কেমন আছেন প্রিয়ো বন্ধুরা!
আশা করি ভালো আছেন।
আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
আজ আমরা শিখবো কি ভাবে What’s App, Facebook এবং telegram এ Auto মেসেজিং সিস্টেম চালু করতে হয়।
এই বিষয় টি জানার জন্য অনেকেই আমাকে ফেসবুক এবং What’s App এ রিকুয়েস্ট করেছে।
তাই এর গুরুত্ব উপলব্ধি করে আমার প্রিয় প্লাটফর্ম ট্রিকবিডি এর মাধ্যমে সকলকে জানাতে পোষ্ট টি করে ফেললাম।
অনেক কথা হলো,এখন চলুন কাজে চলে যায় :
Auto Reply চালু করার জন্য লাগবে আপনার ছোট্ট একটি App
App Name : Im Auto Reply
Download Link : ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
App টি ডাউনলোড করার পর চালু করুন।
এখন Ok চেপে নোটিফিকেশন পারমিশন দিয়ে দিন।
এখন আপনি যে app টিতে Auto Reply চালু করতে চান তাতে ক্লিক করে Enable করে দিন
যেমন আমি What’s App Enable করে দিয়েছি।
এখানে আপনি Auto reply তে যে মেসেজ টি দিতে চান তা লিখুন
সব শেষে Start এ ক্লিক করুন
চালু হয়ে গেলো Auto reply
আশা করি বুঝতে পেরেছেন।
কারো কোন সমস্যা হলে কমেন্ট করবেন।
🙂