আইফোনের জনপ্রিয় অ্যাপ প্রিজমা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এখন ব্যবহারের সুযোগ হয়েছে। প্রিজমা অ্যাপটি ছবিকে আর্টওয়ার্ক বা শিল্পকর্মে রূপান্তর করতে পারে। আইফোনে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের মধ্যে এখন শীর্ষে প্রিজমা অ্যাপটি। আইওএস প্ল্যাটফর্মে সহজলভ্য হলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এর জন্য অপেক্ষায় ছিলেন।সম্প্রতি প্রিজমা ল্যাব ইনকরপোরেশন অ্যান্ড্রয়েডের জন্য বিটা বা পরীক্ষামূলক সংস্করণ হিসেবে অ্যাপটি চালু করেছে।
যেভাবে ব্যবহার করবেন প্রিজমা:-
প্রিজমার এই বিটা অ্যাপ্লিকেশনটি এখন প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। তবে অ্যাপটি পেতে প্রিজমার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে গিয়ে ও আপনারা সংগ্রহ করতে পারেন অ্যাপটি।
যেভাবে ডাউনলোড করবেনঃ
১. প্রথমে নিচের ছবিতে ক্লিক করে ডাউনলোড করুন।বা, prisma এর সাইট
২. ফোন সেটিংসে যান। সেখান থেকে সিকিউরিটি অপশনে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনের অজানা উৎস থেকে ডাউনলোড বিষয়টি অনুমোদন করে দিন।
৩. প্রিজমা বিটা এপিকে ইনস্টল করুন।
৪. এখন অ্যাপ চালু করে সেলফি তুলুন বা ফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবি নির্বাচন করে দিন।
৫. প্রিজমা অ্যাপ ছবিটি শিল্পকর্মে রূপান্তর করবে।
৬. ইডিট করা প্রিজমা ছবিটি সংরক্ষণ করতে মূল স্ক্রিনে অবশ্য কোনো অপশন থাকবে না। সংরক্ষণ করতে অ্যাপ সেটিংসে গিয়ে ‘সেভ আর্টওয়ার্কস অটোমেটিক্যালি’ বিষয়টি নির্বাচন করে দিন। এতে ছবি স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সংরক্ষণ হবে। এ ছাড়া ছবি ইডিট করার পর শেয়ার আইকনে ক্লিক করে ছবি সংরক্ষণ করা যায়।
৭. যারা ছবিতে প্রিজমা জলছাপ মুছতে চান তারা সেটিংসে গিয়ে ‘অ্যাড ওয়াটারমার্ক’ অপশনটি থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।
এর মাধ্যমে আপনার ছবি এক অন্য রকম রূপে নিতে পারবেন এর কিছু কাজ দেখুন:-
ধন্যবাদ ভাল থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন এবং কৃপণতা না করে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আগামী পর্বে আবার দেখা হবে পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতে ও শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
এবং সবাই ক্লিয়ার যে আপনি সবচেয়ে বড় নিন্দুক।
ফ্রী কোর্সঃ পর্ব ২; link= https://wirebd.com/article/3128 এবার ক্লিয়ার হল যে কে মূর্খ