>আশা করি আপনারা ভালই আছেন (ইনশাআল্লাহ)। কারন যারা ট্রিকবিডির সাথে থাকে তারা ভালই থাকে । আর আমি ও ভাল আছি কারন আমার SSC পরিক্ষার রেজাল্ট ভালই হয়েছ। ( আল হামদুলিল্লাহ)
আজ আলোচনা করব সঠিক ভাবে সালাত আদায় করার নিয়ম নিয়ে।# কারন অনেক মুসলমান ভাই আছেন যাদের নামাজ সঠিক হয় না বা ভুল হয়। আর ভুল নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না।
→এখানে আমি সঠিক ভাবে সালাত আদায়ের নিয়ম তুলে ধরার চেষ্টা করেছি।
# জায়নামাজে দারানোর নিয়ম:-
>জায়নামাজে দারানোর সময় দেখতে হবে যে দুই পায়ের মধ্যে খানিক টা ফাকা রাখতে হবে ( চার ইঞ্চি এর মত) । পায়ের গোরালি এবং পা এর সামনের অংশ এর মধে সমান ফাকা রাখতে হবে।>আর জামায়াতে নামাজ পড়ার সময় সকলের ই পায়ের গোরালি যেন এক বরাবর থাকে।>জায়নামাজে দাড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে।
# জামাতে নামাজ পড়লে সকলে একটু চেপে চেপে দারাতে হবে।#নিয়ত এবং তাকবির এর নিয়ম:-
>এরপর নামাজের নিয়ত করতে হবে ।
>নিয়ত করে ( আল্লাহু আকবর) বলে তাকবির এর সময় হাত এর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখতে হবে এবং হতের অন্য আঙ্গুল গুলো সোজা এবং হাতের তালু কিবলামুখি রাখতে হবে। # হাত বাধার নিয়ম:-
>নিয়ত করার এর পর তাকবির (আল্লাহুআকবার) দিয়ে হাত বাধতে হবে। নাভির উপর ( নাভি বরাবর) প্রথমে বাম হাত এর পর বাম হতের উপর ডান হাত রাখতে হবে এবং ডান হাতের বৃদ্ধাআঙ্গুল ও কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাত ধরতে হবে । এবং সানা পড়তে হবে । সূরা ফাতিহা পড়ে সাথে অন্য একটি সূরা পড়তে হবে আর ইমামের পিছে নামাজ পড়লে চুপ করে থাকবে । # সানা ও সূরা পড়া সময় সোজা হয়ে দারিয়ে থাকতে হবে ।# সানা ও সূরা পড়ার সময় সিজদাহ করার জায়গার উপর তাকিয়ে থাকতে হবে। # ফরজ নামাজ হলে নামাজ যদি তিন বা চার রাকাত হয় তাহলে শেষ রাকাতে সূরা ফাতিহা এর পর কোনো সুরা পড়ার দরকার নেই ।
আর সুন্নাত নামাজ হলে আগের রাকাত গুলো এর মত ই পড়তে হবে ।
# রুকু করার নিয়ম :-
সানা ও সূরা পড়া শেষ হলে হাত ছাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে হাত ছারার সময় হাত যেন পিছনে না যায়।
# আল্লাহুআকবার বলে রুকুতে যেতে হবে।
এবার রুকু করার সময় দুই হাত হাটুর উপর রাখার সময় হাত টান রাখতে হবে । এবং ঘার ও পিঠ সোজা করে এক বরাবর রাখতে হবে। ও বলতে হবে ( সুবহানা রব্বিয়াল আজিম)
এবং দুই পায়ের মাঝখানে তাকিয়ে থাকতে হবে । #রুকু করার সময় হাটু টান টান রাখতে হবে । এবার ইমাম সাহেব ( সামিআল্লাহু হুলিমান হামিদা) বললে মুকতাদি রা উঠে সোজা হয়ে দারাবে এবং বলবে (রব্বানা লাকালহামদ)
#এবার ( আল্লাহু আকবার) বলে সিজদাহ এ যেতে হবে সিজদাহে যাওয়ার সময় স্টেপ বাই স্টেপ যেতে হবে।
হাত জানুর উপরে রেখে হাটু কিছুটা বাকিয়ে ধিরে ধিরে বসতে হবে। # বসার পর জায়নামাজে হাত রেখে সিজদাহ করতে হবে । এখানে সিজদাহ এ যাওয়ার সময় জায়নামাজে প্রথমে প্রথমে নাক তারপর কপাল লাগাতে হবে এবং বলতে হবে ( সুবহানা রব্বিয়াল আআলা) ।
# সিজদাহ করার সময় দুই হাত সোজা রাখতে হবে এবং এর বৃদ্ধাঙ্গুল দুটি কান এর লতি বরাবর রাখতে হবে এবং অন্য আঙ্গুল গুলো সোজা ভাবে একসাথে লাগিয়ে রাখতে হবে ।# সিজদাহ করার সময় শরির একটু ছারিয়ে রাখতে হবে । শরির গুটিয়ে রাখা যাবে না। #সিজদাহ করার সময় হাতের কুনুই লাগিয়ে রাখা যাবে না কুনুই উচু করে রাখতে হয়। #সিজদাহে থাকা অবসথায় পা এর আঙ্গুল গুলো বাকা করে কিবলার দিকে রাখতে হবে এবং পা কিছুটা ফাকা রাখতে হবে । # আল্লাহু আকবার বলে উঠতে হবে। উঠার সময় আগের মত স্টেপ বাই স্টেপ উঠতে হবে ।
# বৈঠকে বসার সময় বাম পা এর উপর বসতে হয় এবং ডান পা সোজা করে রাখতে হবে ও পা এর আঙ্গুল গুলো বাকিয়ে কিবলামুখি রাখতে হবে । # নামাজ তিন অথবা চার রাকাত হলে দুই রাকাত শেষ হওয়ার পর বৈঠকে বসতে হয়। বৈঠকে বসে (তাসহুদ) পাঠ করতে হবে ।
# তাসহুদ পরার সময় হাত হাটুর উপরে রাখতে হবে । হাত নামিয়ে দেয়া যাবে না। তাসহুদ পাঠ করার সময় যখন ( আসহাদু আল্লা ইলাহা ইল্লাহু) বলার সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল সামান্য তুলতে হবে। # আর যখন তিন অথবা চার রাকাত শেষ হয়ে যাবে তখন (তাসহুদ) এর পর ( দরুদ) তার পর (দুআ মাসুরা) পাঠ করতে হবে ।
→যদি নামাজ দুই রাকাত হয় তা হলে ( তাসহুদ) (দরুদ) ও (দুআ মাসুরা) পাঠ করতে হবে।
#(দুআ মাসুরা) শেষ করার পর সালাম( আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ) ফিরাতে হবে ।
# সালাম ফিরানোর সময় নজর কাধের উপর থাকতে হবে। খেয়াল রাখতে নজর যেন অন্যদিকে যায় । # মুনাজাত :-
মুনাজাত করার সময় হাত একটু ফাকা রাখতে । হাত এর আঙ্গুল গুলো স্বাভাবিক ভাবে রাখতে হবে ।
→তবে হাত বেশি ফাকা রাখা যাবে না ।
→হাত একসাথে লাগিয়ে রাখা যাবে না।
#মুনাজাত এর সময় নজর দুই হাতেের মাঝখানে রাখতে হবে।
#১ :- ( ফজর)
ফজর এর নামাজে প্রথমে সুন্নাত তার পর ফরজ নামাজ পড়া হয়
→ফজর এর ফরজ :-নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
→ফজর এর সুন্নাত:- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতি রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
#২:-( যোহর)
যোহর এর নামাজে প্রথমে সুন্নাত এর পর ফরজ এর পর আবার সুন্নাত এবং সাথে পর নফল পড়তে হয়।
→চার রাকাত সুন্নাত :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা আারবা রাকাতাই সালাতিল যুহরি সুন্নাতি রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
→চার রাকাত ফরজ :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা আারবা রাকাতাই সালাতিল যুহরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।
→দুই রাকাত সুন্নাত :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা রাকাতাই যুহরি সুন্নাতি রসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
→দুই রাকাত নফল :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
#৩( আসর):-
আসর এর নামাজে প্রথমে চার রাকাত সুন্নাত তার পর চার রাকাত ফরজ পড়তে হয় {{ আসর এর সুন্নাত না পড়লে অসুবিধা নেই পড়লে অনেক সওয়াব }}
→চার রাকাত সুন্নাত :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল আসরি সুন্নাতি রসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
→চার রাকাত ফরজ :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
#৪ ( মাগরিব):-
মাগরি এর নামাজে তিন রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নাত আদায় করতে হয়। সাথে দুই রাকাত নফল পড়তে হয়।
→ফরজ :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা সালাছা রাকাতাই সালাতিল মাগরিবি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
→সুন্নাত :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতি রাসুল্লিহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
→নফল :- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
#৫ ( এশা) :-
এশা এ প্রথমে সুন্নাত এর পর ফরজ এর পর সুন্নাত এর পর বেতর এর পর নফল আদায় করতে হয়। {{ প্রথম চার রাকাত সুন্নাত না পড়লে অসুবিধা নেই }}
→চার রাকাত সুন্নাত:- নাওয়াইতু আন উসাললিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল এশাই রাসুলিল্লাহিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার ।
#( সানা) :-আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারা কাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা।
# (তাসহুদ):-আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতি ওয়া তাইবাতু ওয়াসালামু আলাইকা আইয়াহামান নাবিয়ু ওয়াসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিনা ওয়াসাহাদু আল্লাইলাহা ইল্লাহা ইল্লালাহু ওয়াসহাদু আন্না মুহাম্মাদান আাবদুহু ওয়া রাসুলুহু।
#(দরুদ):-আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লিয়াতা আলা ইবরাহিমা ওয়ালা আলি ইবরাহিমা ইন্নকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ।
#(দোয়া মাসুরা) :-আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাছিরাও ওয়া আলা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা ফাগফিরিলি মাগফিরিতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম।
# ( দু-আ কুনুত) :- আল্লাহুম্মা ইন্না নাসতা’ঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়া নু’মিনু বিকা ওয়া না তা ওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখ লা, ওয়া নাত রুকু মাইয়্যাফ জুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়ালাকা নুছাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখ’শা আযাবাকা ইন্না আযা-বাকা বিল কুফফা-রি মুল হিক।
# ( মুনাজাত) :-
#২:- রব্বানা জালামনা আনফুসনা অইল্লাম তাগফিরিলানা ওয়াতা-রাহাম লানা-কুলানা মিনাল খসিরিন →(আপনি আল্লাহর কাছেযা চান তা মনে মনে প্রকাশ করুন)← সুবহানা রব্বিল ইজ্জাতে আম্মাইয়াসিফুনা সালামু আনাল মুরসালিন ওয়ালহমদুলিল্লাহি রব্বিয়াল আলামিন ওআজাল আখিরি কালিমাতি ইন্দাল মাউত লাইলাহা ইল্লাহু মুহাম্মাদএর রাসুলুল্লাহ (স:)
#আশা করি সকলেই বুঝতে পেরেছেন না বুঝতে পারলে এবং আরো বিস্তারিত জানতে এই APP টি ডাউনলোড করুন ।
Dawnload this app
আমরা নিয়মিত পাচ ওয়াক্ত সালাত কয়েম করব । এবং অন্যকে উৎসাহিত করব ।
সালাত কায়েম কারিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন।
বিদ্র:- কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
You must be logged in to post a comment.
খুব দরকারি পোস্ট,, ধন্যবাদ ভাই
আপনার মতামত এর জন্য ধন্যবাদ।
Khub valo post
Carry on bRo
ধন্যবাদ…….!
ধন্যবাদ ভাই
আপনাকে ও ধন্যবাদ……….
Purai osthir post
Gd post
ধন্যাবাদ সাথেই থাকুন……..
Onek valo post
ধন্যবাদ……
Moner Moto post korchen.
Thank You vai
আওনাকে ও ধন্যবাদ…..
সব সময় ইসলামের সাথে থাকুন……………….
very good post
thanks…….
.
ভালো পোস্ট।।। চালিয়ে যান।। ??
Thankyou……… Allwayes stay with Islam
Obviously…
Islam is more than our heart…
খুব ই প্রয়োজনিয় পোষ্ট ধন্যবাদ
Thanks a lot…….
হানাফি মাযহাব উল্লেখ করার দরকার ছিলো যাতে কেউ প্রশ্ন জুড়তে না পারে। সার্বিকভাবে ধন্যবাদ পাওয়ার মতো লেখনী।
বাংলাদেশের ৯৮ ভাগ হানাফি সুতরাং তাদের হানাফি উল্লেখ করার প্রয়োজন নেই!
তবে আপনাদের বা সহীহ বাবার ভক্তদের উচিৎ আহলে হদস উল্লেখ করা
98% হানাফি এটা কিসের আলোকে বললেন? সূত্র আছে কোন?
বাংলাদেশে প্রায় 3 কোটি আহলে হাদিস আছে। সে হিসেবে 70% থেকে কিছু বেশি হতে পারে হানাফি।
আন্দাজে কথা বলবেন না। আর অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আল্লাহ আপনাকে মাফ করুন।
Good Post
মুসলমান ভাই/বোনদের জন্য অধিক উপকারী পোষ্ট।
অনেক সুন্দর হয়েছে ভাই
সবই ঠিক আছে। কিন্তু তাকবির এর সময়ে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর বা লতি স্পর্শ করবে এটা ঠিক আছে। কিন্তু অন্য আঙ্গুলগুলো সামান্য বাঁকা করার কথা বলেছেন এটা ঠিক নয়। অন্যান্য আঙ্গুলগুলো বাঁকা করা যাবে না। সোজা রাখতে হবে এবং তালু কিবলামুখী হবে
তবে অসাধারণ পোস্ট করেছেন। জাজাকাল্লাহ খাইরান
ভিডিও লিংক দিলে আরো ভাল হত। ভিডিও আমার কাছে আছে। আপনার লাগলে লিংক দিতে পারি
video link den…
vul ase ei niyome… jemon sijday age hat tarpor pa…namazer niot korte hoy na… ei
ভাল ভাবে পড়ে দেখেন ঠিক ই তো আছে………………
আপনি সালাতুর রাসুল সাঃ বইটি পরবেন আসাদুল্লাহ আল গালিব এর।।সেই বইটিতে সহিহ এবং সুদ্ধ ভাবে নামাযের নিয়ম দেওওয়া আছে।।এভাবে ভুল নিয়ম দিয়ে অন্নকে নামাযের আহব্বান দিবেন না নিজের তো গুনাহ হবে তার অন্নের ও গুনাহ হবে আল্লাহ আপনাকে হেয়াদেত দোক।। বইয়ের PDF লীনক নিচে
http://archive.org/download/AhlehadeethAndolonWhatWhy/TalaqTahleelByDr.MuhammadAsadullahAl-ghalib.-.pdf
ভুললিনক দিসিলাম
https://archive.org/download/SalaturRasoolsmByProf.Dr.MuhammadAsadullahAlGhalib/Salatur_Rasool_%28sm%29_by_prof._dr._muhammad_asadullah_al-ghalib.pdf
Right
ধন্যবাদ এরকম পোস্ট করার জন্য
durud sorifey samanno vool acey …
tobey valo post asa kori onekey opokrito hobey
Sorry….
কামা লিখতে কানা লিখেছি ।
Contributer দের পপেস্ট ওাবলিশ এর পর এডিট করার সিস্টেম নেই তাই ঠিক করতে পারলাম না।
অনেক সুন্দর পোস্ট
ধন্যবাদ……….
সঠিক ভাবে সালাত আদায় করার নিয়ম নিয়ে লিখলেন অথচ কোন সালাতের নিয়মের কোন হাদিস দিলেন না। হানাফী মাযহাবের নিময় অনুসারে লেখা উল্লেখ করা দরকার ছিল কেননা সহি হাদিস অনুযায়ী সালাত এরকম না। আপনি তো অনেক অশুদ্ধ নিয়মকেও শুদ্ধ নিয়ম বানায় দিছেন। যাই হউক সহি হাদিস অনুযায়ী লেখা উচিত ছিল।
আর একটা কথা নিয়ত মানে সংকল্প। আর আপনার দেওয়া আরবি নিয়াত পড়ার কোন মানেই হয় না।
ধন্যবাদ ভাই আপনাকে
App টির নাম হলো? সহি নামাজ শিক্ষা ও সূরাও
তাই না।
আগে থেকেই জানি??
অনেক ভালো পোষ্ট। এরকম পোষ্ট হওয়া দরকার ট্রিকবিডিতে।
রমজান এর রোজা এবং তারাবিহ নিয়ে আগামিতে পোস্ট করব সাথেই থাকুন।
Waiting…
তুমি ইসলামী পোস্ট দলিল বিহিন করলে গুনাহগার হবে মনে রেখো
shundor post vaia…….carry on….??
nice….
niyot na korle kichu hoi na,mone mone korle hoi.ar apnr magrib banan vul
ভুল দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ । কন্ট্রিবিউটারদের পাবলিশ হওয়া পোস্ট এডিট করা সিস্টেম নাই তাই ঠিক করতে পারলাম না।
really good post
thank you
Good bro
হাত বাধতে হবে বুকের উপর। আর সেজদাতে আগে হাত পরে হাটু তারপর মাথা। আর ভাই নামাজের নিয়ত মুখে বলা বিদায়াত এবং আপনি যে নিয়ত উল্লেখ করেছেন সেটার কোন ভিত্তি নাই। নিয়ত হচ্ছে মনে মনে সংকল্প করার নামই হচ্ছে নিয়ত। আপনি যখন নামাজের জন্য উঠে দাড়াবেন ওযু করবেন সেটাই হচ্ছে আপনার নামাজের নিয়ত।
ঠিক ভাই….
Eta to safeyi majhaber niyom, amra hanafi
“এটা রসুল (সাঃ) নামাজের পদ্ধতি না
এখানে বেশির ভাগ কথাগুলো অন্য মানুষের তৈরি**
হ্যাঁ
তাই সকলকেই বলছি এই বিষয় গুলো সহিহ হাদিসে আছে কি না একটু যাচাই করে দেখুন!
অস্থির পোস্ট….
apnar post valo hoyese valo vebe koresen e jonno dhonnonad kintu kicu kotha ase….
evabe kono suspoato proman ba dolil cara post kora usit noy apne kototuku shorto boltisen ta to amra bujte parbona eta ak dhoroner ondho er moton hoye gelo na jene buje bisshash….
tai proman shoho post korun karon namazer onek niyom ase akek jaygay akek rokom tai shohih ta khuje dolil shoho post koren.
সত্যি বলছি এই নামাযে অনেক ভুল আছে আপ্নারা সহিহ হাদিস দেখে নামায পরবেন তাই এই বইটি পরবেন।। PDF লিনক।http://archive.org/download/AhlehadeethAndolonWhatWhy/TalaqTahleelByDr.MuhammadAsadullahAl-ghalib.-.pdf
আর আমি সহিহ নামায পরার নিয়ম নিয়ে পোস্ট করব।। Admin ভাই পাবলিশ করবেন ইনশাল্লাহ.
Accha, eta je sohih, setar pokke ekta dolil den to, sohih hadis theke.
সেটা জকর নায়কের নামাজ
Nice post
khub dorkari post
উল্টা পাল্টা
আগে জানতাম সিজদায় যাবার সময় হাত হাটু তে রাখা যাবে না সিজদাহ থেকে উঠার সময় রেখে উঠতে হবে
আমার কথা বিস্বাস না হলে স্থানিয় কেনো ইমাম সাহেব অথবা কোনো হুজুর এর কাছ থেককে শুনে নিতে পারেন ।
ইমাম হুজুর দিয়ে ইসলাম চলেনা ইসলাম চলে আল্লাহ্ আর রাসুলের কথায়।
সেজদায় যাবার সময় রাসুল সাঃ আগে মাটিতে হাত দিতেন
এখানেও কিছু (তথাকথিত) আহলে-হাদিস মার্কা লোক দেখা যাচ্ছে যারা সহিহ সহিহ বলে চিল্লাচ্ছে..!
ekhane beshir vag ongshoi vul ase
তথাকথিত মানে কি ভাই?
Islam is the complete code of life.apni khub sundor akta korchen.chaliye jan.tobe,dhikkher bisoy trickbd te admin mode ar kono rules nei…
thankyou
bro……
ধন্যবাদ ভাই
কিছু কথা ভুল আছে
জাকির নায়ক! বা আল বানীর মতে সহীহ মতে না
ভুলে ভরা পোস্ট
হ্যাঁ
ভালো একটা পোস্ট,ধন্যবাদ