আল্লাহর রহমতে
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
★
★★ আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম। বিনামূল্য কি করে আরবি বা কোরআনের সব কইটি সূরা সমূহ এবং বাংলা অর্থ এবং আরবি বানান সহ কি করে Messenger এর মাধ্যমে পড়বেন বা শিখবেন, খুব সহজেই।
❐❏ অনেক সময় আমাদের কোরআন এর সূরা সমূহ শিখার জন্য অনেক App এর প্রয়োজন হয়। কিন্তু এটার জন্য শুধু মাএ আপনার ফোনের Messenger App টি থাকলেই হবে। এখন প্রায় বলা যায় যে সবার ফোনেই Messenger App টি আছে। Messenger App টি কারো ফোনে নেই। এটা এখন বলার মতো মানুষ প্রায় কমই আছে।
∑তো চলুন পোস্ট এর দিকে যাওয়া যাক।
১. প্রথমে আপনার ফোনের Messenger App টা Open করুন
২. Messenger এর search বারে গিয়ে সার্চ করুন (Quran Bot). এবং প্রথমে যেটা আসবে ওইটায় ক্লিক করুন।
৩. GET STARTED এ Click করুন। তারপর এই রকম আসবে।
৪. আপনি যে সূরাটি পড়তে চান ওইটা সার্চ করুন। যেমন দেখুন আমি একটা সূরা সার্চ করে দেখাই।
৬. একটি করে আয়াত পড়ুন, আর Next এ Click করুন। তাহলে পরবর্তী আয়াত আসবে।
✓✓এখানে নিচে দেখুন আপনি কোরআন এর সব গুলো সূরা পাবেন, এবং কোরআন এর সকল তাফসির পাবেন।
>>>>><><><><><><><><<>><<<<
আরেকটা কথা……..☞☞☞
♻ বিশেষ করে ট্রিকবিডি সকল মেম্বারগণ ও ট্রিকবিডির সাপোর্ট টিম কে ঈদুল আযাহার, শুভেচ্ছা
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
[ঈদ মোবারক] বা [হাম্বা মোবারক]
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর ভাই পোস্ট করতে থাকেন আশা করি হবেই।
আর ঈদ মোবারক।
আর ঈদ মোবারক.
আর ঈদ মোবারক।
আর ঈদ মোবারক।
আর ঈদ মোবারক।
আর ঈদ মোবারক।
“ঈদ মোবারক”
”ঈদ মোবারক”
※ঈদ মোবারক※
※ঈদ মোবারক※
Carry on
※ঈদ মোবারক※
※ঈদ মোবারক※
মোবাইলে কুরআন পড়া কি ঠিক।
ব্যাপারটা একটু বুঝবেন।
আসলে অনেকেই সেই বিষয়টা বুঝতে চাইনা।
সবাই সতর্ক হোন।
কেননা এতে পবিত্র কুরআন এর সাথে বরখেলাপ হবে।
ওযু করে মোবাইলে কোরআন শরীফ পড়তেই পারেন, এতে কোথায় সমস্যা!!!
আপনাকে শুধু যাচাই করতে হবে যে, সঠিকভাবে লিখা আছে কি না….
মোবাইল একটি নিকৃষ্ট জিনিস।
যা আল্লাহ অপছন্দ করেন।
কারণ এতে অশ্লীল কিছুও থাকতে পারে।
তাছাড়া আল্লাহ তায়ালা মুসলমানের জন্য এত কষ্ট করে মহানবি হয়রত মুহাম্মদ (স.) এর ওপর নাযিল করেছেন পবিত্র গ্রন্থ আল-কুরআন। কিন্তু সেই প্রিয় বইকে না পড়ে আপনি মোবাইলে পড়বেন।
এটা কিভাবে ঠিক হতে পারে যুক্তি দেন।
আর যে ব্যক্তি কুরআনকে বুকে চুমু দেয় তাদের তার ওপর নাযাত বর্ষিত হয়।
কিন্তু মোবাইলে কি আপনি চুমু দিবেন?
আপারর কথা একেবারেই অযৌক্তিক।
যেই কোরআন শরীফ আপনি বা আমরা পড়ি, সেটা কি সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে?
আল্লাহর বাণীগুলো কোনো কাগজে লিখে, সেটাকে বই আকারে কোরআন শরীফ বানানো হয়েছে…
বইয়ের কাগজও কোনো মহামূল্যবান জিনিস না…
আর খারাপ বইও আছে…
আর মোবাইলে অশ্লীল কিছু থাকলে, তা ঐ মোবাইল ব্যবহারকারীর দোষ…
এর জন্য তো আর মোবাইল কে দায়ী করা যাবে না…
“মোবাইল আল্লাহ পছন্দ করেন না” — এই কথা কোথায় পাইছেন? কোন হাদিসে আছে?
আপনার ঐ কথা শুনলে তো মোবাইল হাতে নেয়াই ঠিক না…
মোবাইল আপনি কী কাজে ব্যবহার করবেন, সেটা পুরোটাই আপনার ওপর নির্ভর করবে…
এটাকে আপনি খারাপ কাজে লাগাতে পারেন, আবার ভালো কাজেও লাগাতে পারেন…
বিবেক দিয়ে ভাবেন, দোষ মোবাইলের কীভাবে হয়???? দোষ তো সেই ব্যবহারকারীর যে এটাকে খারাপ কাজে ব্যবহার করে………
ঈদ মোবারক।