সরাসরি শুধু অডিও সম্প্রচারের নতুন এক ফিচার এনেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর মাধ্যমে ফলোয়াররা শুধু কণ্ঠ শুনতে পাবেন কিন্তু তাকে দেখতে পাবেন না।
শুক্রবার ঘোষণা করা এই ফিচার বর্তমানে সব আইওএস ব্যবহারকারী তাদের মূল টুইটার অ্যাপ আর টুইটারের সরাসরি সম্প্রচার অ্যাপ পেরিস্কোপে ব্যবহার করতে পারছেন, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
নতুন এই ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদেরকে তাদের অ্যাপটি আপডেট করতে হবে ও ‘গো লাইভ’ অপশনে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
মাইক্রোব্লগিং সাইটটি তাদের নকশা বদল নিয়েও কাজ করছে। এর মাধ্যমে ডেস্কটপ সাইটে ‘এক্সপ্লোর’ ট্যাব ও বুকমার্কস অপশনসহ অন্যান্য ফিচার যোগ করা হবে।
বর্তমানে এই ফিচারগুলো ব্যবহারের সুযোগ অল্প সংখ্যক ব্যবহারকারী পাচ্ছেন।
টুইটারের পক্ষ থেকে বলা হয়, “বুকমার্কস ব্যবহার ভালোবাসেন আর ওয়েবে এটি চান? কী ঘটছে তা দেখতে এক্সপ্লোর স্ক্রল করতে চান? আমরা ওয়েবের জন্য নতুন এক টুইটার নিয়ে পরীক্ষা করছি, যা অল্প সংখ্যক মানুষ আজ দেখতে পাবেন। এটি ভালোবেসেছেন? কিছু বাদ রয়েছে? আমাদেরকে জানান। নতুন অভিজ্ঞতা পাননি? সঙ্গেই থাকুন।”
এক্সপ্লোর ট্যাবে মোমেন্টস, ট্রেন্ডস, সার্চ আর অন্যান্য ফিচার একসঙ্গে এনে দেখানো হয়।
ধন্যবাদ জানানোর জন্য।