট রান করতে পারবেন। এর ফলে লোকালহোস্টে করা যায় এমন সকল কাজ করতে পারবেন। মানে PHP সকল কাজ এখন আপনার অ্যানড্রয়েড ফোন দিয়েই করতে পারবেন। এই নতুন অ্যাপটির নাম Penguin. Php ও Mysql এর লোকালহোস্টের কাজ করে এটি। অ্যাপ সাইট ১৫ এমবির একটু বেশী।
ডাউনলোড লিংক:Penguin – Php & Mysql local host
ব্যাবহার: অ্যাপটি ইনস্টলের পর পারমিশন চাইলে দিয়ে দিন। তারপর অ্যাপটি ওপেন হলে একটি অফ করা সুইচ বাটন পাবেন। তখন সুইচ বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ড পর সার্ভার রান হবে। নিচের ছবির মত দেখা যাবে
তারপর localhost এ ক্লিক করলে আপনাকে লোকালহোস্টে নিয়ে যাবে। এখন ফোন স্টোরেজের www নামে নতুন তৈরি হওয়া ডিরেক্টরিতে যতটি php ফাইল আছে সবকয়টি দেখা যাবে। ফাইলে ক্লিক করলে তার আউটপুট দেখা যাবে। আপনি সেখানে নতুন ফাইল যুক্ত করতে পারবেন যে কোন কোড এডিটর দিয়ে। সেখানে আপনার ইচ্ছামত php code ও দিতে পারবেন। একটা আউটপুট
এখন password box খালি রেখে username এর ঘর যা আছে তাই রাখবেন। সেখানে root দেওয়া আছে।
Go তে ক্লিকের পর নিচের মত পাবেন
এটিই আপনার phpmyadmin. এখান থেকে phpmyadmin কন্ট্রোল করতে পারবেন। ডাটাবেজ create করে wp ব্যাবহার করতে পারবেন।
আর অ্যাপের প্রথমে যে setting দেখেছিলেন সেখানে ক্লিক করলে নিচের মত পাবেন
এখান থেকে পাথ পরিবর্তন, সার্ভারের port পরিবর্তন ও root access কন্ট্রোল করতে পারবেন।
আর হ্যাঁ প্রতিবার কাজের সময় অ্যাপ রান করে ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে হবে। তবে বন্ধ থাকার কারনে কোন data কেউ ডিলেট না করলে হারানোর সম্ভাবনা নেই।
আজ এ পর্যন্তই। আবার অন্য পোস্টে দেখা হবে।
4 thoughts on "PHP এর লোকালহোস্ট রান করুন অ্যানড্রয়েডে নতুন অ্যাপ দিয়ে"